কলকাতা, 12 মার্চ: আসন্ন লোকসভা নির্বাচনের জন্য দেশজুড়ে 2 হাজার 100 পর্যবেক্ষক নিয়োগ করা হল ৷ এই পর্যবেক্ষকদের মধ্যে রয়েছেন অতিরিক্ত পুলিশ ও ফাইন্যান্স পর্যবেক্ষক ৷ লোকসভা নির্বাচন সম্পর্কিত সমস্ত বিষয় নিয়ে কড়া নজরদারি চালাবেন এই 2 হাজারেরও বেশি পর্যবেক্ষক ৷
18তম লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হতে বাকি মাত্র হাতে গোনা ক'দিন ৷ ইতিমধ্যে 3 মার্চ রাজ্যে এসে ঘুরে গিয়েছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ ৷ লোকসভা ভোটকে সবদিক থেকে অবাধ ও শান্তিপূর্ণ করে তুলতে এবার একাধিক পদক্ষেপ করেছে কমিশন ৷ যেগুলি এই লোকসভা নির্বাচনের ক্ষেত্রে একবারেই নতুন ৷ এদিকে নির্বাচনের আগে আচমকা পদত্যাগ করেন নির্বাচন কমিশনার অরুণ গোয়েল ৷ এই পরিস্থিতিতে সোমবার নির্বাচন কমিশনের দিল্লির প্রধান কার্যালয়ে পর্যবেক্ষকদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ৷ মূলত বিভিন্ন বিভাগের আইএএস ও আইপিএস আধিকারিকদের নিয়ে এই বৈঠক হয় ৷
বৈঠকেই এই পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয় ৷ লোকসভা ভোটে নজরদারির জন্য সারা দেশে 900 জন সাধারণ পর্যবেক্ষক যুক্ত করেছে নির্বাচন কমিশন ৷ এছাড়াও 450 জন পুলিশ পর্যবেক্ষকে যুক্ত করা হয়েছে ৷ এরই সঙ্গে 800 জন অতিরিক্ত পর্যবেক্ষকও নিযুক্ত করা হয়েছে ৷
পর্যবেক্ষকের কাজ: নির্বাচনের সময় স্বচ্ছ, শান্তিপূর্ণ এবং কোনও প্রলোভন ছাড়া যাতে মানুষ নিজের ভোট নিজে দিতে পারে, সেদিকে নজর রাখবে এই পর্যবেক্ষকদের দল ৷ নির্দেশে জানানো হয়েছে, তাঁদের যেখানে পাঠানো হবে, সেখানে তাঁরা কমিশনের চোখ ও কান হয়ে কাজ করবেন ৷ তাই কোনও ধরনের অন্যায় সহ্য করবেন না ৷ এছাড়াও অবাধ ভোট পরিচালনা করতে তাঁদের সংশ্লিষ্ট অঞ্চলটিকে নিজের হাতের তালুর মতো করে চিনে নিতে হবে ৷ স্পর্শকাতর, অতি-স্পর্শকাতর জায়গাগুলি চিহ্নিত করতে হবে ৷
নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হয়ে গেলে পর্যবেক্ষকদের নিজ নিজ এলাকায় গিয়ে কাজ শুরু করে দিতে হবে ৷ কোনও অভিযোগ পেলেই দ্রুত পদক্ষেপ করতে হবে ৷ সাধারণ ভোটার এবং রাজনৈতিক দলগুলির অভিযোগ শুনতে হবে ৷ সেই বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে ৷ এর পাশাপাশি কোন সমস্যার কী সমাধান হল এবং কোন সমস্যার সমাধান হল না এবং কেন হল না- এই বিষয়টিও অভিযোগকারীকে জানাতে হবে ৷
পর্যবেক্ষককে দায়িত্বে থাকা এলাকার বাসিন্দাদের নিজের ই-মেল, মোবাইল নম্বর দিতে হবে ৷ কোনও সমস্যা হলে সহজেই পর্যবেক্ষকের সঙ্গে যোগাযোগ করা যায় ৷ পর্যবেক্ষকদের ফোনটি 24 ঘণ্টাই চালু রাখতে হবে ৷ এধরনের একাধিক নির্দেশ দেওয়া হয়েছে ৷
আরও পড়ুন: