ETV Bharat / bharat

দিদির দেহ 6 টুকরো করে মাটিতে পুঁতে দিল 'গুণধর' ভাই - JODHPUR MURDER CASE

যোধপুরে মাটির তলা থেকে এক মহিলার দেহের টুকরো পাওয়া গিয়েছে ৷ এই ঘটনায় মূল অভিযুক্তকে নিজের 'ভাই' বলে মনে করতেন ওই মহিলা ৷

Jodhpur Murder Case
যোধপুরে মহিলা খুনে অভিযুক্তের সন্ধান চালাচ্ছে পুলিশ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 1, 2024, 4:38 PM IST

যোধপুর, 1 নভেম্বর: মহিলাকে খুন করার পর দেহ 6 টুকরো করে মাটিতে পুঁতে দেওয়ার কাজ একজন একা করতে পারে না ৷ রাজস্থানের যোধপুরে এক মহিলার খুনের ঘটনায় এমনটাই মনে করছে পুলিশ ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত 6-7 জনকে আটক করেছে পুলিশ ৷ কাদের আটক বা গ্রেফতার করা হয়েছে, তা নিয়ে পুলিশ কিছু জানায়নি ৷ তবে মুল অভিযুক্ত গুলাম মহম্মদ এখনও পলাতক ৷ এডিসিপি নিশান্ত ভরদ্বাজ জানিয়েছেন, কয়েকজনকে জেরা করা হচ্ছে ৷ খুব শীঘ্রই আসল খুনি ধরা পড়বে ৷

মৃত ওই মহিলার নাম অনীতা চৌধরী (50) ৷ তিনি সরদারপুরার বাসিন্দা ছিলেন ৷ একটি বিউটি পার্লার চালাতেন তিনি ৷ গত 27 অক্টোবর দুপুরের পর থেকে তিনি নিখোঁজ ছিলেন ৷ এরপর বাড়ি না ফেরায় তাঁর স্বামী পরদিন পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ৷

30 অক্টোবর অনীতা দেবীর মোবাইলে লোকেশন ট্র্যাক করে পুলিশ মূল অভিযুক্ত গুল মহম্মদের বাড়ি পৌঁছয় ৷ তার বাড়ির পিছন দিক থেকে ওই মহিলার দেহের টুকরো উদ্ধার করা হয় ৷ পরিবার সূত্রে খবর, মূল অভিযুক্ত গুলাম মহম্মদ ওরফে গুলামুদ্দিনকে নিজের 'ভাই' বলে মানতেন অনীতা দেবী ৷

অভিযোগ, গুলাম মহম্মদ অনীতাকে তার বাড়িতে ডেকে পাঠায় এবং তাঁকে খুন করে টুকরো টুকরো করে ৷ অনীতার ছেলে রাহুল জানিয়েছেন, তাঁর মা সবসময় নিজের গাড়িতে যাতায়াত করতে পছন্দ করতেন ৷ 27 অক্টোবর গুলামের ফোন পেয়ে অনীতা তাঁর গাড়ির চাবি প্রতিবেশী এক দোকানদারের কাছে রেখে নিজে অটোয় চড়ে গনগনা পৌঁছন ৷ পুলিশের অনুমান, টাকা লেনদেন সংক্রান্ত কারণে এই খুন ৷

পুলিশ সূত্রে খবর, 27 অক্টোবর দুপুরে গুলামের বাড়ি পৌঁছন অনীতা চৌধরী ৷ সম্ভবত গুলাম অনীতাকে অনেক রাতে খুন করেছিল ৷ তাঁর দেহ লুকিয়ে রাখতে 10 ফুট গভীর একটি গর্ত খোঁড়ে সে ৷ খুনের পর দেহ টুকরো টুকরো করে একটি বড় বস্তায় ভরে ওই গর্তের মধ্যে ফেলেছিল গুলাম ৷ এই কাজ সে একা করতে পারে না বলেই সন্দেহ করছে পুলিশ ৷ তার স্ত্রী এই কাজে সাহায্য করতে পারে বলে সন্দেহ পুলিশের ৷ ইতিমধ্যে গুলামের স্ত্রীকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ ৷ মূল অভিযুক্ত এখনও পলাতক ৷

বুধবার সন্ধ্যায় অনীতার সন্ধানে পুলিশ গনগনায় পৌঁছয় ৷ গুলামের স্ত্রীকে চাপ দেওয়ায় সে পুলিশের কাছে স্বীকার করে যে অনীতার দেহ মাটিতে পুঁতে রাখা হয়েছে ৷ তার বয়ান অনুযায়ী এরপর অনীতার দেহের টুকরোগুলি খুঁজে বের করে পুলিশ ৷ সেগুলি এইমসে পাঠানো হয়েছে ৷ এই খুনের ঘটনার তদন্তে কমিশনার রাজেন্দ্র সিংয়ের নেতৃত্বে একটি দল গঠন করা হয়েছে ৷ গুলাম মহম্মদের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছে ৷ তার কল ডিটেলস রেকর্ড থেকে পাওয়া তথ্য অনুযায়ী অনেককে জিজ্ঞাসাবাদও করছে পুলিশ ৷

