চেন্নাই, 25 সেপ্টেম্বর: হঠাৎ বিমানের পিছন দিক দিয়ে গলগল করে ধোঁয়া বেরতে শুরু করল ! বুধবার রাতে চেন্নাই বিমানবন্দরে দুবাইগামী এমিরেটস বিমানে এমন ঘটনা ঘটেছে ৷ জানা গিয়েছে জ্বালানি ভর্তির সময় কোনও ত্রুটির কারণে এই বিপত্তি হয় ৷
এমিরেটস এয়ারলায়েন্স কর্তৃপক্ষের তরফেও জানানো হয়েছে, "24 সেপ্টেম্বর 2024 তারিখে চেন্নাই থেকে দুবাইগামী এমিরেটস ইকে547 বিমানটি যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে ৷ তাই বিমান ছাড়তে দেরি হয়েছে ৷ যান্ত্রিক ত্রুটির পরীক্ষা সেরে তারপর বিমানটি দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেয় ৷ এই অনিচ্ছাকৃত অসুবিধের জন্য এমিরেটস ক্ষমাপ্রার্থী ৷ যাত্রী ও বিমানকর্মীদের নিরাপত্তার বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ ৷"
Emirates spokesperson says, “Emirates flight EK547 from Chennai to Dubai on 24 September 2024 was delayed due to a technical fault. Following an engineering inspection, the aircraft was cleared to proceed to Dubai. Emirates apologises for the inconvenience caused. The safety of… pic.twitter.com/eEcrk9hVEJ
— ANI (@ANI) September 25, 2024
জানা গিয়েছে, মঙ্গলবার রাত 8.15 মিনিটে আরব আমির শাহী থেকে এমিরেটস এয়ারলায়েন্সের বিমানটি চেন্নাই বিমানবন্দরে আসে ৷ রাত 10টায় বিমানটির চেন্নাই থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল ৷ বিমানটিতে 314 টি যাত্রী ছিলেন ৷
এই সময় এমিরেটসের দুবাইগামী বিমানে জ্বালানি ভরা হচ্ছিল ৷ হঠাৎ বিমানের পিছন দিক থেকে ধোঁয়া বেরতে থাকে ৷ জানা গিয়েছে, প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি ভরার ফলে ইঞ্জিন উত্তপ্ত হয়ে ওঠে এবং সেখান থেকে ধোঁয়া বের হয় ৷ সঙ্গে সঙ্গে বিমানকর্মীরা বিমানের অতিরিক্ত জ্বালানি বের করার চেষ্টা করে ৷ রানওয়েতে দাঁড়িয়ে থাকা দমকলের ট্রাকও জল দিতে থাকে ৷ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ৷ একদল ইঞ্জিনিয়ার, প্রধান পাইলট, সহকারী পাইলট বিমানটি পরীক্ষা করে দেখে ৷ পাশাপাশি ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি (বিসিএএস)-এর আধিকারিকরাও বিমানটি পরীক্ষা করে দেখে ৷ তাঁরা ছাড়পত্র দেওয়ার পর রাত 12টা পর বিমানটি দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেয় ৷