ETV Bharat / bharat

কৌশাম্বির বাজি কারখানায় বিস্ফোরণ, অন্তত 4 জনের মৃত্যু; আহত একাধিক - Firecracker Factory

Explosion in Firecracker Factory: রবিবার দুপুরে উত্তরপ্রদেশে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা 4 জনের মৃত্যু হয়েছে ৷ আরও অনেকে অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে ভরতি রয়েছেন ৷ কীভাবে বাজি কারখানায় এই বিস্ফোরণ হয়েছে, তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 25, 2024, 5:30 PM IST

কৌশাম্বি, 25 ফেব্রুয়ারি: উত্তরপ্রদেশের কৌশাম্বি জেলায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ৷ রবিবার দুপুরের এই ঘটনায় কমপক্ষে 4 জনের মৃত্যু হয়েছে ৷ কৌশাম্বি জেলার ভরওয়ারি শহরের খাল্লাবাদ এলাকায় একটি জনবসতি এলাকায় ঘটনাটি ঘটেছে ৷ আচমকাই বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে ৷ ঘটনায় অনেকে আহত অবস্থায় হাসপাতালে ভরতি হয়েছেন ৷ তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে ৷ কীভাবে এই বিস্ফোরণ ঘটল, তা জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় কোখরাজ থানার পুলিশ ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে আচমকাই পুরো এলাকা বিস্ফোরণে কেঁপে ওঠে ৷ ছুটির দিন হওয়ায়, অধিকাংশ লোকজন বাড়িতেই ছিলেন ৷ এলাকার সকলেই প্রায় ঘর ছেড়ে বেরিয়ে আসেন, কী হয়েছে দেখার জন্য ৷ স্থানীয়রা দেখতে পান একটি মাঠের মাঝখানে থাকা বাড়ি পুরোপুরি ভেঙে পড়েছে ৷ আর সেখান থেকে আগুনের হলকা বেরোচ্ছে ৷ স্থানীয়রা দ্রুত পুলিশে খবর দেন ৷ এরপর পুলিশ দমকলে খবর পাঠায় ৷ কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ইঞ্জিন ৷ আশেপাশে জনবসতি থাকলেও, সেগুলির মধ্যে দূরত্ব অনেকটাই ৷ ফলে খোলা জায়গা হওয়ায় আগুন বেশি দূর ছড়িয়ে পড়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে দমকল ৷

এরপর আহতদের সেখান থেকে উদ্ধার করে অ্যাম্বুল্যান্সে হাসপাতালে পাঠানো হয় ৷ অগ্নিদগ্ধ অবস্থায় 6 জন হাসপাতালে ভরতি ৷ আরও কয়েকজন সামান্য আহত হয়েছেন ৷ তবে, ঘটনার সময় বাজি কারখানার ভিতরে অনেকে উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে ৷ কীভাবে এই দুর্ঘটনা হল ? তা ভাবাচ্ছে পুলিশ প্রশাসনকে ৷ এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে ৷ স্থানীয়দের বিস্ফোরণস্থলের আশাপাশে যেতে দেওয়া হচ্ছে না ৷ এ নিয়ে কৌশাম্বির পুলিশ সুপার ব্রিজেশ কুমার শ্রীবাস্তব বলেন, "উদ্ধার কাজ এখনও চলছে ৷ আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয় ৷ এ ঘটনায় অন্তত 4 জনের মৃত্যু হয়েছেন। কম করে 6 জন দগ্ধ হয়েছেন ৷ সব দিক খতিয়ে দেখে তদন্ত চলছে ৷ দমকলের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন ৷"

আরও পড়ুন:

  1. বাজি কারখানায় বিস্ফোরণে অন্তত 10 জনের মৃত্যু
  2. মধ্যপ্রদেশে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে 9, আহত দুই শতাধিক
  3. শিবকাশীতে বাজি কারখানায় বিস্ফোরণে বাড়ছে মৃত্যু, অর্থ-সাহায্য ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর

কৌশাম্বি, 25 ফেব্রুয়ারি: উত্তরপ্রদেশের কৌশাম্বি জেলায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ৷ রবিবার দুপুরের এই ঘটনায় কমপক্ষে 4 জনের মৃত্যু হয়েছে ৷ কৌশাম্বি জেলার ভরওয়ারি শহরের খাল্লাবাদ এলাকায় একটি জনবসতি এলাকায় ঘটনাটি ঘটেছে ৷ আচমকাই বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে ৷ ঘটনায় অনেকে আহত অবস্থায় হাসপাতালে ভরতি হয়েছেন ৷ তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে ৷ কীভাবে এই বিস্ফোরণ ঘটল, তা জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় কোখরাজ থানার পুলিশ ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে আচমকাই পুরো এলাকা বিস্ফোরণে কেঁপে ওঠে ৷ ছুটির দিন হওয়ায়, অধিকাংশ লোকজন বাড়িতেই ছিলেন ৷ এলাকার সকলেই প্রায় ঘর ছেড়ে বেরিয়ে আসেন, কী হয়েছে দেখার জন্য ৷ স্থানীয়রা দেখতে পান একটি মাঠের মাঝখানে থাকা বাড়ি পুরোপুরি ভেঙে পড়েছে ৷ আর সেখান থেকে আগুনের হলকা বেরোচ্ছে ৷ স্থানীয়রা দ্রুত পুলিশে খবর দেন ৷ এরপর পুলিশ দমকলে খবর পাঠায় ৷ কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ইঞ্জিন ৷ আশেপাশে জনবসতি থাকলেও, সেগুলির মধ্যে দূরত্ব অনেকটাই ৷ ফলে খোলা জায়গা হওয়ায় আগুন বেশি দূর ছড়িয়ে পড়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে দমকল ৷

এরপর আহতদের সেখান থেকে উদ্ধার করে অ্যাম্বুল্যান্সে হাসপাতালে পাঠানো হয় ৷ অগ্নিদগ্ধ অবস্থায় 6 জন হাসপাতালে ভরতি ৷ আরও কয়েকজন সামান্য আহত হয়েছেন ৷ তবে, ঘটনার সময় বাজি কারখানার ভিতরে অনেকে উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে ৷ কীভাবে এই দুর্ঘটনা হল ? তা ভাবাচ্ছে পুলিশ প্রশাসনকে ৷ এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে ৷ স্থানীয়দের বিস্ফোরণস্থলের আশাপাশে যেতে দেওয়া হচ্ছে না ৷ এ নিয়ে কৌশাম্বির পুলিশ সুপার ব্রিজেশ কুমার শ্রীবাস্তব বলেন, "উদ্ধার কাজ এখনও চলছে ৷ আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয় ৷ এ ঘটনায় অন্তত 4 জনের মৃত্যু হয়েছেন। কম করে 6 জন দগ্ধ হয়েছেন ৷ সব দিক খতিয়ে দেখে তদন্ত চলছে ৷ দমকলের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন ৷"

আরও পড়ুন:

  1. বাজি কারখানায় বিস্ফোরণে অন্তত 10 জনের মৃত্যু
  2. মধ্যপ্রদেশে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে 9, আহত দুই শতাধিক
  3. শিবকাশীতে বাজি কারখানায় বিস্ফোরণে বাড়ছে মৃত্যু, অর্থ-সাহায্য ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.