গদগ (কর্ণাটক), 19 এপ্রিল: একই পরিবারের চারজনকে নৃশংসভাবে খুন করা হল কর্ণাটকে ৷ মৃতদের মধ্যে রয়েছেন কর্ণাটকের বেতাগেরী পৌরসভার সহ-সভাপতির ছেলেও ৷ মূল শহরের দশরা ভনিতে শুক্রবার ভোর তিনটের দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে । মৃতরা হলেন বেতাগেরী পৌরসভার সহ-সভাপতি সুনন্দা বাকালের ছেলে কার্তিক বাকালে (27), জামাতা পরশুরাম (55), মেয়ে লক্ষ্মী (45) এবং নাতনি আকাঙ্ক্ষা (16) ৷ মৃতদের মধ্যে তিনজন কোপ্পালের বাসিন্দা ৷
রাতে স্বামী, স্ত্রী ও তাঁদের মেয়ে দোতলায় নিজেদের ঘরে ঘুমোচ্ছিলেন ৷ সেই সময়ই তাঁদের উপর হামলা হয় ৷ জানা গিয়েছে, নৃশংসভাবে হত্যা করার পর অপরাধীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় । এই ঘটনায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ৷ শুরু হয়েছে তদন্ত ৷
17 এপ্রিল প্রকাশ বাকালের আত্মীয়রা কার্তিকের বিয়ে ঠিক করতে কোপ্পাল থেকে গিয়েছিলেন দশরা ভনিতে ৷ সেখানে গিয়েই এই ঘটনার শিকার হন তাঁরা ৷ পৌরসভার সহ-সভাপতি সুনন্দার স্বামী প্রকাশ বাকালে জানান, ভোর তিনটেয় দরজায় টোকা পড়ে । কে জিজ্ঞাসা করার পরও দরজার ওপার থেকে কোনও সাড়া আসেনি ৷ এর পরে তিনি তাঁর ছেলে কার্তিককে ফোন করেন ৷ তবে ফোনটি ধরেননি প্রকাশের ছেলে ৷ তখনই সন্দেহ হয় প্রকাশের ৷ তিনি এরপর তাঁর জামাই পরশুরাম ও তাঁর মেয়ে লক্ষ্মীকেও ফোন করেন ৷ তাঁরাও ফোন রিসিভ করেননি । এরপর প্রকাশের সন্দেহ আরও তীব্র হয় ৷ তিনি আর একটুও দেরি না করে সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশকে ফোন করেন ।
খবর পেয়েই স্থানীয় পুলিশ ডগ স্কোয়াড নিয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে । ঘটনাস্থলে যান জেলা পুলিশ সুপার বিএস নেমাগৌড়া, অতিরিক্ত পুলিশ সুপার, ডেপুটি এসপি এবং অন্যান্য পুলিশ কর্মীরা । ডিএসপি নেমাগৌড়া বলেন যে, পরিবারের সদস্যরা এখনও এই ঘটনা সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে পারছেন না ৷ তাঁরা বলেছেন যে এটি 2টো থেকে 3 টার মধ্যে ঘটেছে । তিনি আরও বলেন, অপরাধীদের সম্পর্কে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি ৷ অভিযুক্তদের ধরতে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি ।
আরও পড়ুন: