লখনউ, 2 জুন: প্রচণ্ড গরমে শর্ট সার্কিট থেকে এসি বিস্ফোরণ ! আগুন লেগে যায় তিনতলা হোস্টেলে । সব ঘরে ধোঁয়া ছড়িয়ে পড়ে । আতঙ্কিত হয়ে পড়েন সেখান আটকে পড়া প্রায় 28 জন ছাত্রী ৷ পরে হোস্টেলের কর্মীরা একটি ঘরের কাঁচ ভেঙে ছাত্রীদেরকে বের করে নিয়ে আসেন । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের গাড়ি । প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় লখনউয়ের হজরতগঞ্জের একটি কোচিং সেন্টারে ৷
হজরতগঞ্জের নৌ কিশোর রোডে রয়েছে তিনতলা স্কলারস ফোরাম টাওয়ার । এর প্রথম তলায় চলে স্কলারস ফোরাম কোচিং সেন্টার । এখানে শিক্ষার্থীরা আইআইটি এবং নিটের মতো পরীক্ষার জন্য প্রস্তুতি নেন । দ্বিতীয় ও তৃতীয় তলায় হোস্টেল রয়েছে । দ্বিতীয় তলায় হোস্টেলে 14টি ঘরে মোট 28 জন ছাত্রী থাকেন ।
আরও পড়ুন: দুর্গাপুর কাপড়ের দোকানে আগুন ! পুড়ে ছাই জিনিসপত্র
শনিবার সন্ধ্যায় ছাত্রীরা তাদের ঘরে ছিলেন । সেসময় সন্ধ্যা ছয়টার দিকে হঠাৎ তৃতীয় তলার দুই নম্বর ঘরের এসিতে শর্ট সার্কিটের কারণে বিস্ফোরণ হয় । এরপর ঘরে আগুন ধরে যায় । আগুন দ্বিতীয় তলার ঘরেও পৌঁছে যায় । এতে পড়ুয়ারা আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করেন । উদ্ধারকাজ শুরু করার পাশাপাশি হোস্টেলের কর্মীরা দমকলকে খবর দেন । কর্মীরা কোনও মতে কাঁচ ভেঙে সব ছাত্রীকে নিরাপদে বের করে আনেন । দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় ।
সিএফও মঙ্গেশ কুমার জানান, দমকলের কর্মীরা যখন সেখানে পৌঁছন তখন পুরো ভবন ধোঁয়ায় ভরে গিয়েছিল । এক ও দুই নম্বর কক্ষে আগুন লেগেছিল । যথাসময়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় । শিক্ষার্থীরা জানান, আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই পুরো ভবনে ধোঁয়া ছড়িয়ে পড়ে । শ্বাস নিতে কষ্ট হচ্ছিল তাঁদের । একবার মনে হয়েছে কেউ প্রাণে বাঁচবেন না । সিএফও বলেন, "ভবনটিতে অগ্নিনির্বাপক ব্যবস্থা যথাযত ছিল না । শীঘ্রই ভবনের মালিককে নোটিশ দেওয়া হবে । ঘটনাটিতে কেউ আহত হয়নি, এই রক্ষে ।"
আরও পড়ুন: গুজরাতে গেম জোনে ভয়াবহ আগুন, একাধিক শিশু-সহ মৃত কমপক্ষে 25