ETV Bharat / bharat

যাত্রী নিরাপত্তার স্বার্থে এবার বিমান বন্দরের গ্রাউন্ড লেভেল নতুন নিয়ম - DGCA Recruitment - DGCA RECRUITMENT

DGCA: বিমানবন্দের গ্রাউন্ড স্টাফদের জন্য নয়া নিয়ম চালু করল অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক (ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন) ৷ বিমান যাত্রায় যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ ৷

DGCA
প্রতীকী ছবি (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 10, 2024, 4:26 PM IST

নয়াদিল্লি, 10 জুলাই: বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডেলিং সার্ভিস প্রোভাইডার (GHSP)সংস্থাগুলি জন্য নতুন নিয়ম চালু করতে চলেছে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক (DGCA)৷ বিমান দুর্ঘটনা এড়াতেই এই উদ্যোগ ৷ অসামরিক ক্ষেত্রে এই গ্রাউন্ড হ্যান্ডেলিং পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে যাত্রী নিরাপত্তা জনিত একটি কাঠামো তৈরির নির্দেশ দেওয়া হয়েছে ৷ ছয় মাসের মধ্যে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকে জমা দিতে হবে সেই রূপরেখা ৷ যাত্রী পরিষেবার মানন্নোয়ন করতেই এই নির্দেশ অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের ৷

সিভিল অ্যাভিয়েশন রিক্রুটমেন্ট (সিএআর) বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রাউন্ড সার্ভিস প্রোভাইডিং সংস্থায় যে সমস্ত কর্মী আছেন তাঁদের প্রশিক্ষণ থেকে শুরু করে কিভাবে যাত্রী পরিষেবা দেওয়া হয় সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য জানাতে হবে ৷ সাধারণত থার্ড পার্টি সংস্থাগুলি অসামরিক ক্ষেত্রে বিমানবন্দরগুলিতে গ্রাউন্ড লেভেলে পরিষেবা দেয় ৷ এই সমস্ত সংস্থার স্টেক হোল্ডারদের সঙ্গে গত 8 জুলাই একটি বৈঠক করেছিল অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের সিভিল অ্যাভিয়েশন রিক্রুটমেন্ট বিভাগ ৷ সেই বৈঠকে যাত্রী নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে এই নিদের্শ দেওয়া হয়েছে থার্ড পার্টি সংস্থাগুলিকে ৷

অসামরিক প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে এক আধিকারিক জানান নতুন নিয়মে জানানো হয়েছে বিমানবন্দরের এয়ার সাইডে (গ্রাউন্ডক্ষেত্রে) নতুন নিয়ম ছমাসের মধ্যে চালু করতে হবে ৷ নিরাপত্তার স্বার্থে স্পিড গান ও স্পিড গভর্নর ব্যবহার করতে হবে এয়ার সাইডে থাকা যানবাহনগুলিতে ৷ পাশাপাশি গ্রাউন্জ অপারেশনের যেসমস্ত কর্মীরা দায়িত্বে থাকবেন, তাঁদের দক্ষ ও প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে ৷

নয়াদিল্লি, 10 জুলাই: বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডেলিং সার্ভিস প্রোভাইডার (GHSP)সংস্থাগুলি জন্য নতুন নিয়ম চালু করতে চলেছে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক (DGCA)৷ বিমান দুর্ঘটনা এড়াতেই এই উদ্যোগ ৷ অসামরিক ক্ষেত্রে এই গ্রাউন্ড হ্যান্ডেলিং পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে যাত্রী নিরাপত্তা জনিত একটি কাঠামো তৈরির নির্দেশ দেওয়া হয়েছে ৷ ছয় মাসের মধ্যে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকে জমা দিতে হবে সেই রূপরেখা ৷ যাত্রী পরিষেবার মানন্নোয়ন করতেই এই নির্দেশ অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের ৷

সিভিল অ্যাভিয়েশন রিক্রুটমেন্ট (সিএআর) বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রাউন্ড সার্ভিস প্রোভাইডিং সংস্থায় যে সমস্ত কর্মী আছেন তাঁদের প্রশিক্ষণ থেকে শুরু করে কিভাবে যাত্রী পরিষেবা দেওয়া হয় সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য জানাতে হবে ৷ সাধারণত থার্ড পার্টি সংস্থাগুলি অসামরিক ক্ষেত্রে বিমানবন্দরগুলিতে গ্রাউন্ড লেভেলে পরিষেবা দেয় ৷ এই সমস্ত সংস্থার স্টেক হোল্ডারদের সঙ্গে গত 8 জুলাই একটি বৈঠক করেছিল অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের সিভিল অ্যাভিয়েশন রিক্রুটমেন্ট বিভাগ ৷ সেই বৈঠকে যাত্রী নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে এই নিদের্শ দেওয়া হয়েছে থার্ড পার্টি সংস্থাগুলিকে ৷

অসামরিক প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে এক আধিকারিক জানান নতুন নিয়মে জানানো হয়েছে বিমানবন্দরের এয়ার সাইডে (গ্রাউন্ডক্ষেত্রে) নতুন নিয়ম ছমাসের মধ্যে চালু করতে হবে ৷ নিরাপত্তার স্বার্থে স্পিড গান ও স্পিড গভর্নর ব্যবহার করতে হবে এয়ার সাইডে থাকা যানবাহনগুলিতে ৷ পাশাপাশি গ্রাউন্জ অপারেশনের যেসমস্ত কর্মীরা দায়িত্বে থাকবেন, তাঁদের দক্ষ ও প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.