ETV Bharat / bharat

'এর পরিণতি জানেন ?' সনাতন ধর্ম নিয়ে উদয়নিধি স্তালিনের মন্তব্যে অসন্তোষ সুপ্রিম কোর্টের

SC on Sanatana Dharma remarks: সনাতন ধর্ম সম্পর্কে তামিলনাড়ুর মন্ত্রী উদয়নিধি স্তালিনের মন্তব্য নিয়ে সোমবার অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট । সর্বোচ্চ আদালত শুনানি 15 মার্চ পর্যন্ত স্থগিত করেছে । ইটিভি ভারতের সুমিত সাক্সেনার প্রতিবেদন ।

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 4, 2024, 2:10 PM IST

Updated : Mar 4, 2024, 2:44 PM IST

নয়াদিল্লি, 4 মার্চ: 'সনাতন ধর্ম' নিয়ে তামিলনাড়ুর মন্ত্রী উদয়নিধি স্তালিনের মন্তব্যে অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট ৷ এই নিয়ে সোমবার শীর্ষ আদালত তাঁর আইনজীবীকে বলেছে যে, "তিনি যা বলেছেন, তার পরিণতি কি আপনি জানেন না এবং এটি কি 19(ক) ধারার (বাক্ স্বাধীনতা) অপব্যবহার নয় ?"

স্তালিনের প্রতিনিধিত্বকারী শীর্ষ আইনজীবী এএম সিংভি এ দিন বিচারপতি সঞ্জীব খান্না এবং দীপঙ্কর দত্তের সমন্বয়ে গঠিত বেঞ্চের সামনে জানান যে, কর্ণাটক, উত্তরপ্রদেশ, জম্মু, মহারাষ্ট্র ইত্যাদিতে তাঁর মক্কেলের বিরুদ্ধে এফআইআর হয়েছে, স্তালিন এফআইআরগুলিকে একত্রিত করার নির্দেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন । 'সনাতন ধর্ম' সম্পর্কে তাঁর বিতর্কিত মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে । সিংভি এ দিন বলেন যে, তাঁর মক্কেলের বিরুদ্ধে অনেক রাজ্যে মামলা দায়ের করা হয়েছে ।

বিচারপতি দত্ত স্তালিনের আইনজীবীকে বলেন, "আপনি আপনার 19(1)(ক) ধারার অধিকারের অপব্যবহার করছেন এবং আপনি আপনার 25 নং ধারাকেও অপব্যবহার করছেন, তাই তো ? এখন আপনি আপনার অনুচ্ছেদ 32-এর কথা বলছেন তো? আপনি যা বলেছেন, তার পরিণতি কী জানেন না ?"

সিংভি অর্ণব গোস্বামী, নুপুর শর্মা, মহম্মদ জুবায়ের এবং আমিশ দেবগনের মামলাগুলির উপর নির্ভর করেছিলেন যেখানে সুপ্রিম কোর্ট এফআইআরগুলিকে একত্র করতে সম্মত হয়েছিল । তবে এ দিন বিচারপতি খান্না সিংভিকে হাইকোর্টে যেতে বলেছেন । সিংভি জানিয়েছেন যে, তাঁর মক্কেলকে সমস্ত উচ্চ আদালতে যেতে হবে আর তিনি ক্রমাগত এই চেষ্টাতেই আছেন এবং 'এটি প্রসিকিউশনের আগেই নিপীড়ন ।' এরপরই বিচারপতি দত্ত বলেন, তিনি (স্তালিন) একজন সাধারণ মানুষ নন এবং তিনি একজন মন্ত্রী, এবং "আপনার এর পরিণতি জানা উচিত..."।

সিংভি এ দিন দাবি করেন যে, এটি একটি রুদ্ধদ্বার বৈঠকের বলা হয়েছিল, কোনও জনসভায় নয় । বিচারপতি খান্না তখন জিজ্ঞাসা করেন, সিআরপিসি-তে কি এই পয়েন্টের মোকাবিলা করার কোনও বিধান আছে ? সিংভি এফআইআরগুলিকে একত্রিত করার পক্ষে বারবার সওয়াল করেছেন ৷ সুপ্রিম কোর্ট আগামী শুক্রবার পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছে ।

2023 সালের সেপ্টেম্বরে একটি কনফারেন্সে বক্তৃতা দিতে গিয়ে উদয়নিধি স্তালিন বলেছিলেন যে, সনাতন ধর্ম সামাজিক ন্যায়বিচার এবং সাম্যের বিরুদ্ধে ও এটিকে 'নির্মূল' করা উচিত । তাঁর বক্তব্যের তীব্র সমালোচনা হলেও নিজের অবস্থানে অনড় থাকেন স্তালিন, পরেও তিনি বলেন, তিনি চিরকাল সনাতন ধর্মের বিরোধিতা করবেন ।

আরও পড়ুন:

