ETV Bharat / bharat

ভারতরত্ন প্রাপ্তির কথা শুনে কেঁদে ফেলেন আদবানী, প্রতিক্রিয়া মেয়ে প্রতিভার

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 3, 2024, 4:31 PM IST

LK Advani's family thanks PM Modi after Bharat Ratna: শনিবার ভারতরত্ন ঘোষণা হতেই লালকৃষ্ণ আদবানীর মেয়ে প্রতিভা আদবানী দিল্লির বাসভবনে বাবাকে লাড্ডু খাইয়ে অভিনন্দন জানান। পাশাপাশি দেশের মানুষের কাছে হাত জোড় করে শুভেচ্ছা জানান আদবানী।

LK Advani's family thanks PM Modi
LK Advani's family thanks PM Modi

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাল আদবানীর পরিবার

নয়াদিল্লি, 3 ফেব্রুয়ারি: ভারতরত্ন পুরস্কার পাচ্ছেন বিজেপির প্রবীণ নেতা তথা দেশের প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবানী ৷ তাঁকে ভারতরত্ন দেওয়ার কথা ইতিমধ্যেই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই ঘোষণা হতেই তাঁর পরিবারের তরফে রীতিমতো উচ্ছ্বাস প্রকাশ করা হয়েছে ৷ একই সঙ্গে, আদবানীকে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান প্রদানের জন্য প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদও জানিয়েছে পরিবার।

শনিবার সকালে লালকৃষ্ণ আদবানীর মেয়ে প্রতিভা আদবানী দিল্লির বাড়িতে বাবাকে লাড্ডু খাইয়ে অভিনন্দন জানান। পাশাপাশি, দেশের মানুষকে হাত জোড় করে শুভেচ্ছাও জানান আদবানী। এদিন প্রতিভা আদবানী সাংবাদিকদের বলেন, "পুরো পরিবার খুব খুশি যে তিনি দেশের সর্বোচ্চ সম্মান পেয়েছেন। আজ আমার মায়ের কথা বেশি মনে পড়ছে ৷ কারণ বাবার ব্যক্তিগত বা রাজনৈতিক জীবনে মায়ের অবদান অনেক বড়। আমি যখন বাবাকে বললাম এই পুরস্কার পাওয়ার কথা, তিনি খুব খুশি হয়েছিলেন ৷ তিনি বলেছিলেন, তাঁর সারা জীবন দেশের সেবায় কাটিয়েছেন। এত বড় পুরস্কার দিয়ে তাঁকে সম্মানিত করার জন্য তিনি প্রধানমন্ত্রী মোদি এবং দেশের জনগণকে ধন্যবাদও জানান ৷"

তিনি আরও বলেন, " বাবা অভিভূত। তিনি অল্প কথার মানুষ। আজ তাঁর চোখে জল চলে এসেছিল। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার সময়েও তিনি খুব খুশি ছিলেন। এটি ছিল তাঁর জীবনের এমন একটি স্বপ্ন যাঁর জন্য তিনি কঠোর সংগ্রাম করেছেন ৷ দীর্ঘদিন ধরে কাজ করেছেন। তাঁর ব্যক্তিত্বই এমন যে, কেউ তাঁর প্রশংসা করলে তাঁর চোখে জল আসে ৷" প্রতিভা আদবানীর কথায়, "আমার পরিবার এবং আমি অত্যন্ত আনন্দিত। বাবাকে এই পুরস্কার দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানাই। জনজীবনে বাবার অবদান অপরিসীম।"

এর আগে, পুরষ্কার ঘোষণা করার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, " লালকৃষ্ণ আদবানী আমাদের সময়ের অন্যতম সম্মানিত রাষ্ট্রনেতা ৷ ভারতের উন্নয়নে তাঁর অবদান স্মরণীয়। তৃণমূল স্তর থেকে কাজ করা থেকে শুরু করে জাতির সেবা করা পর্যন্ত তাঁর ছিল অবাধ বিচরণ। আমাদের দেশের উপ-প্রধানমন্ত্রীও ছিলেন। তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবেও নিজের আলাদা জায়গা করে নিয়েছেন।"

1927 সালের 8 নভেম্বর বর্তমান পাকিস্তানের করাচিতে জন্মগ্রহণ করেন লালকৃষ্ণ আদবানী ৷ ভারতীয় জনতা পার্টির 1980 সালে প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘতম সময়ের জন্য সভাপতির দায়িত্ব সামলেছেন তিনি ৷ প্রায় তিন দশকের সংসদীয় রাজনীতির অভিজ্ঞতা রয়েছে তাঁর ৷ অটল বিহারী বাজপেয়ীর (1999-2004) মন্ত্রিসভায় প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রী এবং পরে উপ-প্রধানমন্ত্রী ছিলেন।

অন্যদিকে, 'এক্স'-হ্যান্ডেলে একটি পোস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লিখেছেন, "উপ-প্রধানমন্ত্রীর পদের মতো বিভিন্ন সাংবিধানিক দায়িত্বে থেকে আদবানীজি তাঁর বলিষ্ঠ নেতৃত্বে দেশের নিরাপত্তা, ঐক্য এবং অখণ্ডতার জন্য অভূতপূর্ব কাজ করেছেন। আদবানীজি সারা জীবন নিঃস্বার্থভাবে দেশ ও দেশবাসীর সেবা করার জন্য নিবেদিত ৷"

(সংবাদসংস্থা-এএনআই)

আরও পড়ুন

ভারতরত্ন সম্মান পাচ্ছেন লালকৃষ্ণ আদবানি, শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদির

