চণ্ডীগড়/ভাটিন্ডা, 3 মার্চ: কয়েক দিনের শান্তিপূর্ণ প্রতিবাদের পর আবারও তীব্র হতে চলেছে কৃষক আন্দোলন ৷ আবারও উত্তপ্ত হয়ে উঠতে পারে হরিয়ানা-পঞ্জাবের শম্ভু এবং খানৌরি সীমানা ৷ কৃষক সংগঠনগুলি ফের দিল্লি পর্যন্ত মিছিল করে যাওয়ার কর্মসূচি নিয়েছে ৷ এ ছাড়াও ট্রেন অবরোধ করার কর্মসূচির কথাও ঘোষণা করেছে কৃষক সংগঠনগুলি ৷
আগামী 6 মার্চ অর্থাৎ বুধবার দিল্লি অভিমুখে মিছিল করার কর্মসূচি গ্রহণ করেছেন কৃষকরা ৷ কৃষক আন্দোলনের নেতৃত্বে থাকা কৃষক নেতা সারওয়ান সিং পান্ধের আজ জানিয়েছেন যে, কৃষকরা 6 মার্চ দিল্লির দিকে যাত্রা করবেন । খানৌরি সীমানায় মৃত পঞ্জাবের তরুণ কৃষক শুভকরণ সিংয়ের শেষশ্রদ্ধার মঞ্চ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । কৃষক নেতা সারওয়ান সিং পান্ধের আরও ঘোষণা করেন যে, আগামী 10 মার্চ রেল অবরোধও করবেন আন্দোলনরত কৃষকরা ৷ সে দিন দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত সারা দেশে রেলের ট্র্যাকে বসে তাঁরা রেল অবরোধে শামিল হবেন বলে হুমকি দিয়েছেন ৷
স্বাভাবিক ভাবেই আবারও কৃষক আন্দোলন ঘিরে উত্তপ্ত হতে চলেছে হরিয়ানা-পঞ্জাব সীমানা এলাকা ৷ দিনকয়েক আগেই কৃষকদের মিছিল রুখতে পুলিশের তৎপরতা নিয়ে প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহলে ৷
29 ফেব্রুয়ারি পর্যন্ত 'দিল্লি চলো' অভিযানে বিরতি ঘোষণা করেছিলেন কৃষকরা ৷ গত 24 ফেব্রুয়ারি সংযুক্ত কিষাণ মোর্চা এবং কিষাণ মজদুর মোর্চা এ নিয়ে একটি সূচি প্রকাশ করেছিল ৷ যেখানে বলা হয়েছিল, 28 ফেব্রুয়ারি এই দুই সংগঠন আবারও আলোচনায় বসবে ৷ ততদিন পঞ্জাব-হরিয়ানার শম্ভু ও খানৌরি সীমানায় জাতীয় সড়কের দু'ধারের মাঠে কৃষকরা অবস্থান করবেন ৷ তার আগে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে চণ্ডীগড়ে কৃষক নেতাদের যে বৈঠক হয়েছিল সেখানে ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিতের বিষয়ে, কোনও ফলাফল বেরোয়নি ৷ কেন্দ্রের প্রস্তাব নিয়ে আন্দোলনকারী কৃষক সংগঠনগুলি আলোচনা করলেও, কোনও সুরাহা এখনও পাওয়া যায়নি ৷
আরও পড়ুন: