নয়াদিল্লি, 8 অক্টোবর: লোকসভা নির্বাচনের 4 মাস পর প্রথম বিধানসভা ভোটেই ভালো ফল বিজেপির। রাজনৈতিক বিশেষজ্ঞদের কার্যত অবাক করে বিজেপি হরিয়ানায় ক্ষমতায় ফিরল। এক্সিট পোলের বক্তব্য সম্পূর্ণ ভুল প্রমাণিত হল। ভোটের 6 মাস আগে নতুন মুখ্যমন্ত্রী এনে যে বিজেপি মাস্টারস্ট্রোক দিয়েছে তাতে আর কোনও সংশয় নেই ।
হরিয়ানায় বিজেপি পেয়েছে 48টি আসন । কংগ্রেসের পক্ষে গিয়েছে 37টি আসন। ইন্ডিয়ান ন্যাশনাল লোকদল 2টি এবং অনান্যরা পেয়েছে 3টি আসন । একটিও আসন পায়নি দুষ্যন্ত চৌটালার জেজেপি । খালি হাতে ফিরতে হয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আপকেও ।
10 বছর বাদে বিজেপিকে হারিয়ে 36 সম্প্রদায়ের রাজ্য হরিয়ানায় ক্ষমতায় ফেরার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিল কংগ্রেস। বুথফেরত সমীক্ষাও কংগ্রেসকে এগিয়ে রেখেছিল। শুরুটা ভালোই করেছিল হাত শিবির। ফলাফল প্রকাশিত হতে শুরু করার অব্যবহিত পর থেকেই এগোতে থাকে কংগ্রেস। একসময় 60টি আসনে এগিয়ে ছিলেন কংগ্রেস প্রার্থীরা। হরিয়ানার হাত শিবিরে উৎসবও শুরু হয়ে গিয়েছিল। দশটার পর থেকে ধীরে ধীরে বদলাতে থাকে পরিস্থিতি। বিজেপির আসন সংখ্যা বাড়তে থাকে। এরপর আর হাত শিবির বিজেপির নাগাল পায়নি। দুপুরের দিকে অবশ্য কংগ্রেস বিজেপির ঘাড়ে নিশ্বাস ফেলছিল। এমনটাও মনে হচ্ছিল, কোনও একটি দল সংখ্যাগরিষ্ঠতা নাও পেতে পারে । তবে শেষমেষশ হাসি ফুটল বিজেপির মুখে ।
গণনার ফল আপলোডে দেরি, দাবি খারিজ কমিশনের
কংগ্রেস নেতা জয়রাম রমেশ দাবি করেন, হরিয়ানা বিধানসভা নির্বাচনের ফল কমিশনের ওয়েবসাইটে আপডেট হতে স্বাভাবিকের থেকে বেশি সময় লেগেছে । আর এখানেই কংগ্রেসের নেতা-কর্মীদের প্রশ্ন তাহলে কি ভোট গণনায় কোনও কারচুপি হয়েছে ? কংগ্রেসের এই দাবি সম্পূর্ণ খারিজ করেছে নির্বাচন কমিশন । তাদের দাবি, কংগ্রেসের অভিযোগ, দায়িত্বজ্ঞানহীন, ভিত্তিহীন । এমন দাবি প্রমাণিতও নয় ।
" this is not a victory of democracy but of manipulation, and we cannot accept it." — #JairamRamesh on #HaryanaAssemblyElection early results. The #Congress has argued they show "democracy defeated" and said it will take consolidated complaints to the #ECI https://t.co/yPAm9LEZCn
— National Herald (@NH_India) October 8, 2024
বিজেপির প্রতিক্রিয়া
বিজেপির জয়ের পর প্রতিক্রিয়া দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তিনি বলেন, "বিজেপিকে জেতানোর জন্য হরিয়ানার জনগণকে সালাম জানাই । এটা উন্নয়ন ও সুশাসনের রাজনীতির জয় । হরিয়ানার বাসিন্দাদের আশা-আকাঙ্খা পূরণে আমরা কোনও খামতি রাখব না।"
हरियाणा का हृदय से आभार!
— Narendra Modi (@narendramodi) October 8, 2024
भारतीय जनता पार्टी को एक बार फिर स्पष्ट बहुमत देने के लिए मैं हरियाणा की जनशक्ति को नमन करता हूं। यह विकास और सुशासन की राजनीति की जीत है। मैं यहां के लोगों को विश्वास दिलाता हूं कि उनकी आकांक्षाओं को पूरा करने के लिए हम कोई कोर-कसर नहीं छोड़ेंगे।
এদিকে, হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়ার সিং সাইনি বলেন, "আমি হরিয়ানার 2.80 কোটি মানুষকে ধন্যবাদ জানাতে চাই তৃতীয়বারের মতো বিজেপির পাশে থাকার জন্য। এই সবই শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভালো কাজের পরিণাম। তাঁর নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি । তিনি আমার সঙ্গে কথা বলেছেন। তিনি বলেছিলেন, হরিয়ানার দরিদ্র, কৃষক এবং যুবকরা আমাকে আশীর্বাদ করবে। সেটাই হয়েছে । "
কংগ্রেসের প্রতিক্রিয়া
কংগ্রেসের পরাজয় হল কেন তা নিয়ে চর্চা শুরু হয়েছে । লোকসভা নির্বাচনে 5টি আসন পাওয়া কংগ্রেস ক্ষমতা ফিরতে না পারার কারণ হিসেবে অনেকেই দায়ী করছেন দলের গোষ্ঠীদ্বন্দ্বকে । হরিয়ানা কংগ্রেসের দুটি গোষ্ঠির কথা সকলেই জানে । প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিং হুডা এবং সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কুমারী শৈলজার দ্বন্দ্ব কারও অজানা নয়। এই দুই নেতার মধ্যে সমন্বয়ের অভাব নির্বাচনে বিপর্যয়ের কারণ কি না তা নিয়ে চর্চার অন্ত নেই। পরাজয়ের পর প্রাক্তন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই ফল তাঁকে অবাক করেছে । রাজ্যের কোনও অংশের মানুষই বিজেপির কাজে সন্তুষ্ট ছিল না। তবু এই ফল কীকরে হল তা ভাবাচ্ছে তাঁকে। অন্যদিকে কুমারী শৈলজার বক্তব্য, এত ভালো জায়গায় থেকেও এই ফল নিশ্চয় হতাশার ।