ETV Bharat / bharat

প্রয়াত সুপ্রিম কোর্টের বরিষ্ঠ আইনজীবী ফালি নরিমান, শোকপ্রকাশ মোদির

Jurist Fali S Nariman: 95 বছর বয়সে প্রয়াত শীর্ষ আদালতের সিনিয়র আইনজীবী ফালি এস নরিমান ৷ বিশিষ্ট এই আইনজীবীর মৃত্যুকে এক যুগের পরিসমাপ্তি বলে অভিহিত করেছেন অভিষেক মনু সিংভি ৷ শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 21, 2024, 9:13 AM IST

Updated : Feb 21, 2024, 10:57 AM IST

নয়াদিল্লি, 21 ফেব্রুয়ারি: প্রয়াত হলেন সুপ্রিম কোর্টের বরিষ্ঠ আইনজীবী তথা প্রখ্যাত আইন বিশেষজ্ঞ ফালি এস নরিমান ৷ বয়স হয়েছিল 95 বছর ৷ বুধবার সকালে দিল্লিতে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷

নরিমানের শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সোশাল মিডিয়ায় তিনি লেখেন, "শ্রী ফালি নরিমানজীর অসাধারাণ আইনি মন ছিল ৷ বুদ্ধিজীবীদের মধ্যে অসামান্য ছিলেন তিনি । সাধারণ নাগরিকদের কাছে ন্যায়বিচার সহজলভ্য করার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন । তাঁর মৃত্যুতে আমি ব্যথিত । ওঁর পরিবারের প্রতি সমবেদনা রইল ৷"

বরিষ্ঠ আইনজীবী ও কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি বিশিষ্ট আইন বিশেষজ্ঞ নরিমানের মৃত্যুকে 'এক যুগের সমাপ্তি' বলে অভিহিত করেছেন ৷ সোশাল মিডিয়া পোস্টে সিংভি লেখেন, "একটি যুগের সমাপ্তি #ফালিনরিমান চলে গেলেন ৷ একজন জীবন্ত কিংবদন্তি, যিনি চিরকাল আইন ও জনমানসে থেকে যাবেন ৷ সমস্ত বৈচিত্র্যময় কৃতিত্বের ঊর্ধ্বে উঠে নিজের নীতিতে অটল ছিলেন ৷"

1929 সালে 10 জানুয়ারি মায়ানমারের এক পার্সি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন নরিমান । তিনি 1950 সালে বোম্বে হাইকোর্টে তাঁর আইন অনুশীলন শুরু করেন । তারপর দিল্লি চলে যান ৷ এই সাংবিধানিক আইনজীবী এবং আইনবিদ 1991 সালে পদ্মভূষণ এবং 2007 সালে পদ্মবিভূষণ পান । 1991 থেকে 2010 সাল পর্যন্ত বার অ্যাসোসিয়েশনের সভাপতিও ছিলেন তিনি ৷ এছাড়া 1999-2005 সাল পর্যন্ত রাজ্যসভার সদস্য ছিলেন । তাঁর দীর্ঘ এবং বর্ণাঢ্য আইনি কর্মজীবনে, নরিমান জাতীয় বিচার বিভাগীয় নিয়োগ কমিশনের বিখ্যাত মামলা-সহ বেশ কয়েকটি যুগান্তকারী মামলায় যুক্তি দিয়েছিলেন ৷ যা সুপ্রিম কোর্ট দ্বারা বাতিল করা হয়েছিল ।

তাঁর মৃত্যুতে প্রবীণ আইনজীবী মহেশ জেঠমালানি সোশাল মিডিয়ায় লেখেন, "#ফালিনরিমানের মৃত্যু অত্যন্ত দুঃখজনক ৷ আইনি দায়বদ্ধতা, দক্ষ সাংসদ হিসেবে তিনি যা করেছেন, তা চিরস্মরণীয় ৷ ভারতীয় বার অ্যাসোসিয়েশন একজন অনুপ্রেরণাদায়ক ও বিশাল ব্যক্তিত্বকে হারাল । তাঁর সঙ্গে কিছু বিশেষ মুহূর্ত কাটিয়েছি যা আমি সর্বদাই মনে রাখব । ওনার আত্মা চিরশান্তিতে থাকুক । ওম শান্তি ।"

আরও পড়ুন :

