ETV Bharat / bharat

ভোটারদের বুথমুখো করার কৌশল নির্ধারণে কমিশনের বিশেষ বৈঠক - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Low Voter Turnout: ভোটদানের নিম্নহার নিয়ে চিন্তিত নির্বাচন কমিশন ৷ কিভাবে সেই হার বৃদ্ধি করা যায়, তা নিয়ে শুক্রবার নয়াদিল্লির নির্বাচন সদনে আলোচনা হয় ৷ কমিশনের তরফে এই নিয়ে একটি বুকলেটও প্রকাশ করা হয় ৷

Election Commission of India
Election Commission of India
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 5, 2024, 7:06 PM IST

নয়াদিল্লি, 5 এপ্রিল: ভোটদানের হার বৃদ্ধি করার লক্ষ্য় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করল নির্বাচন কমিশন ৷ শুক্রবার নয়াদিল্লিতে কমিশনের সদর দফতরে ওই বৈঠক হয় ৷ বৈঠকে বিহার ও উত্তরপ্রদেশের বেশ কয়েকটি রাজ্য়ের জেলা নির্বাচন আধিকারিকরা উপস্থিত ছিলেন ৷ এছাড়াও ছিলেন বড় বড় শহরের মিউনিসিপ্যাল কমিশনাররা ৷

গ্রামীণ বা শহরাঞ্চলে ভোটাররা কেন বুথমুখো হন না, কী করলে ভোটারদের আরও বেশি করে বুথে টেনে নিয়ে আসা যাবে, সেটাই আলোচনা করেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ও দুই নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও সুখবীর সিং সান্ধু ৷ এই নিয়ে একটি বুকলেটও এ দিন কমিশনের তরফে প্রকাশ করা হয় ৷

বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান, দেশের 266টি সংসদীয় এলাকায় ভোটদানের হার বেশ কম থাকে ৷ এর মধ্য়ে 215টি কেন্দ্র গ্রামীণ ভারতে অবস্থিত ৷ আর 51টি কেন্দ্র শহরের ৷ এই এলাকাগুলিতে তিনি বিশেষ নজর দেওয়ার কথা বলেন ৷ তিনি জানান, এর জন্য প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা নিতে হবে ৷ প্রয়োজনে স্থানীয় আইকনদের প্রচারে নামাতে হবে ৷ বুথে যাতে দীর্ঘলাইন না হয়, সেই ব্যবস্থা করতে হবে ৷ বুথের বাইরে ছাউনির ব্যবস্থা করতে হবে ৷ প্রয়োজনে পার্কিংয়ের সুবিধা রাখতে হবে ৷

পাশাপাশি তিনি জানান যে এই সমস্যা মোকাবিলায় গ্রামে ও শহরে আলাদা কৌশল নিতে হবে ৷ কারণ, একই কৌশলে সর্বত্র এই সমস্যার সমাধান করা যাবে না ৷ 2019 সালের লোকসভা নির্বাচনে 297 মিলিয়ন ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেননি ৷ সেটা কমিশনের কাছে বেশ উদ্বেগজনক ৷ গত 16 মার্চ ভোট ঘোষণার সময়ও কমিশনের তরফে এই বিষয়টি উল্লেখ করা হয়েছিল ৷ এই বিষয়টিকে কমিশন গুরুত্ব দিয়ে দেখছে বলেও সেদিন জানানো হয়েছিল ৷

আরও পড়ুন:

  1. দূরদর্শন-রেডিয়োতে নির্বাচনী প্রচারে রাজনৈতিক দলগুলির জন্য সময় বরাদ্দ কমিশনের
  2. ভুল তথ্য ছড়ানো রুখতে 'মিথ বনাম রিয়ালিটি রেজিস্টার' চালু নির্বাচন কমিশনের
  3. ইতিহাসে প্রথম! 100 শতাংশ বুথেই ওয়েব কাস্টিং করবে কমিশন

নয়াদিল্লি, 5 এপ্রিল: ভোটদানের হার বৃদ্ধি করার লক্ষ্য় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করল নির্বাচন কমিশন ৷ শুক্রবার নয়াদিল্লিতে কমিশনের সদর দফতরে ওই বৈঠক হয় ৷ বৈঠকে বিহার ও উত্তরপ্রদেশের বেশ কয়েকটি রাজ্য়ের জেলা নির্বাচন আধিকারিকরা উপস্থিত ছিলেন ৷ এছাড়াও ছিলেন বড় বড় শহরের মিউনিসিপ্যাল কমিশনাররা ৷

গ্রামীণ বা শহরাঞ্চলে ভোটাররা কেন বুথমুখো হন না, কী করলে ভোটারদের আরও বেশি করে বুথে টেনে নিয়ে আসা যাবে, সেটাই আলোচনা করেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ও দুই নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও সুখবীর সিং সান্ধু ৷ এই নিয়ে একটি বুকলেটও এ দিন কমিশনের তরফে প্রকাশ করা হয় ৷

বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান, দেশের 266টি সংসদীয় এলাকায় ভোটদানের হার বেশ কম থাকে ৷ এর মধ্য়ে 215টি কেন্দ্র গ্রামীণ ভারতে অবস্থিত ৷ আর 51টি কেন্দ্র শহরের ৷ এই এলাকাগুলিতে তিনি বিশেষ নজর দেওয়ার কথা বলেন ৷ তিনি জানান, এর জন্য প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা নিতে হবে ৷ প্রয়োজনে স্থানীয় আইকনদের প্রচারে নামাতে হবে ৷ বুথে যাতে দীর্ঘলাইন না হয়, সেই ব্যবস্থা করতে হবে ৷ বুথের বাইরে ছাউনির ব্যবস্থা করতে হবে ৷ প্রয়োজনে পার্কিংয়ের সুবিধা রাখতে হবে ৷

পাশাপাশি তিনি জানান যে এই সমস্যা মোকাবিলায় গ্রামে ও শহরে আলাদা কৌশল নিতে হবে ৷ কারণ, একই কৌশলে সর্বত্র এই সমস্যার সমাধান করা যাবে না ৷ 2019 সালের লোকসভা নির্বাচনে 297 মিলিয়ন ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেননি ৷ সেটা কমিশনের কাছে বেশ উদ্বেগজনক ৷ গত 16 মার্চ ভোট ঘোষণার সময়ও কমিশনের তরফে এই বিষয়টি উল্লেখ করা হয়েছিল ৷ এই বিষয়টিকে কমিশন গুরুত্ব দিয়ে দেখছে বলেও সেদিন জানানো হয়েছিল ৷

আরও পড়ুন:

  1. দূরদর্শন-রেডিয়োতে নির্বাচনী প্রচারে রাজনৈতিক দলগুলির জন্য সময় বরাদ্দ কমিশনের
  2. ভুল তথ্য ছড়ানো রুখতে 'মিথ বনাম রিয়ালিটি রেজিস্টার' চালু নির্বাচন কমিশনের
  3. ইতিহাসে প্রথম! 100 শতাংশ বুথেই ওয়েব কাস্টিং করবে কমিশন
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.