ETV Bharat / bharat

মাসে মিলবে 10 হাজার, ভোটের মুখে 'লড়কা ভাউ প্রকল্প' ঘোষণা শিন্ডের - Ladka Bhau scheme

Ladka Bhau scheme: 'মুখ্যমন্ত্রী লড়কি বহিন' প্রকল্পের পর ভোটের মুখে 'লড়কা ভাউ প্রকল্প'-এর কথা ঘোষণা করল একনাথ শিন্ডের সরকার ৷ এর ফলে কোষাগারে প্রতি বছর 10,000 কোটি টাকা অতিরিক্ত বোঝা চাপবে বলে মনে করা হচ্ছে ৷

ETV BHARAT
ভোটের মুখে 'লড়কা ভাউ প্রকল্প' ঘোষণা শিন্ডের (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 17, 2024, 5:50 PM IST

মুম্বই, 17 জুলাই: বাদল অধিবেশনে রাজ্যের মহিলাদের জন্য 'মুখ্যমন্ত্রী লড়কি বহিন' প্রকল্প চালু করেছে মহারাষ্ট্র সরকার ৷ এই প্রকল্প রাজ্যজুড়ে সাড়া ফেলে দিয়েছে । আর এবার ছাত্রদের জন্য 'লড়কা ভাউ' প্রকল্প চালু করল একনাথ শিন্ডে সরকার । পন্ধারপুরে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এই প্রকল্পের কথা ঘোষণা করেন ।

একদিকে যখন রাজ্যের কোষাগারের করুণ অবস্থা, কেন্দ্রের কাছে 50 হাজার কোটি টাকার বকেয়া ঋণ, তখন মহারাষ্ট্র সরকারের কোষাগারে এই প্রকল্পগুলির টাকা কোথা থেকে আসবে তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা । এই প্রকল্প পড়ুয়াদের জন্য আনা হয়েছে ৷ মুখ্যমন্ত্রী যে লড়কি বহিন প্রকল্পের কথা ঘোষণা করেছে, তার কারণে রাজ্যের কোষাগারে বার্ষিক অতিরিক্ত 46,000 হাজার কোটি টাকা খরচ হবে । অন্যদিকে, উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার বলেছেন যে, লড়কা ভাউ যোজনা প্রতি বছর 10,000 কোটি টাকা বা তার বেশি অতিরিক্ত বোঝা বহন করবে ।

মুখ্যমন্ত্রীর লড়কি বহেনা স্কিমের জন্য বছরে 46,000 হাজার কোটি টাকা খরচ হবে, রাজ্য সরকার এখনও পর্যন্ত এর জন্য মাত্র 25,000 হাজার কোটি টাকা মঞ্জুর করেছে । এই প্রকল্পে 18 থেকে 35 বছর বয়সি শিক্ষার্থীদের পরিসংখ্যান প্রকাশ করা হয়নি ।

লড়কা ভাউ যোজনা কী ? এই প্রকল্পের অধীনে মুখ্যমন্ত্রী দ্বাদশ পাশ করা পড়ুয়াদের প্রতি মাসে 6000 টাকা, ডিপ্লোমা করা পড়ুয়াদের মাসে 8000 টাকা এবং স্নাতক পাশ করা পড়ুয়াদের মাসে 10000 টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন । এই পড়ুয়াদের এক বছরের জন্য যে কোনও ব্যবসায় বা কারখানায় অ্যাপ্রেনটিসশিপ বা শিক্ষানবিশ হিসেবে কাজ করার সুযোগ দেওয়া হবে । এর পরে, সে সেই জায়গায় কাজের অভিজ্ঞতার ভিত্তিতে অন্য জায়গায় চাকরি পেতে পারে । এতে তার দক্ষতা বাড়তে পারে । তাই সরকারের প্রচেষ্টা থাকবে রাজ্যের পড়ুয়ারা 1 বছর যাতে কাজ করার সুযোগ পায় এবং সেই সময়ে তাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তাদের অ্যাকাউন্টে যাতে টাকা জমা পড়ে ।