যোধপুর, 1 নভেম্বর: মহিলাকে খুন করার পর দেহ 6 টুকরো করে মাটিতে পুঁতে দেওয়ার কাজ একজন একা করতে পারে না ৷ রাজস্থানের যোধপুরে এক মহিলার খুনের ঘটনায় এমনটাই মনে করছে পুলিশ ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত 6-7 জনকে আটক করেছে পুলিশ ৷ কাদের আটক বা গ্রেফতার করা হয়েছে, তা নিয়ে পুলিশ কিছু জানায়নি ৷ তবে মুল অভিযুক্ত গুলাম মহম্মদ এখনও পলাতক ৷ এডিসিপি নিশান্ত ভরদ্বাজ জানিয়েছেন, কয়েকজনকে জেরা করা হচ্ছে ৷ খুব শীঘ্রই আসল খুনি ধরা পড়বে ৷

মৃত ওই মহিলার নাম অনীতা চৌধরী (50) ৷ তিনি সরদারপুরার বাসিন্দা ছিলেন ৷ একটি বিউটি পার্লার চালাতেন তিনি ৷ গত 27 অক্টোবর দুপুরের পর থেকে তিনি নিখোঁজ ছিলেন ৷ এরপর বাড়ি না ফেরায় তাঁর স্বামী পরদিন পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ৷

30 অক্টোবর অনীতা দেবীর মোবাইলে লোকেশন ট্র্যাক করে পুলিশ মূল অভিযুক্ত গুল মহম্মদের বাড়ি পৌঁছয় ৷ তার বাড়ির পিছন দিক থেকে ওই মহিলার দেহের টুকরো উদ্ধার করা হয় ৷ পরিবার সূত্রে খবর, মূল অভিযুক্ত গুলাম মহম্মদ ওরফে গুলামুদ্দিনকে নিজের 'ভাই' বলে মানতেন অনীতা দেবী ৷

অভিযোগ, গুলাম মহম্মদ অনীতাকে তার বাড়িতে ডেকে পাঠায় এবং তাঁকে খুন করে টুকরো টুকরো করে ৷ অনীতার ছেলে রাহুল জানিয়েছেন, তাঁর মা সবসময় নিজের গাড়িতে যাতায়াত করতে পছন্দ করতেন ৷ 27 অক্টোবর গুলামের ফোন পেয়ে অনীতা তাঁর গাড়ির চাবি প্রতিবেশী এক দোকানদারের কাছে রেখে নিজে অটোয় চড়ে গনগনা পৌঁছন ৷ পুলিশের অনুমান, টাকা লেনদেন সংক্রান্ত কারণে এই খুন ৷

পুলিশ সূত্রে খবর, 27 অক্টোবর দুপুরে গুলামের বাড়ি পৌঁছন অনীতা চৌধরী ৷ সম্ভবত গুলাম অনীতাকে অনেক রাতে খুন করেছিল ৷ তাঁর দেহ লুকিয়ে রাখতে 10 ফুট গভীর একটি গর্ত খোঁড়ে সে ৷ খুনের পর দেহ টুকরো টুকরো করে একটি বড় বস্তায় ভরে ওই গর্তের মধ্যে ফেলেছিল গুলাম ৷ এই কাজ সে একা করতে পারে না বলেই সন্দেহ করছে পুলিশ ৷ তার স্ত্রী এই কাজে সাহায্য করতে পারে বলে সন্দেহ পুলিশের ৷ ইতিমধ্যে গুলামের স্ত্রীকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ ৷ মূল অভিযুক্ত এখনও পলাতক ৷

বুধবার সন্ধ্যায় অনীতার সন্ধানে পুলিশ গনগনায় পৌঁছয় ৷ গুলামের স্ত্রীকে চাপ দেওয়ায় সে পুলিশের কাছে স্বীকার করে যে অনীতার দেহ মাটিতে পুঁতে রাখা হয়েছে ৷ তার বয়ান অনুযায়ী এরপর অনীতার দেহের টুকরোগুলি খুঁজে বের করে পুলিশ ৷ সেগুলি এইমসে পাঠানো হয়েছে ৷ এই খুনের ঘটনার তদন্তে কমিশনার রাজেন্দ্র সিংয়ের নেতৃত্বে একটি দল গঠন করা হয়েছে ৷ গুলাম মহম্মদের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছে ৷ তার কল ডিটেলস রেকর্ড থেকে পাওয়া তথ্য অনুযায়ী অনেককে জিজ্ঞাসাবাদও করছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.