রাঁচি, 29 মে: সরকারের নাকের নীচে একের পর এক কিশোরীর গর্ভধারণ এবং প্রসবের ঘটনা ঘটছে ৷ রাঁচির পাওয়ার করিডোর থেকে মাত্র 30 কিলোমিটার দূরে এবং কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক মন্ত্রীর লোকসভা কেন্দ্রের অংশে খুন্তি উপজাতীয় অঞ্চলের এই নির্মম সত্যি তুলে আনল ইটিভি ভারত ৷
আদিবাসী মেয়েরা খুবই অল্প বয়সে সন্তান প্রসব করছে, তাও আবার সরকারি হাসপাতালে । এই মেয়েদের বেশিরভাগেরই বয়স 12 থেকে 16 বছরের মধ্যে । শুধুমাত্র গত তিন মাসে, 75-80টি কিশোরী সন্তান প্রসব করেছে ৷ হাসপাতালগুলির রেকর্ডেই মিলেছে এই হাড়হিম তথ্য ৷ এই তথ্য হাতে এসেছে ইটিভি ভারতের ৷ সরকারি হাসপাতালের একজন চিকিৎসকও বিষয়টি নিশ্চিত করেছেন ।
একজন সিভিল সার্জন কিশোরী গর্ভধারণের বিষয়টি নিশ্চিত করে বলেন, এই অঞ্চলে বাল্যবিবাহের ঘটনা ঘটেছে । হাসপাতালের নথি অনুযায়ী, সম্প্রতি মুরহু এলাকার একটি হাসপাতালে তিন কিশোরী সন্তানের জন্ম দিয়েছে । এই ধরনের বেশিরভাগ ঘটনার খবর এসেছে আফিম-অধ্যুষিত গ্রাম মারাংঘদা, চিচিগিদা, কুডা, সারভাদা, লেন্দুপ, পোসেয়া, দেহকেলা থেকে ৷
- আরও পড়ুন: 18 থেকে 25 ! কন্ডোম কিনতে পয়সা লাগবে না
সিভিল সার্জন নাগেশ্বর মানঝি বলেন, "সঠিক শিক্ষার অভাব এবং মাদকদ্রব্যের অপব্যবহার এর একটি কারণ হতে পারে । শিশুরা স্কুলে যাওয়ার পরিবর্তে অর্থ উপার্জনের জন্য আফিম ক্ষেতে কাজ করে ৷ শিশুরা সহজেই স্থানীয় অ্যালকোহলযুক্ত পানীয় এবং মাদকদ্রব্য পেয়ে যায় ৷"
এখানে কিশোরীর গর্ভধারণের মূলত দুটি কারণ ৷ একটি হল যৌন হেনস্থা এবং অন্যটি উপজাতীয় সংস্কৃতি 'ধুকু', যা অল্পবয়সি মেয়েদের তাদের বয়সি ছেলেদের সঙ্গে লিভ-ইন সম্পর্কের অনুমতি দেয় ৷ এই এলাকায় শিশু কল্যাণ সমিতির মতো শিশু সুরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানগুলি কিশোরী গর্ভধারণ প্রতিরোধে পদক্ষেপ করতে পারেনি । নিজেদের এই ব্যর্থতার জন্য উপজাতীয় সংস্কৃতি 'ধুকু'-কেই বারবার অজুহাত হিসেবে সামনে এনেছে সিডব্লিউসি ৷
সিডব্লিউসি-এর চেয়ারপার্সন তনুশ্রী সরকার কিশোরী গর্ভধারণের অন্যতম প্রধান কারণ হিসেবে 'ধুকু সংস্কৃতি'-এর দিকে ইঙ্গিত করেছেন । তিনি বলেন, "সিডব্লিউসি টিম এই ধরনের মেয়েদের চিহ্নিত করে পুনর্বাসন করবে ।" অপ্রাপ্তবয়স্কদের যৌন নির্যাতন এবং শোষণ থেকে রক্ষা করার জন্য যে পকসো আইন রয়েছে, তা একটি সাংস্কৃতিক প্র্যাকটিসের নামে এই অঞ্চলে স্পষ্টভাবে লঙ্ঘন করা হচ্ছে বলে অভিযোগ তাঁর । তনুশ্রীর কথায়, "আমাদের দল এটাও নিশ্চিত করবে যে, এই ধরনের ঘটনায় জড়িতরা পকসো-সহ প্রাসঙ্গিক আইনি ধারার অধীনে শাস্তি পাবে ।"
স্থানীয় সরকারি হাসপাতালে এই ধরনের ঘটনার রেকর্ড থাকলেও জেলা প্রশাসনের কর্মকর্তারা কিশোরী গর্ভধারণ এবং প্রসবের বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন ৷ ইটিভি ভারত ডেপুটি জেলা কালেক্টর শ্যাম নারায়ণ রামকে কিশোরী গর্ভধারণের বিষয়টি জানালে তিনি 2024 সালের লোকসভা নির্বাচনের ফলাফলের পরে প্রাসঙ্গিক ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ৷
আফিম চাষের পাশাপাশি স্থানীয় অ্যালকোহল 'হাদিয়া'-এর সহজলভ্যতা অল্পবয়সি মেয়েদের গর্ভাবস্থার জন্য ঝুঁকিপূর্ণ করে তোলে । এটি এলাকার অল্পবয়সি মেয়েদের জন্য একটি প্রধান স্বাস্থ্য উদ্বেগের বিষয় হয়ে উঠেছে এবং স্থানীয় মানুষও তা উপলব্ধি করতে শুরু করেছেন । এই সমস্যায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে বারবার সরকারের হস্তক্ষেপ চেয়েছেন । যদিও এলাকায় বসবাসরত আদিবাসীরা এ বিষয়ে প্রকাশ্যে কথা বলতে নারাজ ।