নয়াদিল্লি, 10 ফেব্রুয়ারি: বাড়ল প্রভিডেন্ট ফান্ডের সুদের হার ৷ সূত্রের খবর, এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন অর্থাৎ ইপিএফও কর্মীদের প্রভিডেন্ট ফান্ডের সুদের হার 8.15 শতাংশ থেকে 8.25 করেছে ৷ 2023-2024 অর্থবর্ষে তা কার্যকর হবে ৷ গত তিন বছরে এটি সবচেয়ে বেশি সুদের হার ৷ রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশের মত, ইপিএফে সুদের হার বৃদ্ধির সিদ্ধান্ত আসলে 2024 সালের লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক চাল মাত্র ৷ এই হার আগের তুলনায় মাত্র 0.10 শতাংশ বেড়েছে ৷
এর আগে 2023 সালের মার্চ মাসে ইপিএফ-এর সুদের হার সামান্য বৃদ্ধি করা হয়েছিল ৷ 2012-22 অর্থবর্ষে তা ছিল 8.10 শতাংশ ৷ এই সুদের হার 0.05 শতাংশ বাড়িয়ে হয় 8.15 শতাংশ ৷ 2022 সালের মার্চে 2021-22 সালের অর্থবর্ষে ইপিএফ সুদের হার কমে দাঁড়ায় 8.1 শতাংশ ৷ 1977-78 অর্থবর্ষ থেকে এটাই সবচেয়ে কম ৷
2023-24 অর্থবর্ষে সুদের হার 8.25 শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টি বা সিবিটি ৷ এই সিবিটি ইপিএফও-র বিষয়ে সর্বোচ্চ সিদ্ধান্ত নেয় ৷ শনিবার, 10 ফেব্রুয়ারি সিবিটি-র বৈঠকে ইপিএফ-এর সুদ বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় ৷
এবার রীতি অনুযায়ী কেন্দ্রীয় শ্রম মন্ত্রক 2023-24 অর্থবর্ষের সুদের হার সম্পর্কিত হিসেব-নিকেশ পাঠাবে অর্থমন্ত্রকের কাছে ৷ মন্ত্রকের সম্মতির পর ইপিএফও পুরনো অর্থবর্ষে বর্ধিত সুদের হারে সুদ দেবে ৷ সূত্রের খবর, ইপিএফও-য় উপভোক্তার সংখ্যা 29 কোটিরও বেশি ৷ এর মধ্যে 6.8 কোটি উপভোক্তা সক্রিয় ৷ তাঁরা এই 8.25 শতাংশ হারে সুদ পাবেন ৷
2017-18 অর্থবর্ষে ইপিএফ সুদের হার ছিল 8.55 ৷ তার আগে 2016-17 অর্থবর্ষে ইপিএফের সুদের হার ছিল 8.65 শতাংশ এবং 2015-16 সালে সেই হার কমে হয় 8.8 শতাংশ ৷
আরও পড়ুন: