ETV Bharat / bharat

তৃতীয়বার মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে দেবেন্দ্র ফড়নবিশ ! আশাবাদী মা-ও - ASSEMBLY ELECTION 2024

তৃতীয়বার মুখ্য়মন্ত্রী হবেন দেবেন্দ্র ফড়নবিশ ? মাহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ্য়ে আসার সঙ্গে সঙ্গে এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে ৷

DEVENDRA FADNAVIS
দেবেন্দ্র ফড়নবিশ (এএনআই-ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 23, 2024, 4:00 PM IST

মুম্বই, 23 সেপ্টেম্বর: মহারাষ্ট্রের মুখ্য়মন্ত্রীর পদে কি 'হ্যাটট্রিক' করতে চলেছেন বিজেপির দেবেন্দ্র ফড়নবিশ ? বিধানসভা নির্বাচনের ফল স্পষ্ট হতেই এই প্রশ্নের সামনে দাঁড়িয়ে মারাঠাভূ্ম ৷

গত 20 নভেম্বর মহারাষ্ট্র বিধানসভার 288টি আসনে একদফায় ভোটগ্রহণ হয় ৷ শনিবার ফল প্রকাশিত হল ৷ নির্বাচনে দেশের পশ্চীমাঞ্চলীয় রাজ্যটিকে নেতৃত্ব দিয়েছেন মহারাষ্ট্রের বর্তমান উপমুখ্যমন্ত্রী তথা দেবেন্দ্র ফড়নবিশ ৷ ফল প্রকাশে ক্রমশ সংখ্যাগরিষ্ঠতার দিকে এগিয়ে বিজেপি ৷ আর সেই সঙ্গে, দেবেন্দ্র ফড়নবিশের তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে শুরু হয়েছে জল্পনা ৷ এদিকে, ছেলের মুখ্য়মন্ত্রিত্ব নিয়ে আশাবাদী তাঁর মা সরিতা ফড়নবিশও ৷

শুরুর সেই দিন

একসময় নাগপুরের সর্বকনিষ্ঠ মেয়র ছিলেন দেবেন্দ্র ফড়নবিশ ৷ এরপর মারাঠা রাজনীতিতে ক্রমশ নিজের জায়গা পাকা করেন তিনি ৷ 2014 সালে লোকসভা নির্বাচনের আগে মৃদুভাষী এই নেতার উপর ভরসা রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তাঁদের সেই ভরসা রক্ষায় সফল হন তিনি ৷ শুধু তাই নয়, 2014 সালের লোকসভা নির্বাচন ও মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে দলের জয়ে তৎকালীন রাজ্য বিজেপি প্রধান দেবেন্দ্র ফড়নবিশের প্রশংসা করতে কোনও ত্রুটি করেনি গেরুয়া শিবির ৷ মারাঠাভূমের মুখ্যমন্ত্রী হিসেবে তাঁকেই বেছে নেয় দল ৷

2019 সালে 23 নভেম্বর দ্বিতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন দেবেন্দ্র ফড়নবিশ ৷ সেবার তাঁর ডেপুটি ছিলেন অজিত পাওয়ার ৷ তবে রাজনৈতিক টানাপোড়েনের কারণে 26 নভেম্বর মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন দেবেন্দ্র ৷ এরপর বেশ কিছুদিন অপেক্ষা করতে হয়েছে দেবেন্দ্রকে ৷

অপেক্ষা এবং অত:পর

আড়াই বছর বাদে এল 2022 সালের জুন মাস ৷ টান টান রাজনৈতিক থ্রিলার দেখল রাজ্য ৷ আচমকাই একানথ শিন্ডের নেতৃত্বে বেশ কিছু শিবসেনা বিধায়ক গুজরাতে সুরাতে চলে যান ৷ সেখান থেকে তাঁদের আরেক বিজেপি শাসিত রাজ্য অসমে নিয়ে যাওয়া হয় ৷ ধীরে ধীরে বোঝা যায় শিবসেনা ভাঙছে ৷ শিন্ডেরা চলে আসেন বিজেপির দিকে ৷ আরও পরে তৈরি হয় নতুন সরকার ৷ এই রদবদলের মূলেও ছিলেন দেবেন্দ্র ফড়নবিশ ৷ মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া একনাথ শিন্ডেকে ৷ সাংবাদিকদের ফড়নবিশ জানিয়েদেন তিনি এই সরকারের অংশ হবেন না ৷ তবে শেষমেশ পাঁচ বছর মুখ্যমন্ত্রী থাকা দেবেন্দ্র হন উপমুখ্যমন্ত্রী ৷ এবার কি আবারও ঘুরবে ভাগ্যের চাকা ? বড় ব্যবধানে জয় পাওয়া মহাযুতি কি দেবেন্দ্রকেই নেতা হিসেবে বেছে নেবে ? উত্তর দেবে সময় ৷

পড়ুন: নির্দলরাই এক্স ফ্যাক্টর! মহারাষ্ট্রের মসনদে কোন জোট ?

মুম্বই, 23 সেপ্টেম্বর: মহারাষ্ট্রের মুখ্য়মন্ত্রীর পদে কি 'হ্যাটট্রিক' করতে চলেছেন বিজেপির দেবেন্দ্র ফড়নবিশ ? বিধানসভা নির্বাচনের ফল স্পষ্ট হতেই এই প্রশ্নের সামনে দাঁড়িয়ে মারাঠাভূ্ম ৷

গত 20 নভেম্বর মহারাষ্ট্র বিধানসভার 288টি আসনে একদফায় ভোটগ্রহণ হয় ৷ শনিবার ফল প্রকাশিত হল ৷ নির্বাচনে দেশের পশ্চীমাঞ্চলীয় রাজ্যটিকে নেতৃত্ব দিয়েছেন মহারাষ্ট্রের বর্তমান উপমুখ্যমন্ত্রী তথা দেবেন্দ্র ফড়নবিশ ৷ ফল প্রকাশে ক্রমশ সংখ্যাগরিষ্ঠতার দিকে এগিয়ে বিজেপি ৷ আর সেই সঙ্গে, দেবেন্দ্র ফড়নবিশের তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে শুরু হয়েছে জল্পনা ৷ এদিকে, ছেলের মুখ্য়মন্ত্রিত্ব নিয়ে আশাবাদী তাঁর মা সরিতা ফড়নবিশও ৷

শুরুর সেই দিন

একসময় নাগপুরের সর্বকনিষ্ঠ মেয়র ছিলেন দেবেন্দ্র ফড়নবিশ ৷ এরপর মারাঠা রাজনীতিতে ক্রমশ নিজের জায়গা পাকা করেন তিনি ৷ 2014 সালে লোকসভা নির্বাচনের আগে মৃদুভাষী এই নেতার উপর ভরসা রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তাঁদের সেই ভরসা রক্ষায় সফল হন তিনি ৷ শুধু তাই নয়, 2014 সালের লোকসভা নির্বাচন ও মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে দলের জয়ে তৎকালীন রাজ্য বিজেপি প্রধান দেবেন্দ্র ফড়নবিশের প্রশংসা করতে কোনও ত্রুটি করেনি গেরুয়া শিবির ৷ মারাঠাভূমের মুখ্যমন্ত্রী হিসেবে তাঁকেই বেছে নেয় দল ৷

2019 সালে 23 নভেম্বর দ্বিতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন দেবেন্দ্র ফড়নবিশ ৷ সেবার তাঁর ডেপুটি ছিলেন অজিত পাওয়ার ৷ তবে রাজনৈতিক টানাপোড়েনের কারণে 26 নভেম্বর মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন দেবেন্দ্র ৷ এরপর বেশ কিছুদিন অপেক্ষা করতে হয়েছে দেবেন্দ্রকে ৷

অপেক্ষা এবং অত:পর

আড়াই বছর বাদে এল 2022 সালের জুন মাস ৷ টান টান রাজনৈতিক থ্রিলার দেখল রাজ্য ৷ আচমকাই একানথ শিন্ডের নেতৃত্বে বেশ কিছু শিবসেনা বিধায়ক গুজরাতে সুরাতে চলে যান ৷ সেখান থেকে তাঁদের আরেক বিজেপি শাসিত রাজ্য অসমে নিয়ে যাওয়া হয় ৷ ধীরে ধীরে বোঝা যায় শিবসেনা ভাঙছে ৷ শিন্ডেরা চলে আসেন বিজেপির দিকে ৷ আরও পরে তৈরি হয় নতুন সরকার ৷ এই রদবদলের মূলেও ছিলেন দেবেন্দ্র ফড়নবিশ ৷ মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া একনাথ শিন্ডেকে ৷ সাংবাদিকদের ফড়নবিশ জানিয়েদেন তিনি এই সরকারের অংশ হবেন না ৷ তবে শেষমেশ পাঁচ বছর মুখ্যমন্ত্রী থাকা দেবেন্দ্র হন উপমুখ্যমন্ত্রী ৷ এবার কি আবারও ঘুরবে ভাগ্যের চাকা ? বড় ব্যবধানে জয় পাওয়া মহাযুতি কি দেবেন্দ্রকেই নেতা হিসেবে বেছে নেবে ? উত্তর দেবে সময় ৷

পড়ুন: নির্দলরাই এক্স ফ্যাক্টর! মহারাষ্ট্রের মসনদে কোন জোট ?
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.