ETV Bharat / bharat

কোটায় নাবালিকা ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ - Kota

Gang Rape in Kota: কোটায় এক নাবালিকা কোচিং ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে । ঘটনাটি প্রকাশ্যে আসার পরে, কোটা সিটি পুলিশ তদন্তে নেমেছে ৷ অভিযুক্তদের গ্রেফতারও করেছে ।

etv bharat
etv bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 15, 2024, 5:11 PM IST

কোটা (রাজস্থান), 15 ফেব্রুয়ারি: ফ্ল্যাটে ডেকে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে রাজস্থানের কোটায় ৷ এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ মেয়েটির মেডিক্যাল টেস্ট করানো হয়েছে ৷ পুলিশ জানিয়েছে, নির্যাতিতা ও অভিযুক্তরা কেউই কোটার বাসিন্দা নন ৷ তাঁরা বাইরে থেকে কোচিংয়ের উদ্দেশ্যে সেখানে এসেছিলেন ৷

উল্লেখ্য়, রাজস্থানের কোটা কোচিংয়ের জন্য বিখ্যাত ৷ সেখানে দেশের বিভিন্ন প্রান্তের ছেলেমেয়েরা কোচিং নিতে যান ৷ একই কারণে সেখানে গিয়েছিলেন বছর 17-র ওই মেয়েটি ৷ সে হরিয়ানার গুরুগ্রামের বাসিন্দা ৷ কোটায় মেডিক্যালের এন্ট্রান্স পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল সে ৷

পুলিশ জানিয়েছে, সে কোটার কুনহারি এলাকায় থাকত ৷ আর যেখানে ঘটনাটি ঘটেছে, সেটি ল্যান্ডমার্ক কোচিং এলাকার ৷ সেখানেই একটি ফ্ল্য়াটে গত বুধবার সহপাঠীদের কাছে গিয়েছিল মেয়েটি ৷ রাজস্থানের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিক উমা শর্মা জানান, ওই ফ্ল্যাটেই মেয়েটির উপর নির্যাতন করা হয় ৷ ঘটনায় তিন-চারজন জড়িত৷ সকলেই সাবালক ৷ তাদের গ্রেফতার করা হয়েছে ৷ মেয়েটির মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে ৷

এ দিকে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে কোটা শহরে ৷ কারণ, সেখানে বাইরের অনেকে থাকেন ৷ প্রশ্ন উঠছে, তাহলে কি কোটা শহরের নিরাপত্তা পরিস্থিতি ঠিক নেই ? যদিও এই নিয়ে পুলিশের তরফে কারও কোনও বক্তব্য পাওয়া যায়নি ৷ তবে পুলিশের একটি সূত্রের মতে, পুলিশ এটাকে একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই ধরছে ৷ তবে ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে, সেই দিকে সকলকে সতর্ক থাকতে বলা হয়েছে ৷

অন্যদিকে, কোটা থেকে প্রায়ই পড়ুয়াদের আত্মহত্যার খবর সামনে আসে ৷ গত নভেম্বরে পশ্চিমবঙ্গের বীরভূমের নলহাটির এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয় কোটা থেকে ৷ ফরিদ হুসেন বছর কুড়ির ওই পড়ুয়া নিট পরীক্ষার প্রস্তুতি নিতে কোটা গিয়েছিলেন ৷ কোটার দাদাবাড়ি থানার ওয়াকফ নগর এলাকায় যে বাড়িতে ভাড়া থাকতেন, সেখান থেকেই তাঁর দেহ উদ্ধার হয় ৷

আরও পড়ুন:

  1. পানশালায় গায়িকাকে 'ধর্ষণ' ব্যবসায়ীর, গ্রেফতার অভিযুক্ত
  2. দার্জিলিংয়ের তরুণীকে রাজধানীতে লাগাতার ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত 'বন্ধু'
  3. যুবতীকে মদ্যপান করিয়ে ধর্ষণের অভিযোগ, অধরা অভিযুক্ত যুবক

কোটা (রাজস্থান), 15 ফেব্রুয়ারি: ফ্ল্যাটে ডেকে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে রাজস্থানের কোটায় ৷ এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ মেয়েটির মেডিক্যাল টেস্ট করানো হয়েছে ৷ পুলিশ জানিয়েছে, নির্যাতিতা ও অভিযুক্তরা কেউই কোটার বাসিন্দা নন ৷ তাঁরা বাইরে থেকে কোচিংয়ের উদ্দেশ্যে সেখানে এসেছিলেন ৷

উল্লেখ্য়, রাজস্থানের কোটা কোচিংয়ের জন্য বিখ্যাত ৷ সেখানে দেশের বিভিন্ন প্রান্তের ছেলেমেয়েরা কোচিং নিতে যান ৷ একই কারণে সেখানে গিয়েছিলেন বছর 17-র ওই মেয়েটি ৷ সে হরিয়ানার গুরুগ্রামের বাসিন্দা ৷ কোটায় মেডিক্যালের এন্ট্রান্স পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল সে ৷

পুলিশ জানিয়েছে, সে কোটার কুনহারি এলাকায় থাকত ৷ আর যেখানে ঘটনাটি ঘটেছে, সেটি ল্যান্ডমার্ক কোচিং এলাকার ৷ সেখানেই একটি ফ্ল্য়াটে গত বুধবার সহপাঠীদের কাছে গিয়েছিল মেয়েটি ৷ রাজস্থানের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিক উমা শর্মা জানান, ওই ফ্ল্যাটেই মেয়েটির উপর নির্যাতন করা হয় ৷ ঘটনায় তিন-চারজন জড়িত৷ সকলেই সাবালক ৷ তাদের গ্রেফতার করা হয়েছে ৷ মেয়েটির মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে ৷

এ দিকে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে কোটা শহরে ৷ কারণ, সেখানে বাইরের অনেকে থাকেন ৷ প্রশ্ন উঠছে, তাহলে কি কোটা শহরের নিরাপত্তা পরিস্থিতি ঠিক নেই ? যদিও এই নিয়ে পুলিশের তরফে কারও কোনও বক্তব্য পাওয়া যায়নি ৷ তবে পুলিশের একটি সূত্রের মতে, পুলিশ এটাকে একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই ধরছে ৷ তবে ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে, সেই দিকে সকলকে সতর্ক থাকতে বলা হয়েছে ৷

অন্যদিকে, কোটা থেকে প্রায়ই পড়ুয়াদের আত্মহত্যার খবর সামনে আসে ৷ গত নভেম্বরে পশ্চিমবঙ্গের বীরভূমের নলহাটির এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয় কোটা থেকে ৷ ফরিদ হুসেন বছর কুড়ির ওই পড়ুয়া নিট পরীক্ষার প্রস্তুতি নিতে কোটা গিয়েছিলেন ৷ কোটার দাদাবাড়ি থানার ওয়াকফ নগর এলাকায় যে বাড়িতে ভাড়া থাকতেন, সেখান থেকেই তাঁর দেহ উদ্ধার হয় ৷

আরও পড়ুন:

  1. পানশালায় গায়িকাকে 'ধর্ষণ' ব্যবসায়ীর, গ্রেফতার অভিযুক্ত
  2. দার্জিলিংয়ের তরুণীকে রাজধানীতে লাগাতার ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত 'বন্ধু'
  3. যুবতীকে মদ্যপান করিয়ে ধর্ষণের অভিযোগ, অধরা অভিযুক্ত যুবক
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.