অর্থনীতিবিদ বিশ্বাস উৎগী 'ইটিভি ভারত'-এর সঙ্গে কথা বলার সময় বলেন যে, এই পরিসংখ্যানগুলি বের করা হলে 10 হাজার কোটি টাকারও বেশি অতিরিক্ত বোঝা চাপতে পারে । সামনে নির্বাচন থাকায় এই সরকার শুধু ভোটবাক্সের কথা মাথায় রাখছে বলে কটাক্ষ করেছে বিরোধীরা ৷

মুম্বই, 17 জুলাই: বাদল অধিবেশনে রাজ্যের মহিলাদের জন্য 'মুখ্যমন্ত্রী লড়কি বহিন' প্রকল্প চালু করেছে মহারাষ্ট্র সরকার ৷ এই প্রকল্প রাজ্যজুড়ে সাড়া ফেলে দিয়েছে । আর এবার ছাত্রদের জন্য 'লড়কা ভাউ' প্রকল্প চালু করল একনাথ শিন্ডে সরকার । পন্ধারপুরে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এই প্রকল্পের কথা ঘোষণা করেন ।

একদিকে যখন রাজ্যের কোষাগারের করুণ অবস্থা, কেন্দ্রের কাছে 50 হাজার কোটি টাকার বকেয়া ঋণ, তখন মহারাষ্ট্র সরকারের কোষাগারে এই প্রকল্পগুলির টাকা কোথা থেকে আসবে তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা । এই প্রকল্প পড়ুয়াদের জন্য আনা হয়েছে ৷ মুখ্যমন্ত্রী যে লড়কি বহিন প্রকল্পের কথা ঘোষণা করেছে, তার কারণে রাজ্যের কোষাগারে বার্ষিক অতিরিক্ত 46,000 হাজার কোটি টাকা খরচ হবে । অন্যদিকে, উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার বলেছেন যে, লড়কা ভাউ যোজনা প্রতি বছর 10,000 কোটি টাকা বা তার বেশি অতিরিক্ত বোঝা বহন করবে ।

মুখ্যমন্ত্রীর লড়কি বহেনা স্কিমের জন্য বছরে 46,000 হাজার কোটি টাকা খরচ হবে, রাজ্য সরকার এখনও পর্যন্ত এর জন্য মাত্র 25,000 হাজার কোটি টাকা মঞ্জুর করেছে । এই প্রকল্পে 18 থেকে 35 বছর বয়সি শিক্ষার্থীদের পরিসংখ্যান প্রকাশ করা হয়নি ।

লড়কা ভাউ যোজনা কী ? এই প্রকল্পের অধীনে মুখ্যমন্ত্রী দ্বাদশ পাশ করা পড়ুয়াদের প্রতি মাসে 6000 টাকা, ডিপ্লোমা করা পড়ুয়াদের মাসে 8000 টাকা এবং স্নাতক পাশ করা পড়ুয়াদের মাসে 10000 টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন । এই পড়ুয়াদের এক বছরের জন্য যে কোনও ব্যবসায় বা কারখানায় অ্যাপ্রেনটিসশিপ বা শিক্ষানবিশ হিসেবে কাজ করার সুযোগ দেওয়া হবে । এর পরে, সে সেই জায়গায় কাজের অভিজ্ঞতার ভিত্তিতে অন্য জায়গায় চাকরি পেতে পারে । এতে তার দক্ষতা বাড়তে পারে । তাই সরকারের প্রচেষ্টা থাকবে রাজ্যের পড়ুয়ারা 1 বছর যাতে কাজ করার সুযোগ পায় এবং সেই সময়ে তাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তাদের অ্যাকাউন্টে যাতে টাকা জমা পড়ে ।

অর্থনীতিবিদ বিশ্বাস উৎগী 'ইটিভি ভারত'-এর সঙ্গে কথা বলার সময় বলেন যে, এই পরিসংখ্যানগুলি বের করা হলে 10 হাজার কোটি টাকারও বেশি অতিরিক্ত বোঝা চাপতে পারে । সামনে নির্বাচন থাকায় এই সরকার শুধু ভোটবাক্সের কথা মাথায় রাখছে বলে কটাক্ষ করেছে বিরোধীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.