নয়াদিল্লি, 5 এপ্রিল: দূরদর্শন ও অল ইন্ডিয়া রেডিয়ো (এআইআর)-তে প্রচারের জন্য রাজনৈতিক দলগুলিকে সময় বরাদ্দ করল নির্বাচন কমিশন ৷ কমিশনের নির্দেশ অনুযায়ী শুধুমাত্র ছ’টি জাতীয় স্বীকৃতিপ্রাপ্ত দল ও 59টি রাজ্য স্বীকৃতিপ্রাপ্ত দল এই সুযোগ পাবে ৷ নিবন্ধিত-অস্বীকৃত রাজনৈতিক দল ও নির্দল প্রার্থীরা এই সুযোগ পাবেন না ৷
জাতীয় দলগুলি দূরদর্শনের জাতীয় চ্যানেলে কমপক্ষে দশ ঘণ্টা এবং দূরদর্শনের আঞ্চলিক চ্যানেল ও আঞ্চলিক এআইআর কেন্দ্রগুলিতে কমপক্ষে 15 ঘণ্টা সময় পাবে প্রচারের জন্য ৷ রাজ্যস্তরে স্বীকৃত দলগুলিকে দূরদর্শনের আঞ্চলিক চ্যানেল ও আঞ্চলিক এআইআর কেন্দ্রগুলিতে প্রচারের জন্য কমপক্ষে 30 ঘণ্টা সময় বরাদ্দ করা হয়েছে ৷ এছাড়া এআইআর-এর জাতীয় প্ল্য়াটফর্মে কমপক্ষে দশ ঘণ্টা প্রচারের জন্য বরাদ্দ করা হয়েছে ৷
কমিশন জানিয়েছে, প্রতিটি জাতীয় দল প্রথমে 45 মিনিট প্রচারের সুযোগ পাবে ৷ তার পর বাকি সময়কে 2019 সালের লোকসভা নির্বাচনে দলগুলির প্রাপ্ত ভোটের উপর নির্ভর করে ভাগ করা হবে ৷ অন্যদিকে রাজ্যস্তরের দলগুলির ক্ষেত্রে প্রথমে 25 মিনিট করে দেওয়া হবে ৷ তার পর তাদেরও 2019 সালের লোকসভা নির্বাচনে প্রাপ্ত ভোটের হারের ভিত্তিতে সময় বরাদ্দ করা হবে ৷
তবে রাজনৈতিক দলগুলি দূরদর্শন বা রেডিয়োতে প্রচারের সময় অন্য কোনও দেশের সমালোচনা করতে পারবে না ৷ কোনও জাতি বা সম্প্রদায়কে আক্রমণ করতে পারবে না ৷ আপত্তিকর, হিংসাত্মক, আদালত অবমাননাকর কোনও কিছু দেখাতে বা শোনাতে পারবে না ৷ এছাড়াও আরও কিছু মাপকাঠি নির্ধারণ করা হয়েছে দূরদর্শন ও রেডিয়োতে প্রচারের জন্য ৷
নির্বাচন কমিশনের তরফে প্রসার ভারতীকে জাতীয়স্তরের কোনও আলোচনা বা বিতর্ক অনুষ্ঠানের আয়োজন করার অনুমতি আলাদাভাবে দেওয়া হয়েছে ৷ তবে প্রসার ভারতী এই ধরনের অনুষ্ঠান দু’টির বেশি আয়োজন করতে পারবে না ৷ এই অনুষ্ঠানে স্বীকৃতি দলগুলির একজন করে প্রতিনিধি থাকতে পারবেন ৷ সঞ্চালক কে হবেন, তা প্রসার ভারতীর সঙ্গে আলোচনা করে ঠিক করবে নির্বাচন কমিশন ৷
যে সব রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে, সেখানেও দূরদর্শন বা রেডিয়োর আঞ্চলিক কেন্দ্রগুলিতে একই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা যাবে ৷ সেখানে রাজ্যে স্বীকৃত দলগুলির একজন করে প্রতিনিধি অংশ নিতে পারবেন বলে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে ৷
আরও পড়ুন: