ETV Bharat / bharat

পায়ের বদলে কিশোরের গোপনাঙ্গে অস্ত্রোপ্রচার ! সরকারি হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ মায়ের - Wrong Operation in Govt Hospital

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 29, 2024, 6:03 PM IST

Doctors Operate Private Part Instead of Leg: সরকারি হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগে চাঞ্চল্য ৷ কিশোরের পায়ের বদলে গোপনাঙ্গে অস্ত্রোপ্রচার করা হয় বলে অভিযোগ করেন তার মা ৷ যদিও হাসপাতাল কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে ৷

Govt Hospital
সরকারি হাসপাতালে ভুল অস্ত্রোপ্রচারের অভিযোগ (ফাইল চিত্র)

থানে, 29 জুন: পায়ের বদলে 14 বছরের কিশোরের গোপনাঙ্গে অস্ত্রোপ্রচার হয়েছে ৷ চাঞ্চল্যকর এই অভিযোগ উঠেছে সরকারি হাসপাতালের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানের শাহাপুরে ৷ এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে চিকিৎসকদের বিরুদ্ধে অবিযোগ দায়ের করেছেন নাবালকের মা ৷

চিকিৎসকদের অবশ্য দাবি, নাবালকের পা এবং গোপনাঙ্গ- উভয় জায়গাতেই অস্ত্রোপ্রচারের দরকার ছিল । শাহাপুর হাসপাতালের ডিন ডাঃ শিন্ডে বলেন, "বালকের পায়ে এবং ফিমোসিসে সমস্যা ছিল ৷ তাই দু'টি অস্ত্রোপচার করা হয়েছে । তবে মায়ের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে ।"

এদিকে কিশোরের মা বলেন, "আমার ছেলের পায়ে আঘাত লেগেছে তাই আমরা তাকে হাসপাতালে ভর্তি করেছি । ডাক্তার বলেছিল যে তার পায়ে অস্ত্রোপচার করাতে হবে । পরের দিন তাকে ওটিতে নিয়ে গিয়ে অস্ত্রোপচারও করা হয় ৷ যখন তাকে বেডে দেয় তখন আমি লক্ষ করি যে, তার পায়ে নয়, গোপনাঙ্গে অস্ত্রোপচার করা হয়েছে ৷ আমি ডাক্তারকে জানালে তিনি আমার ছেলেকে আবার ওটিতে নিয়ে যান এবং তার পায়ে অস্ত্রোপচার করেন ৷"

কিশোরের পরিবারের তরফে জানা গিয়েছে, বালক পায়ে চোট পায় ৷ সেই কারণে তাকে শাহাপুরের ওই হাসপাতালে ভর্তি করা হয় । এক্স-রে করে এবং সমস্ত রিপোর্ট পরীক্ষা করার পরে চিকিৎসকরা জানান, নাবালকের অস্ত্রোপচার করতে হবে ৷ তাতে রাজি হয়ে যায় পরিবার ৷ সেই অনুযায়ী পরের দিন তার পায়ে অস্ত্রোপচারের প্রস্তুতি নেওয়া হয় । ওই একই দিনে নাবালকের আগে প্রায় সমবয়সি আরও দু'জনের অস্ত্রোপচার ছিল ৷ যাদের মূত্রনালীর অস্ত্রোপচার করার কথা ছিল । ওই দু'টি অস্ত্রোপচার শেষ করে কিশোরকে ওটিতে নিয়ে যাওয়া হয় ।

অস্ত্রোপচারের পর যখন তাকে ওয়ার্ডে স্থানান্তরিত করা হয় তখন তার মা অবাক হয়ে যান ৷ তিনি দেখেন যে, পায়ের জায়গায় ছেলের গোপনাঙ্গে অস্ত্রোপচার করা হয়েছে ৷ তিনি তড়িঘড়ি চিকিৎসদের কাছে বিষয়টি সম্পর্কে জানতে চান ৷ এরপরে ছেলেটিকে অবিলম্বে আবার ওটিতে নিয়ে যাওয়া হয় এবং তার পায়ে অস্ত্রোপচার করা হয় ।

থানে, 29 জুন: পায়ের বদলে 14 বছরের কিশোরের গোপনাঙ্গে অস্ত্রোপ্রচার হয়েছে ৷ চাঞ্চল্যকর এই অভিযোগ উঠেছে সরকারি হাসপাতালের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানের শাহাপুরে ৷ এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে চিকিৎসকদের বিরুদ্ধে অবিযোগ দায়ের করেছেন নাবালকের মা ৷

চিকিৎসকদের অবশ্য দাবি, নাবালকের পা এবং গোপনাঙ্গ- উভয় জায়গাতেই অস্ত্রোপ্রচারের দরকার ছিল । শাহাপুর হাসপাতালের ডিন ডাঃ শিন্ডে বলেন, "বালকের পায়ে এবং ফিমোসিসে সমস্যা ছিল ৷ তাই দু'টি অস্ত্রোপচার করা হয়েছে । তবে মায়ের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে ।"

এদিকে কিশোরের মা বলেন, "আমার ছেলের পায়ে আঘাত লেগেছে তাই আমরা তাকে হাসপাতালে ভর্তি করেছি । ডাক্তার বলেছিল যে তার পায়ে অস্ত্রোপচার করাতে হবে । পরের দিন তাকে ওটিতে নিয়ে গিয়ে অস্ত্রোপচারও করা হয় ৷ যখন তাকে বেডে দেয় তখন আমি লক্ষ করি যে, তার পায়ে নয়, গোপনাঙ্গে অস্ত্রোপচার করা হয়েছে ৷ আমি ডাক্তারকে জানালে তিনি আমার ছেলেকে আবার ওটিতে নিয়ে যান এবং তার পায়ে অস্ত্রোপচার করেন ৷"

কিশোরের পরিবারের তরফে জানা গিয়েছে, বালক পায়ে চোট পায় ৷ সেই কারণে তাকে শাহাপুরের ওই হাসপাতালে ভর্তি করা হয় । এক্স-রে করে এবং সমস্ত রিপোর্ট পরীক্ষা করার পরে চিকিৎসকরা জানান, নাবালকের অস্ত্রোপচার করতে হবে ৷ তাতে রাজি হয়ে যায় পরিবার ৷ সেই অনুযায়ী পরের দিন তার পায়ে অস্ত্রোপচারের প্রস্তুতি নেওয়া হয় । ওই একই দিনে নাবালকের আগে প্রায় সমবয়সি আরও দু'জনের অস্ত্রোপচার ছিল ৷ যাদের মূত্রনালীর অস্ত্রোপচার করার কথা ছিল । ওই দু'টি অস্ত্রোপচার শেষ করে কিশোরকে ওটিতে নিয়ে যাওয়া হয় ।

অস্ত্রোপচারের পর যখন তাকে ওয়ার্ডে স্থানান্তরিত করা হয় তখন তার মা অবাক হয়ে যান ৷ তিনি দেখেন যে, পায়ের জায়গায় ছেলের গোপনাঙ্গে অস্ত্রোপচার করা হয়েছে ৷ তিনি তড়িঘড়ি চিকিৎসদের কাছে বিষয়টি সম্পর্কে জানতে চান ৷ এরপরে ছেলেটিকে অবিলম্বে আবার ওটিতে নিয়ে যাওয়া হয় এবং তার পায়ে অস্ত্রোপচার করা হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.