শনি-সকালে কেজরিওয়ালের বাড়িতে ক্রাইম ব্রাঞ্চ, মুখ্যমন্ত্রীকে কালিমালিপ্ত করার চেষ্টা; অভিযোগ আপের

হেমন্ত সোরেনকে 5 দিনের ইডি হেফাজতে পাঠাল আদালত

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাল আদবানীর পরিবার

নয়াদিল্লি, 3 ফেব্রুয়ারি: ভারতরত্ন পুরস্কার পাচ্ছেন বিজেপির প্রবীণ নেতা তথা দেশের প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবানী ৷ তাঁকে ভারতরত্ন দেওয়ার কথা ইতিমধ্যেই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই ঘোষণা হতেই তাঁর পরিবারের তরফে রীতিমতো উচ্ছ্বাস প্রকাশ করা হয়েছে ৷ একই সঙ্গে, আদবানীকে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান প্রদানের জন্য প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদও জানিয়েছে পরিবার।

শনিবার সকালে লালকৃষ্ণ আদবানীর মেয়ে প্রতিভা আদবানী দিল্লির বাড়িতে বাবাকে লাড্ডু খাইয়ে অভিনন্দন জানান। পাশাপাশি, দেশের মানুষকে হাত জোড় করে শুভেচ্ছাও জানান আদবানী। এদিন প্রতিভা আদবানী সাংবাদিকদের বলেন, "পুরো পরিবার খুব খুশি যে তিনি দেশের সর্বোচ্চ সম্মান পেয়েছেন। আজ আমার মায়ের কথা বেশি মনে পড়ছে ৷ কারণ বাবার ব্যক্তিগত বা রাজনৈতিক জীবনে মায়ের অবদান অনেক বড়। আমি যখন বাবাকে বললাম এই পুরস্কার পাওয়ার কথা, তিনি খুব খুশি হয়েছিলেন ৷ তিনি বলেছিলেন, তাঁর সারা জীবন দেশের সেবায় কাটিয়েছেন। এত বড় পুরস্কার দিয়ে তাঁকে সম্মানিত করার জন্য তিনি প্রধানমন্ত্রী মোদি এবং দেশের জনগণকে ধন্যবাদও জানান ৷"

তিনি আরও বলেন, " বাবা অভিভূত। তিনি অল্প কথার মানুষ। আজ তাঁর চোখে জল চলে এসেছিল। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার সময়েও তিনি খুব খুশি ছিলেন। এটি ছিল তাঁর জীবনের এমন একটি স্বপ্ন যাঁর জন্য তিনি কঠোর সংগ্রাম করেছেন ৷ দীর্ঘদিন ধরে কাজ করেছেন। তাঁর ব্যক্তিত্বই এমন যে, কেউ তাঁর প্রশংসা করলে তাঁর চোখে জল আসে ৷" প্রতিভা আদবানীর কথায়, "আমার পরিবার এবং আমি অত্যন্ত আনন্দিত। বাবাকে এই পুরস্কার দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানাই। জনজীবনে বাবার অবদান অপরিসীম।"

এর আগে, পুরষ্কার ঘোষণা করার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, " লালকৃষ্ণ আদবানী আমাদের সময়ের অন্যতম সম্মানিত রাষ্ট্রনেতা ৷ ভারতের উন্নয়নে তাঁর অবদান স্মরণীয়। তৃণমূল স্তর থেকে কাজ করা থেকে শুরু করে জাতির সেবা করা পর্যন্ত তাঁর ছিল অবাধ বিচরণ। আমাদের দেশের উপ-প্রধানমন্ত্রীও ছিলেন। তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবেও নিজের আলাদা জায়গা করে নিয়েছেন।"

1927 সালের 8 নভেম্বর বর্তমান পাকিস্তানের করাচিতে জন্মগ্রহণ করেন লালকৃষ্ণ আদবানী ৷ ভারতীয় জনতা পার্টির 1980 সালে প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘতম সময়ের জন্য সভাপতির দায়িত্ব সামলেছেন তিনি ৷ প্রায় তিন দশকের সংসদীয় রাজনীতির অভিজ্ঞতা রয়েছে তাঁর ৷ অটল বিহারী বাজপেয়ীর (1999-2004) মন্ত্রিসভায় প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রী এবং পরে উপ-প্রধানমন্ত্রী ছিলেন।

অন্যদিকে, 'এক্স'-হ্যান্ডেলে একটি পোস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লিখেছেন, "উপ-প্রধানমন্ত্রীর পদের মতো বিভিন্ন সাংবিধানিক দায়িত্বে থেকে আদবানীজি তাঁর বলিষ্ঠ নেতৃত্বে দেশের নিরাপত্তা, ঐক্য এবং অখণ্ডতার জন্য অভূতপূর্ব কাজ করেছেন। আদবানীজি সারা জীবন নিঃস্বার্থভাবে দেশ ও দেশবাসীর সেবা করার জন্য নিবেদিত ৷"

(সংবাদসংস্থা-এএনআই)

আরও পড়ুন

ভারতরত্ন সম্মান পাচ্ছেন লালকৃষ্ণ আদবানি, শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদির

শনি-সকালে কেজরিওয়ালের বাড়িতে ক্রাইম ব্রাঞ্চ, মুখ্যমন্ত্রীকে কালিমালিপ্ত করার চেষ্টা; অভিযোগ আপের

হেমন্ত সোরেনকে 5 দিনের ইডি হেফাজতে পাঠাল আদালত

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.