  1. সনাতন ধর্মের বিরুদ্ধাচরণের ভয়ঙ্কর রূপ সন্দেশখালি, বিস্ফোরক পুরীর শঙ্করাচার্য
  2. হিন্দু ধর্মের নয় জাতপাতের বিরোধিতা করেছি, বিতর্কের আবহে সাফাই উদয়নিধির
  3. সনাতন ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও তাঁর ছেলে উদয়নিধির বিরুদ্ধে মামলা

নয়াদিল্লি, 4 মার্চ: 'সনাতন ধর্ম' নিয়ে তামিলনাড়ুর মন্ত্রী উদয়নিধি স্তালিনের মন্তব্যে অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট ৷ এই নিয়ে সোমবার শীর্ষ আদালত তাঁর আইনজীবীকে বলেছে যে, "তিনি যা বলেছেন, তার পরিণতি কি আপনি জানেন না এবং এটি কি 19(ক) ধারার (বাক্ স্বাধীনতা) অপব্যবহার নয় ?"

স্তালিনের প্রতিনিধিত্বকারী শীর্ষ আইনজীবী এএম সিংভি এ দিন বিচারপতি সঞ্জীব খান্না এবং দীপঙ্কর দত্তের সমন্বয়ে গঠিত বেঞ্চের সামনে জানান যে, কর্ণাটক, উত্তরপ্রদেশ, জম্মু, মহারাষ্ট্র ইত্যাদিতে তাঁর মক্কেলের বিরুদ্ধে এফআইআর হয়েছে, স্তালিন এফআইআরগুলিকে একত্রিত করার নির্দেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন । 'সনাতন ধর্ম' সম্পর্কে তাঁর বিতর্কিত মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে । সিংভি এ দিন বলেন যে, তাঁর মক্কেলের বিরুদ্ধে অনেক রাজ্যে মামলা দায়ের করা হয়েছে ।

বিচারপতি দত্ত স্তালিনের আইনজীবীকে বলেন, "আপনি আপনার 19(1)(ক) ধারার অধিকারের অপব্যবহার করছেন এবং আপনি আপনার 25 নং ধারাকেও অপব্যবহার করছেন, তাই তো ? এখন আপনি আপনার অনুচ্ছেদ 32-এর কথা বলছেন তো? আপনি যা বলেছেন, তার পরিণতি কী জানেন না ?"

সিংভি অর্ণব গোস্বামী, নুপুর শর্মা, মহম্মদ জুবায়ের এবং আমিশ দেবগনের মামলাগুলির উপর নির্ভর করেছিলেন যেখানে সুপ্রিম কোর্ট এফআইআরগুলিকে একত্র করতে সম্মত হয়েছিল । তবে এ দিন বিচারপতি খান্না সিংভিকে হাইকোর্টে যেতে বলেছেন । সিংভি জানিয়েছেন যে, তাঁর মক্কেলকে সমস্ত উচ্চ আদালতে যেতে হবে আর তিনি ক্রমাগত এই চেষ্টাতেই আছেন এবং 'এটি প্রসিকিউশনের আগেই নিপীড়ন ।' এরপরই বিচারপতি দত্ত বলেন, তিনি (স্তালিন) একজন সাধারণ মানুষ নন এবং তিনি একজন মন্ত্রী, এবং "আপনার এর পরিণতি জানা উচিত..."।

সিংভি এ দিন দাবি করেন যে, এটি একটি রুদ্ধদ্বার বৈঠকের বলা হয়েছিল, কোনও জনসভায় নয় । বিচারপতি খান্না তখন জিজ্ঞাসা করেন, সিআরপিসি-তে কি এই পয়েন্টের মোকাবিলা করার কোনও বিধান আছে ? সিংভি এফআইআরগুলিকে একত্রিত করার পক্ষে বারবার সওয়াল করেছেন ৷ সুপ্রিম কোর্ট আগামী শুক্রবার পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছে ।

2023 সালের সেপ্টেম্বরে একটি কনফারেন্সে বক্তৃতা দিতে গিয়ে উদয়নিধি স্তালিন বলেছিলেন যে, সনাতন ধর্ম সামাজিক ন্যায়বিচার এবং সাম্যের বিরুদ্ধে ও এটিকে 'নির্মূল' করা উচিত । তাঁর বক্তব্যের তীব্র সমালোচনা হলেও নিজের অবস্থানে অনড় থাকেন স্তালিন, পরেও তিনি বলেন, তিনি চিরকাল সনাতন ধর্মের বিরোধিতা করবেন ।

আরও পড়ুন:

  1. সনাতন ধর্মের বিরুদ্ধাচরণের ভয়ঙ্কর রূপ সন্দেশখালি, বিস্ফোরক পুরীর শঙ্করাচার্য
  2. হিন্দু ধর্মের নয় জাতপাতের বিরোধিতা করেছি, বিতর্কের আবহে সাফাই উদয়নিধির
  3. সনাতন ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও তাঁর ছেলে উদয়নিধির বিরুদ্ধে মামলা
Last Updated : Mar 4, 2024, 2:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.