ETV Bharat / bharat

কর্ণাটকে বাড়ি ধসে মৃত্যু একই পরিবারের 4 জনের - DEATH IN HOUSE COLLAPSED

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 26, 2024, 12:15 PM IST

Updated : Jun 26, 2024, 6:20 PM IST

House Collapsed in Karnataka: কর্ণাটকে মর্মান্তিক দুর্ঘটনা ৷ বাড়ি ধসে মৃত্যু হল একই পরিবারের 4 জনের ৷ ধ্বংসস্তূপ সরিয়ে দেহগুলি উদ্ধার করেছে পুলিশ ৷ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গ্রামে ৷

House Collapsed in Karnataka
বাড়ি ধসে মৃত্যু কর্ণাটকে (নিজস্ব ছবি)

উল্লালা (দক্ষিণ কন্নড়), 26 জুন: কর্ণাটকে বাড়ি ধসে মৃত্যু হল একই পরিবারের 4 সদস্যের ৷ নিহতরা হলেন ইয়াসির (45), তাঁর স্ত্রী মারিয়াম্মা (40) এবং তাঁদের দুই সন্তান রিয়ানা ও রিফানা । ঘটনাটি ঘটেছে দক্ষিণ কন্নড় জেলার উল্লালা থানার আওতাধীন মুন্নুরু গ্রামের কুত্তারু মাদানি নগরে ৷ বিধানসভার স্পিকার এবং বিধায়ক ইউটি খাদের, জেলা কালেক্টর মুল্লাই মুহিলান এমপি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং শোকস্ত পরিবারকে সমবেদনা জানিয়েছেন । এর পাশাপাশি তাঁরা আর্থিক সহায়তারও আশ্বাস দিয়েছেন মৃতদের পরিবারকে ।

পুলিশের তরফে জানা গিয়েছে, আবুবক্কর নামে এক ব্যক্তির বাড়ির দেওয়াল ধসে পড়ে ইয়াসিরের বাড়ির উপরে । এর জেরে ইয়াসিরের বাড়ি ভেঙে যায়। সেই সময় ঘরেই ঘুমোচ্ছিলেন পরিবারের চার সদস্য ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় সকলের। প্রথমে স্বামী-স্ত্রী ও এক মেয়ের দেহ উদ্ধার করে পুলিশ ৷ সেগুলিকে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয় ৷ পরে স্থানীয় লোকজনের সহায়তায় ধ্বংসস্তূপ সরিয়ে আর এক সন্তানের দেহ উদ্ধার করা হয় ৷ স্বাভাবিকভাবেই দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় ৷ আশেপাশের মানুষ ভিড় জমান ঘটনাস্থলে ৷

জানা গিয়েছে, মঙ্গলবার রাত থেকেই দক্ষিণ কন্নড়ে লাগাতার বৃষ্টি হচ্ছে । দক্ষিণ কন্নড় থানার এক আধিকারিক জানিয়েছেন, রাতভর বৃষ্টির কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে হচ্ছে । এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলেও জানান তিনি ।পুলিশ জানিয়েছে, মৃত ইয়াসির ম্যাঙ্গালোর বন্দরে কাজ করতেন । তাঁর মেয়ে রিয়ানা স্কুলে এবং রিফানা শহরের একটি কলেজে পড়তেন । ইয়াসির ছয় বছর আগে এই বাড়িটি কিনেছিলেন ৷ দুই বছর আগে ইয়াসিরের বাড়িতে সীমানা প্রাচীর ধসে পড়েছিল ৷ তখন কোনো হতাহতের ঘটনা ঘটেনি । তবে এ দিনের ঘটনা চারজনের প্রাণ কাড়ল ৷

