ETV Bharat / bharat

মনোনয়ন বাতিলে 'সুপ্রিম' দ্বারে দেবাশিস, আজই শুনানির আর্জি - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Debasish Dhar moves SC: মনোনয়ন বাতিলকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধর ৷ আজই মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন হওয়ায় জরুরি ভিত্তিতে শুনানির আর্জি জানান তিনি ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 29, 2024, 2:45 PM IST

নয়াদিল্লি, 29 এপ্রিল: নির্বাচন কমিশন তাঁর মনোনয়নপত্র বাতিল করে দেওয়ায় অবশেষে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন বীরভূমের বিজেপি প্রার্থী হিসেবে দাঁড়ানো দেবাশিস ধর ৷ আজই মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন হওয়ায় জরুরি ভিত্তিতে তাঁর আবেদনের শুনানি করার আর্জি জানিয়েছেন তিনি ৷ তারই প্রেক্ষিতে শীর্ষ আদালত সোমবার বলেছে যে, প্রাক্তন আইপিএস অফিসারের আবেদনে শুনানি জরুরি তালিকায় রাখা হবে কি না, তা বিবেচনা করবে আদালত ৷

বীরভূম থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিজেপির টিকিট দেওয়া হয়েছিল দেবাশিস ধরকে ৷ তবে আয় বহির্ভূত সম্পত্তির মামলায় কমিশন তাঁর মনোনয়নপত্র বাতিল করে দেওয়ায়, সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানান দেবাশিস ধর ৷ প্রথমে কলকাতা হাইকোর্টে আবেদন করেন তিনি ৷ তবে দ্রুত শুনানির আর্জি মানতে চায়নি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ৷ হাতে সময় কম থাকায় এরপরই সুপ্রিম কোর্টে যাওয়ার চিন্তাভাবনা শুরু করে দেন দেবাশিস ধর ৷

সেই মতোই সোমবার তিন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি জেবি পারদিওয়ালা ও মনোজ মিশ্রের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চে নিজের আবেদন জানান দেবাশিস ৷ তাঁর আইনজীবী নিধেশ গুপ্ত আদালতকে জানান যে, সোমবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন । তাই জরুরি শুনানির আবেদন জানাচ্ছেন তিনি ৷ তাঁর আইনজীবী নিধেশ বলেন, "আজই এই মামলার শুনানির প্রয়োজন ৷" জবাবে তাঁকে প্রধান বিচারপতি বলেন, "আমি ইমেলটি দেখব (জরুরি তালিকা চাওয়া) ৷"

বিজেপি প্রার্থী হিসাবে দেবাশিস ধরের মনোনয়নপত্র বাতিল করার কারণ হিসেবে বলা হয়েছে যে তিনি নো ডিউস সার্টিফিকেট পেশ করতে ব্যর্থ হয়েছেন ৷ যদিও তাঁর আইনজীবীর দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশে বলাই আছে মনোনয়ন জমা করার ক্ষেত্রে নো ডিউস সার্টিফিকেট বাধ্যতামূলক নয় ।দেবাশিসের মনোনয়ন বাতিল হতে পারে এটা আঁচ করে দেবতনু ভট্টাচার্যকেও ওই কেন্দ্রে প্রার্থী করেছে বিজেপি । সম্প্রতি আইপিএস অফিসার পদ থেকে ইস্তফা দেন দেবাশিস ধর ৷ এরপরই তাঁকে বীরভূম কেন্দ্রে প্রার্থী করে বিজেপি ৷

বীরভূম লোকসভা আসনে ভোটগ্রহণ আগামী 13 মে । (পিটিআই)

আরও পড়ুন:

  1. হাইকোর্টে হবে না জরুরি শুনানি, মনোনয়ন বাতিল নিয়ে 'সুপ্রিম' দ্বারে যেতে পারেন দেবাশিস
  2. মনোনয়ন বাতিলে আদালতে দেবাশিস, বিকল্প প্রার্থী ছাড়াই বীরভূমে প্রচারে বিজেপি
  3. দেবাশিস ধরের পদত্যাগ গ্রহণ করেনি রাজ্য, মনোনয়ন বাতিলে সরকারকেই দুষলেন জয়ন্ত রায়

