ETV Bharat / bharat

মিলল না জামিন, এবার 14 দিনের জেল হেফাজতে কেসিআর-কন্যা কবিতা - BRS Leader Kavitha - BRS LEADER KAVITHA

Kavitha Remanded In Judicial Custody: জিজ্ঞাসাবাদের জন্য আর হেফাজতে নিতে চায় না ইডি ৷ কেন্দ্রীয় সংস্থা এ কথা জানানোর পর কেসিআর-কন্যা কবিতাকে 14 দিনের জেল হেফাজতে পাঠাল আদালত ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 26, 2024, 1:44 PM IST

Updated : Mar 26, 2024, 1:55 PM IST

নয়াদিল্লি, 26 মার্চ: দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারির মামলায় বিআরএস নেতা কে কবিতাকে 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠাল আদালত ৷ মঙ্গলবারের শুনানিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জিজ্ঞাসাবাদের জন্য কেন্দ্রীয় সংস্থার হেফাজতের মেয়াদ বাড়াতে না চাওয়ায়, বিশেষ বিচারক কাবেরি বাওয়েজা বিচারবিভাগীয় হেফাজতে পাঠান কবিতাকে ৷

বিআরএস নেত্রীকে 16 মার্চ সাত দিনের ইডি হেফাজতে পাঠানো হয়েছিল এবং গত শনিবার সেই হেফাজতের মেয়াদ তিন দিন বাড়ানো হয় । এ দিন শুনানির সময় তাঁর নাবালক ছেলের পরীক্ষার কারণে অন্তর্বর্তীকালীন জামিনের জন্য আবেদন করেন কবিতার আইনজীবী নীতেশ রানা। ইডি-র আইনজীবী জামিনের বিরোধিতা করে বলেন, অন্তর্বর্তীকালীন জামিনের বিষয়ে বিবেচনা করা হলেও জবাব দাখিলের সুযোগ দিতে হবে । অন্তর্বর্তী এবং নিয়মিত জামিন উভয়ের জন্যই প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট-এর অধীনে কঠোর বিধান রয়েছে বলে উল্লেখ করেন ইডির আইনজীবী ।

কেন্দ্রীয় সংস্থার অভিযোগ, তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা কবিতা 'দক্ষিণের গোষ্ঠী'-এর একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন, যাঁর বিরুদ্ধে দিল্লিতে মদের লাইসেন্সের একটি বড় অংশের বিনিময়ে আম আদমি পার্টিকে 100 কোটি টাকা ঘুষ দেওয়ার অভিযোগ রয়েছে ।

46-বছর বয়সিকে নেত্রীকে 15 মার্চ কেন্দ্রীয় তদন্ত সংস্থা গ্রেফতার করে । পিএমএলএ-এর 19 (2) বিধানের অধীনে একটি সিল করা কভারে এজেন্সি যে নথিগুলি জমা দিয়েছে, তা সামনাসামনি দেখতে চেয়ে আদালতের কাছে অনুমতি চেয়েছেন কবিতার আইনজীবী । বিধান অনুযায়ী, গ্রেফতারের পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাঁর দখলে থাকা সম্পত্তি ও গ্রেফতারের নির্দেশ আদালতে পাঠাতে হয় ।

আরও পড়ুন:

  1. শীর্ষ আদালতে জামিন খারিজ, আবগারি দুর্নীতিতে ইডি হেফাজতেই কবিতা
  2. দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় কেসিআর কন্যাকে আদালতে পেশ
  3. দিল্লির আবগারি কেলেঙ্কারিতে ইডির হাতে গ্রেফতার কেসিআর কন্যা

নয়াদিল্লি, 26 মার্চ: দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারির মামলায় বিআরএস নেতা কে কবিতাকে 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠাল আদালত ৷ মঙ্গলবারের শুনানিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জিজ্ঞাসাবাদের জন্য কেন্দ্রীয় সংস্থার হেফাজতের মেয়াদ বাড়াতে না চাওয়ায়, বিশেষ বিচারক কাবেরি বাওয়েজা বিচারবিভাগীয় হেফাজতে পাঠান কবিতাকে ৷

বিআরএস নেত্রীকে 16 মার্চ সাত দিনের ইডি হেফাজতে পাঠানো হয়েছিল এবং গত শনিবার সেই হেফাজতের মেয়াদ তিন দিন বাড়ানো হয় । এ দিন শুনানির সময় তাঁর নাবালক ছেলের পরীক্ষার কারণে অন্তর্বর্তীকালীন জামিনের জন্য আবেদন করেন কবিতার আইনজীবী নীতেশ রানা। ইডি-র আইনজীবী জামিনের বিরোধিতা করে বলেন, অন্তর্বর্তীকালীন জামিনের বিষয়ে বিবেচনা করা হলেও জবাব দাখিলের সুযোগ দিতে হবে । অন্তর্বর্তী এবং নিয়মিত জামিন উভয়ের জন্যই প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট-এর অধীনে কঠোর বিধান রয়েছে বলে উল্লেখ করেন ইডির আইনজীবী ।

কেন্দ্রীয় সংস্থার অভিযোগ, তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা কবিতা 'দক্ষিণের গোষ্ঠী'-এর একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন, যাঁর বিরুদ্ধে দিল্লিতে মদের লাইসেন্সের একটি বড় অংশের বিনিময়ে আম আদমি পার্টিকে 100 কোটি টাকা ঘুষ দেওয়ার অভিযোগ রয়েছে ।

46-বছর বয়সিকে নেত্রীকে 15 মার্চ কেন্দ্রীয় তদন্ত সংস্থা গ্রেফতার করে । পিএমএলএ-এর 19 (2) বিধানের অধীনে একটি সিল করা কভারে এজেন্সি যে নথিগুলি জমা দিয়েছে, তা সামনাসামনি দেখতে চেয়ে আদালতের কাছে অনুমতি চেয়েছেন কবিতার আইনজীবী । বিধান অনুযায়ী, গ্রেফতারের পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাঁর দখলে থাকা সম্পত্তি ও গ্রেফতারের নির্দেশ আদালতে পাঠাতে হয় ।

আরও পড়ুন:

  1. শীর্ষ আদালতে জামিন খারিজ, আবগারি দুর্নীতিতে ইডি হেফাজতেই কবিতা
  2. দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় কেসিআর কন্যাকে আদালতে পেশ
  3. দিল্লির আবগারি কেলেঙ্কারিতে ইডির হাতে গ্রেফতার কেসিআর কন্যা
Last Updated : Mar 26, 2024, 1:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.