মৃত দম্পতির আরও একটি মেয়ে রয়েছেন ৷ বড় মেয়ে রাশিনার বিয়ে হয়েছে কেরলে ৷ ঈদের জন্য তিনি তাঁর বাবা-মায়ের বাড়িতে এসেছিলেন ৷ কিন্তু এই ঘটনার আগের দিন তাঁর স্বামীর বাড়িতে ফিরে গিয়েছেন ৷ এর ফলে কপাল জোরে প্রাণ বেঁচেছে তাঁর বলে পুলিশ জানিয়েছে ।

উল্লালা (দক্ষিণ কন্নড়), 26 জুন: কর্ণাটকে বাড়ি ধসে মৃত্যু হল একই পরিবারের 4 সদস্যের ৷ নিহতরা হলেন ইয়াসির (45), তাঁর স্ত্রী মারিয়াম্মা (40) এবং তাঁদের দুই সন্তান রিয়ানা ও রিফানা । ঘটনাটি ঘটেছে দক্ষিণ কন্নড় জেলার উল্লালা থানার আওতাধীন মুন্নুরু গ্রামের কুত্তারু মাদানি নগরে ৷ বিধানসভার স্পিকার এবং বিধায়ক ইউটি খাদের, জেলা কালেক্টর মুল্লাই মুহিলান এমপি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং শোকস্ত পরিবারকে সমবেদনা জানিয়েছেন । এর পাশাপাশি তাঁরা আর্থিক সহায়তারও আশ্বাস দিয়েছেন মৃতদের পরিবারকে ।

পুলিশের তরফে জানা গিয়েছে, আবুবক্কর নামে এক ব্যক্তির বাড়ির দেওয়াল ধসে পড়ে ইয়াসিরের বাড়ির উপরে । এর জেরে ইয়াসিরের বাড়ি ভেঙে যায়। সেই সময় ঘরেই ঘুমোচ্ছিলেন পরিবারের চার সদস্য ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় সকলের। প্রথমে স্বামী-স্ত্রী ও এক মেয়ের দেহ উদ্ধার করে পুলিশ ৷ সেগুলিকে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয় ৷ পরে স্থানীয় লোকজনের সহায়তায় ধ্বংসস্তূপ সরিয়ে আর এক সন্তানের দেহ উদ্ধার করা হয় ৷ স্বাভাবিকভাবেই দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় ৷ আশেপাশের মানুষ ভিড় জমান ঘটনাস্থলে ৷

জানা গিয়েছে, মঙ্গলবার রাত থেকেই দক্ষিণ কন্নড়ে লাগাতার বৃষ্টি হচ্ছে । দক্ষিণ কন্নড় থানার এক আধিকারিক জানিয়েছেন, রাতভর বৃষ্টির কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে হচ্ছে । এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলেও জানান তিনি ।পুলিশ জানিয়েছে, মৃত ইয়াসির ম্যাঙ্গালোর বন্দরে কাজ করতেন । তাঁর মেয়ে রিয়ানা স্কুলে এবং রিফানা শহরের একটি কলেজে পড়তেন । ইয়াসির ছয় বছর আগে এই বাড়িটি কিনেছিলেন ৷ দুই বছর আগে ইয়াসিরের বাড়িতে সীমানা প্রাচীর ধসে পড়েছিল ৷ তখন কোনো হতাহতের ঘটনা ঘটেনি । তবে এ দিনের ঘটনা চারজনের প্রাণ কাড়ল ৷

মৃত দম্পতির আরও একটি মেয়ে রয়েছেন ৷ বড় মেয়ে রাশিনার বিয়ে হয়েছে কেরলে ৷ ঈদের জন্য তিনি তাঁর বাবা-মায়ের বাড়িতে এসেছিলেন ৷ কিন্তু এই ঘটনার আগের দিন তাঁর স্বামীর বাড়িতে ফিরে গিয়েছেন ৷ এর ফলে কপাল জোরে প্রাণ বেঁচেছে তাঁর বলে পুলিশ জানিয়েছে ।

Last Updated : Jun 26, 2024, 6:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.