নয়াদিল্লি, 29 এপ্রিল: নির্বাচন কমিশন তাঁর মনোনয়নপত্র বাতিল করে দেওয়ায় অবশেষে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন বীরভূমের বিজেপি প্রার্থী হিসেবে দাঁড়ানো দেবাশিস ধর ৷ আজই মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন হওয়ায় জরুরি ভিত্তিতে তাঁর আবেদনের শুনানি করার আর্জি জানিয়েছেন তিনি ৷ তারই প্রেক্ষিতে শীর্ষ আদালত সোমবার বলেছে যে, প্রাক্তন আইপিএস অফিসারের আবেদনে শুনানি জরুরি তালিকায় রাখা হবে কি না, তা বিবেচনা করবে আদালত ৷

বীরভূম থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিজেপির টিকিট দেওয়া হয়েছিল দেবাশিস ধরকে ৷ তবে আয় বহির্ভূত সম্পত্তির মামলায় কমিশন তাঁর মনোনয়নপত্র বাতিল করে দেওয়ায়, সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানান দেবাশিস ধর ৷ প্রথমে কলকাতা হাইকোর্টে আবেদন করেন তিনি ৷ তবে দ্রুত শুনানির আর্জি মানতে চায়নি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ৷ হাতে সময় কম থাকায় এরপরই সুপ্রিম কোর্টে যাওয়ার চিন্তাভাবনা শুরু করে দেন দেবাশিস ধর ৷

সেই মতোই সোমবার তিন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি জেবি পারদিওয়ালা ও মনোজ মিশ্রের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চে নিজের আবেদন জানান দেবাশিস ৷ তাঁর আইনজীবী নিধেশ গুপ্ত আদালতকে জানান যে, সোমবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন । তাই জরুরি শুনানির আবেদন জানাচ্ছেন তিনি ৷ তাঁর আইনজীবী নিধেশ বলেন, "আজই এই মামলার শুনানির প্রয়োজন ৷" জবাবে তাঁকে প্রধান বিচারপতি বলেন, "আমি ইমেলটি দেখব (জরুরি তালিকা চাওয়া) ৷"

বিজেপি প্রার্থী হিসাবে দেবাশিস ধরের মনোনয়নপত্র বাতিল করার কারণ হিসেবে বলা হয়েছে যে তিনি নো ডিউস সার্টিফিকেট পেশ করতে ব্যর্থ হয়েছেন ৷ যদিও তাঁর আইনজীবীর দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশে বলাই আছে মনোনয়ন জমা করার ক্ষেত্রে নো ডিউস সার্টিফিকেট বাধ্যতামূলক নয় ।দেবাশিসের মনোনয়ন বাতিল হতে পারে এটা আঁচ করে দেবতনু ভট্টাচার্যকেও ওই কেন্দ্রে প্রার্থী করেছে বিজেপি । সম্প্রতি আইপিএস অফিসার পদ থেকে ইস্তফা দেন দেবাশিস ধর ৷ এরপরই তাঁকে বীরভূম কেন্দ্রে প্রার্থী করে বিজেপি ৷

বীরভূম লোকসভা আসনে ভোটগ্রহণ আগামী 13 মে । (পিটিআই)

আরও পড়ুন:

  1. হাইকোর্টে হবে না জরুরি শুনানি, মনোনয়ন বাতিল নিয়ে 'সুপ্রিম' দ্বারে যেতে পারেন দেবাশিস
  2. মনোনয়ন বাতিলে আদালতে দেবাশিস, বিকল্প প্রার্থী ছাড়াই বীরভূমে প্রচারে বিজেপি
  3. দেবাশিস ধরের পদত্যাগ গ্রহণ করেনি রাজ্য, মনোনয়ন বাতিলে সরকারকেই দুষলেন জয়ন্ত রায়
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.