ETV Bharat / bharat

রামলালার জন্য সোনা ও হীরের তৈরি 11 কোটির মুকুট, দান করলেন সুরাটের ব্যবসায়ী - রাম মন্দির

Gold and Diamond-studded Crown for Ram Lala: অযোধ্যার রাম মন্দিরে অধিষ্ঠিত রাম মূর্তির জন্য 11 কোটি টাকার মুকুট দান করেছেন ৷ সোনা, হীরে ও অন্যান্য মণিমানিক্য দিয়ে 6 কেজি ওজনের সেই মুকুট তৈরি করা হয়েছে ৷ মুকুটটি দান করেছেন সুরাটের হীরে ব্যবসায়ী মুকেশ প্যাটেল ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 22, 2024, 10:38 PM IST

সুরাট, 22 জানুয়ারি: রাম মন্দিরে অধিষ্ঠিত রামলালার জন্য 11 কোটি মূল্যের সোনা, হীরে ও অন্যান্য জহরত দিয়ে তৈরি মুকুট উপহার দিলেন এক ব্যবসায়ী ৷ জানা গিয়েছে গুজরাতের সুরাটের হীরে ব্যবসায়ী মুকেশ প্যাটেল সেই মুকুটটি উপহার স্বরূপ রাম মন্দির ট্রাস্ট কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছেন ৷ রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা নিজেদের সামর্থ অনুযায়ী, কিছু না কিছু উপহার তুলে দিচ্ছেন ৷ তেমনই সুরাটের গ্রিনল্যাব ডায়মন্ড কোম্পানির মালিক মুকেশ প্যাটেল 6 কেজি ওজনের এই মুকুটটি উপহার হিসেবে দিয়েছেন ৷

জানানো হয়েছে, মুকেশ প্যাটেলের কোম্পানির তরফে সোনা, হীরে, নীলা-সহ নানান রত্ন দিয়ে এই মুকুটটি তৈরি করা হয়েছে ৷ আজ রামলালার প্রাণ প্রতিষ্ঠার শুভদিনে মুকুটটি রাম মন্দির ট্রাস্ট কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে ৷ এর বিশেষত্ব হল, মুকুটটি সোনার উপর হীরে ও অন্যান্য রত্ন দিয়ে খচিত ৷ 6 কেজি ওজনের মুকুটে সাড়ে চার কেজি সোনা ব্যবহার করা হয়েছে ৷ সঙ্গে মোট দেড় কেজি ওজনের হীরে, মুক্ত, নীলকান্তমণি ও অন্যান্য মূল্যবান ছোট-বড় রত্ন এই মুকুট সাজানো হয়েছে ৷

সুরাট থেকে সংস্থার দুই কর্মী অযোধ্যায় এসেছিলেন ৷ সেখানে রামের মূর্তির মাপ নিয়ে গিয়ে মুকুটটি সেই মতো তৈরি করা হয়েছে ৷ মুকেশ প্যাটেল বলেন, "ভগবান রাম সব দিয়েছেন ৷ ঈশ্বর বছরের পর বছর ধরে অপেক্ষা করছিলেন ৷ এখন তিনি ঋণ শোধ করার সুযোগ দিয়েছেন ৷ কিন্তু, এটা তাঁরই দেওয়া দান ৷ আমি অযোধ্যায় আছি এবং দর্শন করতে এসেছি ৷ এটা আমার জন্য একটি অসাধারণ মুহূর্ত ৷ মনে হচ্ছে জীবন সফল হয়ে গিয়েছে ৷"

আরও পড়ুন:

  1. পুরুষোত্তমের প্রত্যাবর্তনে মাতোয়ারা অযোধ্যা, রামরাজ্যে আজ অকাল দীপাবলি
  2. রামরাজ্যে ফিরলেন মর্যাদা পুরুষোত্তম, রামলালার প্রাণ প্রতিষ্ঠা প্রধানমন্ত্রীর
  3. কয়েকশো বছরের প্রতীক্ষা-ধৈর্য-ত্যাগের পর আজ আমাদের রাম এসেছেন, বললেন প্রধানমন্ত্রী মোদি

সুরাট, 22 জানুয়ারি: রাম মন্দিরে অধিষ্ঠিত রামলালার জন্য 11 কোটি মূল্যের সোনা, হীরে ও অন্যান্য জহরত দিয়ে তৈরি মুকুট উপহার দিলেন এক ব্যবসায়ী ৷ জানা গিয়েছে গুজরাতের সুরাটের হীরে ব্যবসায়ী মুকেশ প্যাটেল সেই মুকুটটি উপহার স্বরূপ রাম মন্দির ট্রাস্ট কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছেন ৷ রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা নিজেদের সামর্থ অনুযায়ী, কিছু না কিছু উপহার তুলে দিচ্ছেন ৷ তেমনই সুরাটের গ্রিনল্যাব ডায়মন্ড কোম্পানির মালিক মুকেশ প্যাটেল 6 কেজি ওজনের এই মুকুটটি উপহার হিসেবে দিয়েছেন ৷

জানানো হয়েছে, মুকেশ প্যাটেলের কোম্পানির তরফে সোনা, হীরে, নীলা-সহ নানান রত্ন দিয়ে এই মুকুটটি তৈরি করা হয়েছে ৷ আজ রামলালার প্রাণ প্রতিষ্ঠার শুভদিনে মুকুটটি রাম মন্দির ট্রাস্ট কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে ৷ এর বিশেষত্ব হল, মুকুটটি সোনার উপর হীরে ও অন্যান্য রত্ন দিয়ে খচিত ৷ 6 কেজি ওজনের মুকুটে সাড়ে চার কেজি সোনা ব্যবহার করা হয়েছে ৷ সঙ্গে মোট দেড় কেজি ওজনের হীরে, মুক্ত, নীলকান্তমণি ও অন্যান্য মূল্যবান ছোট-বড় রত্ন এই মুকুট সাজানো হয়েছে ৷

সুরাট থেকে সংস্থার দুই কর্মী অযোধ্যায় এসেছিলেন ৷ সেখানে রামের মূর্তির মাপ নিয়ে গিয়ে মুকুটটি সেই মতো তৈরি করা হয়েছে ৷ মুকেশ প্যাটেল বলেন, "ভগবান রাম সব দিয়েছেন ৷ ঈশ্বর বছরের পর বছর ধরে অপেক্ষা করছিলেন ৷ এখন তিনি ঋণ শোধ করার সুযোগ দিয়েছেন ৷ কিন্তু, এটা তাঁরই দেওয়া দান ৷ আমি অযোধ্যায় আছি এবং দর্শন করতে এসেছি ৷ এটা আমার জন্য একটি অসাধারণ মুহূর্ত ৷ মনে হচ্ছে জীবন সফল হয়ে গিয়েছে ৷"

আরও পড়ুন:

  1. পুরুষোত্তমের প্রত্যাবর্তনে মাতোয়ারা অযোধ্যা, রামরাজ্যে আজ অকাল দীপাবলি
  2. রামরাজ্যে ফিরলেন মর্যাদা পুরুষোত্তম, রামলালার প্রাণ প্রতিষ্ঠা প্রধানমন্ত্রীর
  3. কয়েকশো বছরের প্রতীক্ষা-ধৈর্য-ত্যাগের পর আজ আমাদের রাম এসেছেন, বললেন প্রধানমন্ত্রী মোদি
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.