ফিরোজাবাদ, 9 নভেম্বর: আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে শুক্রবার রাতে। একই সঙ্গে বহু মানুষ আহত হয়েছেন বলে খবর। আহতদের শিকোহাবাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় নিহতরা সকলেই লখনউয়ের বাসিন্দা বলে জানা গিয়েছে। পারিবারিক অনুষ্ঠান সেরে মথুরা থেকে ফিরছিল বাসটি ৷ পথে একটি ট্রলির সঙ্গে বাসটির সংঘর্ষ হয়।
ফিরোজাবাদ জেলার সীমান্তে নাসিরপুর থানা এলাকায় আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনাটি ঘটে। লখনউয়ের মোহাদ্দীনপুরের বাসিন্দা সন্দীপের পরিবার এবং আত্মীয়রা ওইদিন সন্দীপের চার বছরের ছেলে সিদ্ধার্থর মুণ্ডন অনুষ্ঠান সেরে বাসে মথুরা-বৃন্দাবন গিয়েছিল। রাতে ওই বাসেই সকলে ফিরছিল। ফিরোজাবাদ জেলা সীমান্তে এক্সপ্রেসওয়েতে সামনে দাঁড়ানো একটি ট্রাকের সঙ্গে তাদের বাসের সংঘর্ষ হয়। ঘটনার পরই স্থানীয় লোকজন চিৎকার চেঁচামেচি শুরু করে ৷ স্থানীয়রাই পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে বিষয়টি জানায়।
খবর পেয়ে রাজ্য পুলিশের পেট্রোলিং টিম ও স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসে আটকে পড়া লোকজনকে উদ্ধার করে ৷ এরপর তাদের চিকিৎসার জন্য শিকোহাবাদের জয়েন্ট হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকরা পাঁচ জনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি আহতদের চিকিৎসা চলছে। অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) অখিলেশ ভাদৌরিয়া জানান, দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। সবাই বাসে করে মথুরা থেকে ফিরছিলেন। একটি খারাপ পার্কিং ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে বাস চালকের গাফিলতি প্রকাশ্যে এসেছে। দুর্ঘটনার কারণ হিসেবে চালকের ঘুমিয়ে পড়াকেই দায়ী করছে পুলিশ ৷ নিহত তিনজনের পরিচয় এখনও জানতে পারেনি পুলিশ ৷
দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সন্দীপ ও বিতনা দেবীর। এছাড়া নীতা, লাভশিখা, নাইটিক, ঋত্বিক, কার্তিক, প্রাণশু, সজীবন, গীতা, সুশীল, শশী দেবী, চমচম, সাবিত্রী দেবী, অরোহী, রিয়া, পুনম, ফুলমতি, সারিকা, রুবি আহত হয়েছেন।