নয়াদিল্লি, 23 সেপ্টেম্বর: শিশু পর্নোগ্রাফি নিয়ে যুগান্তকারী রায় সুপ্রিম কোর্টের ৷ শিশু পর্নোগ্রাফি দেখা এবং তা ডাউনলোড করা পক্সো আইন ও তথ্য প্রযুক্তি আইনে অপরাধ হিসেবে জানাল শীর্ষ আদালত । আইনে পরিবর্তন এনে 'শিশু পর্নোগ্রাফি' শব্দটি সংশোধন করে একে 'চাইল্ড সেক্সুয়ালি অ্যাবিউসিভ অ্যান্ড এক্সপ্লয়টেটিভ মেটিরিয়াল' অর্থাৎ 'শিশু যৌন নিপীড়নমূলক এবং শোষণমূলক উপাদান' হিসেবে চিহ্নিত করার বিষয়ে সংসদকে বিবেচনা করার পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ বিভিন্ন আদালতকে 'শিশু পর্নোগ্রাফি' শব্দটিও ব্যবহার না-করার নির্দেশ দেওয়া হয়েছে ৷
প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে একটি বেঞ্চ মাদ্রাজ হাইকোর্টের রায়কে সোমবার বাতিল করে দিয়েছে ৷ মাদ্রাজ হাইকোর্ট তার রায়ে বলেছিল যে, শিশু পর্নোগ্রাফি ডাউনলোড করা এবং দেখা যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষায় যে পকসো আইন এবং তথ্য প্রযুক্তি আইন রয়েছে, তার আওতায় অপরাধ নয় ।
বিচারপতি জেবি পারদিওয়ালা এবং মনোজ মিশ্রের সমন্বয়ে গঠিত বেঞ্চ শিশু পর্নোগ্রাফি এবং এর আইনি পরিণতি সম্পর্কে এদিন কিছু নির্দেশিকাও দিয়েছে । বেঞ্চ বলেছে, "আমরা শিশু পর্নোগ্রাফির দীর্ঘস্থায়ী প্রভাব সম্পর্কে বলেছি ৷ শিশুদের নির্যাতনের অপরাধের অভিযোগ করায় সমাজ এবং স্টেকহোল্ডারদের ভূমিকা নিয়েও বলেছি ৷ আমরা সংসদে পকসোতে একটি সংশোধনী আনার পরামর্শ দিয়েছি...,যাতে শিশু পর্নোগ্রাফির সংজ্ঞাকে 'শিশু যৌন নিপীড়নমূলক এবং শোষণমূলক উপাদান' হিসাবে উল্লেখ করা যেতে পারে । আমরা একটি অধ্যাদেশ আনার পরামর্শ দিয়েছি ৷"
মাদ্রাজ হাইকোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে একটি পিটিশনে আজ এই রায় দিয়েছে শীর্ষ আদালত । 28 বছর বয়সি একজন ব্যক্তির বিরুদ্ধে তাঁর মোবাইল ফোনে শিশুদের নিয়ে পর্নোগ্রাফিক কনটেন্ট ডাউনলোড করার অভিযোগে ফৌজদারি ধারা আনার দাবিকে গত 11 জানুয়ারি বাতিল করেছিল মাদ্রাজ হাইকোর্ট । এদিন রায় ঘোষণার সময় শীর্ষ আদালত ওই মামলার ফৌজদারি কার্যধারা পুনরুদ্ধার করতে বলে জানিয়েছে, হাইকোর্ট এই ধারা বাতিলের নির্দেশ দিয়ে ভুল করেছে । সুপ্রিম কোর্টের বেঞ্চ বলেছে, দায়রা আদালত এখন নতুন করে এই মামলাটি দেখবে ৷