  1. মামলায় উল্লেখ করা যাবে না আবেদনকারীর জাতি-ধর্ম, কড়া নির্দেশিকা সুপ্রিম কোর্টের
  2. সপ্তাহে দু'বারের বেশি জেলে গিয়ে বন্দিদের সঙ্গে দেখা নয়, রায় সুপ্রিম কোর্টের
  3. সংবিধানের অনুচ্ছেদ 370 বাতিল নিয়ে সুপ্রিম কোর্টের যুগান্তকারী রায়ের 10টি মূল বক্তব্য

নয়াদিল্লি, 21 ফেব্রুয়ারি: প্রয়াত হলেন সুপ্রিম কোর্টের বরিষ্ঠ আইনজীবী তথা প্রখ্যাত আইন বিশেষজ্ঞ ফালি এস নরিমান ৷ বয়স হয়েছিল 95 বছর ৷ বুধবার সকালে দিল্লিতে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷

নরিমানের শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সোশাল মিডিয়ায় তিনি লেখেন, "শ্রী ফালি নরিমানজীর অসাধারাণ আইনি মন ছিল ৷ বুদ্ধিজীবীদের মধ্যে অসামান্য ছিলেন তিনি । সাধারণ নাগরিকদের কাছে ন্যায়বিচার সহজলভ্য করার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন । তাঁর মৃত্যুতে আমি ব্যথিত । ওঁর পরিবারের প্রতি সমবেদনা রইল ৷"

বরিষ্ঠ আইনজীবী ও কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি বিশিষ্ট আইন বিশেষজ্ঞ নরিমানের মৃত্যুকে 'এক যুগের সমাপ্তি' বলে অভিহিত করেছেন ৷ সোশাল মিডিয়া পোস্টে সিংভি লেখেন, "একটি যুগের সমাপ্তি #ফালিনরিমান চলে গেলেন ৷ একজন জীবন্ত কিংবদন্তি, যিনি চিরকাল আইন ও জনমানসে থেকে যাবেন ৷ সমস্ত বৈচিত্র্যময় কৃতিত্বের ঊর্ধ্বে উঠে নিজের নীতিতে অটল ছিলেন ৷"

1929 সালে 10 জানুয়ারি মায়ানমারের এক পার্সি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন নরিমান । তিনি 1950 সালে বোম্বে হাইকোর্টে তাঁর আইন অনুশীলন শুরু করেন । তারপর দিল্লি চলে যান ৷ এই সাংবিধানিক আইনজীবী এবং আইনবিদ 1991 সালে পদ্মভূষণ এবং 2007 সালে পদ্মবিভূষণ পান । 1991 থেকে 2010 সাল পর্যন্ত বার অ্যাসোসিয়েশনের সভাপতিও ছিলেন তিনি ৷ এছাড়া 1999-2005 সাল পর্যন্ত রাজ্যসভার সদস্য ছিলেন । তাঁর দীর্ঘ এবং বর্ণাঢ্য আইনি কর্মজীবনে, নরিমান জাতীয় বিচার বিভাগীয় নিয়োগ কমিশনের বিখ্যাত মামলা-সহ বেশ কয়েকটি যুগান্তকারী মামলায় যুক্তি দিয়েছিলেন ৷ যা সুপ্রিম কোর্ট দ্বারা বাতিল করা হয়েছিল ।

তাঁর মৃত্যুতে প্রবীণ আইনজীবী মহেশ জেঠমালানি সোশাল মিডিয়ায় লেখেন, "#ফালিনরিমানের মৃত্যু অত্যন্ত দুঃখজনক ৷ আইনি দায়বদ্ধতা, দক্ষ সাংসদ হিসেবে তিনি যা করেছেন, তা চিরস্মরণীয় ৷ ভারতীয় বার অ্যাসোসিয়েশন একজন অনুপ্রেরণাদায়ক ও বিশাল ব্যক্তিত্বকে হারাল । তাঁর সঙ্গে কিছু বিশেষ মুহূর্ত কাটিয়েছি যা আমি সর্বদাই মনে রাখব । ওনার আত্মা চিরশান্তিতে থাকুক । ওম শান্তি ।"

আরও পড়ুন :

  1. মামলায় উল্লেখ করা যাবে না আবেদনকারীর জাতি-ধর্ম, কড়া নির্দেশিকা সুপ্রিম কোর্টের
  2. সপ্তাহে দু'বারের বেশি জেলে গিয়ে বন্দিদের সঙ্গে দেখা নয়, রায় সুপ্রিম কোর্টের
  3. সংবিধানের অনুচ্ছেদ 370 বাতিল নিয়ে সুপ্রিম কোর্টের যুগান্তকারী রায়ের 10টি মূল বক্তব্য
Last Updated : Feb 21, 2024, 10:57 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.