জয়পুর, 25 জানুয়ারি: তিনি এলেন ৷ গোলাপি শহরে রোড শো করলেন ৷ মাটির ভাঁড়ে চা খেলেন ৷ আর ইউপিআইতে দাম মেটালেন ৷ বৃহস্পতিবার বিকেল নাগাদ দেশে এসেছেন সাধারণতন্ত্র দিবসের প্রধান অতিথি ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ ৷ জয়পুর বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, রাজস্থানের রাজ্যপাল কালরাজ মিশ্র, মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এবং অন্যরা ৷ এরপর প্রেসিডেন্ট ম্যাক্রোঁ গোলাপি শহর জয়পুরে আম্বের ফোর্ট, যন্তর মন্তর এবং হাওয়া মহল ঘুরে দেখেন ৷
সন্ধ্যায় ইউনেসকো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যন্তর মন্তরে তাঁর সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ দু'জনে এই ঐতিহাসিক জ্যোতির্বিজ্ঞানের পর্যবেক্ষণ কেন্দ্রটি ঘুরে দেখেন ৷ 1729 সালে জয়পুরের তৎকালীন শাসক সোয়াই জয় সিং এটি তৈরি করেছিলেন ৷ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটনস্থল এই ইউনেসকো হেরিটেজ সাইট ৷ এখানে 19টি এমন যন্ত্র রয়েছে, যা দিয়ে খালি চোখেই আকাশে গ্রহ-নক্ষত্রদের দেখা যায় ৷
এরপর দুই রাষ্ট্রনায়ক একসঙ্গে জয়পুরে রোড শো করেন ৷ জয়পুর শহরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁকে একটি দোকান থেকে রাম মন্দিরের একটি প্রতিকৃতি উপহার দেন ৷ সেখানে তিনি ফ্রান্সের প্রেসিডেন্টকে ইউপিআই পেমেন্টের বিষয়টিও দেখান ৷
-
VIDEO | PM Modi and French President Emmanuel Macron interacted over a cup of tea as they visited a tea stall in Jaipur earlier today. PM Modi also used UPI to make a payment at the tea stall. pic.twitter.com/dzRjFTIPHR
— Press Trust of India (@PTI_News) January 25, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
">VIDEO | PM Modi and French President Emmanuel Macron interacted over a cup of tea as they visited a tea stall in Jaipur earlier today. PM Modi also used UPI to make a payment at the tea stall. pic.twitter.com/dzRjFTIPHR
— Press Trust of India (@PTI_News) January 25, 2024VIDEO | PM Modi and French President Emmanuel Macron interacted over a cup of tea as they visited a tea stall in Jaipur earlier today. PM Modi also used UPI to make a payment at the tea stall. pic.twitter.com/dzRjFTIPHR
— Press Trust of India (@PTI_News) January 25, 2024
এছাড়া জয়পুরের হাওয়া মহলে একটি দোকানে চা খেতে বসেন প্রধানমন্ত্রী মোদি ও প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ৷ মাটির ভাঁড়ে চা পরিবেশন করেন দোকানদার ৷ চা খাওয়া শেষ হলে চায়ের দাম দেন ফরাসি প্রেসিডেন্ট ৷ তাঁর ফোন থেকে ইউপিআই পেমেন্ট করে চায়ের দাম মিটিয়ে দেন প্রধানমন্ত্রী ৷ ফ্রান্সের প্রেসিডেন্টকে তিনি সেই পদ্ধতিটি ভালো করে বুঝিয়ে দেন ৷ এদিন জয়পুরের 'শিস মহল' এবং 'দিওয়ান-এ-আজম' দুর্গগুলিও ঘুরে দেখেন ম্যাক্রোঁ ৷
আরও পড়ুন: