থানে (মহারাষ্ট্র), 15 মার্চ: ইলেক্টোরাল বন্ডের টাকা দিয়ে বিভিন্ন বিরোধী দলের সরকার ভেঙেছে বিজেপি। মহারাষ্ট্রের থানে থেকে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন রাহুল গান্ধি। কংগ্রেসের এই প্রাক্তন সভাপতির দাবি, ইলেক্টোরাল বন্ড দুনিয়ার সবচেয়ে বড় তোলাবাজি চক্র। শুধু তাই নয়, তাঁর আরও দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইচ্ছেতেই দিনের আলো দেখেছিল এই বন্ড।
ভারত জোড়ো ন্য়ায় যাত্রা এখন মহারাষ্ট্রে পৌঁছেছে। মণিপুর থেকে শুরু হওয়া এই যাত্রা শেষ হবে মুম্বইতে। তার আগে শুক্রবার থানেতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কংগ্রেসের এই প্রাক্তন সভাপতি। সেখানেই তাঁর দাবি, বন্ড থেকে পাওয়া টাকা দিয়ে শিবসেনা থেকে শুরু করে এনসিপির মতো বিজেপি বিরোধী দলগুলি ভাঙা হয়েছে। অন্য দল থেকে বিধায়ক 'কিনে' সরকারও ফেলে দেওয়া হয়েছে।
কংগ্রেসের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ্যে আসার পরই জানা গিয়েছিল নিজের গতবারের কেন্দ্র কেরলের ওয়ানাড থেকেই এবার ভোটে দাঁড়াবেন রাহুল। কিন্তু এখানেই প্রশ্ন গান্ধি পরিবারের দুর্গ বলে পরিচিত আমেঠি থেকে তিনি এবার লড়বেন কি না। এই আমেঠিতে তাঁকে গত লোকসভা নির্বাচনে পরাজিত করেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তার আগে 2004 সাল থেকে এখানেই ভোটে দাঁড়ান রাহুল। এই সংক্রান্ত প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে রাহুল বলেন, "কংগ্রেসের কোন প্রার্থী কোন আসন থেকে লড়াই করবেন সেটা ঠিক করার দায়িত্ব দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গের।"
অন্য কয়েকটি বিষয়ে কথা বললেও এদিন মূলত ইলেক্টোরাল বন্ড নিয়েই তোপ দাগেন রাহুল। তাঁর দাবি, দেশের নির্বাচনী ব্যবস্থায় কালো টাকার ব্যবহার বন্ধ করার আশ্বাস দিয়ে ইলেক্টোরাল বন্ড শুরু করেছিলেন মোদি। কিন্তু পরবর্তী সময়ে বোঝা গিয়েছে, এই বন্ডের মাধ্যমে আসলে তোলাবাজি ছাড়া আর কিছু হয় না। দেশের বড় কর্পোরেট সংস্থা যাতে বিজেপিকে টাকা দিতে বাধ্য হয় তাই এই বন্ড চালু করা হয়েছে। রাহুলের কথায়, "এটা দুনিয়ার সবচেয়ে বড় তোলাবাজি চক্র। আশা করি এই ব্যাপক দুর্নীতির যথাযথ তদন্ত হবে। তাহলেই সমস্ত বিষয় প্রকাশ্যে আসবে। "
আরও পড়ুন: