ETV Bharat / bharat

গুলিবিদ্ধ ডেরা কর সেবা প্রধান তারসেম সিং, ঘটনার তদন্তে এসটিএফ - Dera Kar Seva Chief Killed - DERA KAR SEVA CHIEF KILLED

Dera Kar Seva former Chief killed: গুলিবিদ্ধ উত্তরাখণ্ডের উধম সিং নগর জেলার নানকমাত্তা গুরুদ্বারের প্রাক্তন ডেরা কর সেবা প্রধান বাবা তারসেম সিং ৷ ধর্মীয়স্থানে ঘটে যাওয়া এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় ৷ মামলার তদন্তের জন্য স্পেশাল টাস্ক ফোর্স এবং স্থানীয় পুলিশ সদস্যদের সহ একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 28, 2024, 11:08 PM IST

দেরাদুন, 28 মার্চ: গুলিবিদ্ধ উত্তরাখণ্ডের উধম সিং নগর জেলার নানকমাত্তা গুরুদ্বারের প্রাক্তন ডেরা কর সেবা প্রধান বাবা তারসেম সিং ৷ ঘটনাটি ঘটেছে বৃহষ্পতিবার সকালে ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 60 বছর ৷ ধর্মীয়স্থানে ঘটে যাওয়া এদিনের এই ঘটনায় স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় ৷

স্থানীয় সূত্রের খবর, এদিন সকালে ক্যাম্প থেকে হাঁটতে বেরিয়েছিলেন সর্দার তারসেম সিং ৷ সেই সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় মোটরসাইকেলে থাকা অজ্ঞাত পরিচয়ের দুই আততায়ী ৷ গুলির শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে যান এলাকাবাসী ৷ গুলিবিদ্ধ অবস্থায় খাতিমার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ গুরুতর জখম ও অতিরিক্ত রক্তক্ষরণে তারসেম সিংয়ের মৃত্যু হয়েছে বলে জানান তাঁরা ৷

ঘটনা প্রসঙ্গে উত্তরাখণ্ডের ডিজিপি অভিনব কুমার জানান, শীঘ্রই জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মামলার তদন্তের জন্য স্পেশাল টাস্ক ফোর্স এবং স্থানীয় পুলিশ সদস্য-সহ স্পেশাল টাস্ক ফোর্স গঠন করা হয়েছে বলেও জানান তিনি ৷

এ ঘটনায় মানুষের মধ্যে ক্ষোভ ও ক্ষোভ বিরাজ করছে। হামলাকারীদের চিহ্নিত করতে স্পেশাল টাস্ক ফোর্স মোতায়েন: পুলিশ কর্মকর্তারা বলছেন যে হামলাকারীদের খুঁজে পাওয়া যায়নি। হামলাকারীদের শনাক্ত করতে এসটিএফ মোতায়েন করা হয়েছে। এই ঘটনার তদন্তে এসআইটি গঠন করা হচ্ছে। উল্লেখ্য, আগামি কয়েকদিনের মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে নানকমত্তা গুরুদ্বার ম্যানেজমেন্ট কমিটির নির্বাচন ৷ এদিনের এই গুলির চলার ঘটনা নির্বাচনের সঙ্গে যুক্ত থাকতে পারে বলে দাবি সর্দার তারসেম সিংয়ের সমর্থকদের ৷ তবে ডিজিপি কুমার সাফ বলেন, "খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছে যান এসএসপি ও ডিআইজি (কুমাওন) সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আমাদের শুধু জড়িতদের শনাক্ত করতে হবে না, যে কোনো সম্ভাব্য ষড়যন্ত্র যদি থাকে তাও ফাঁস করতে হবে। আমরা কেন্দ্রীয় এজেন্সিগুলোর সঙ্গেও যোগাযোগ করেছি তাদের কাছে কোনও তথ্য পাওয়ার জন্যে ৷"

প্রসঙ্গত, নানকমাত্তা গুরুদ্বারা উধম সিং নগরের একটি উল্লেখযোগ্য শিখ তীর্থস্থান। শিখ সম্প্রদায়ের জন্য এটি অত্যন্ত ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্ব বহন করে।

আরও পড়ুন:

  1. বিমান নামতেই ধরা পড়ল পাইলট মদ্যপ! সাসপেন্ড করল এয়ার ইন্ডিয়া
  2. রাজনৈতিক ষড়যন্ত্র, জনগণ জবাব দেবে ! এজলাসে যাওয়ার পথে বললেন কেজরিওয়াল
  3. প্রকাশিত হল JEE মেন এপ্রিল সেশনের সিটি স্লিপ, রইল ডাউনলোডের লিঙ্ক

দেরাদুন, 28 মার্চ: গুলিবিদ্ধ উত্তরাখণ্ডের উধম সিং নগর জেলার নানকমাত্তা গুরুদ্বারের প্রাক্তন ডেরা কর সেবা প্রধান বাবা তারসেম সিং ৷ ঘটনাটি ঘটেছে বৃহষ্পতিবার সকালে ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 60 বছর ৷ ধর্মীয়স্থানে ঘটে যাওয়া এদিনের এই ঘটনায় স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় ৷

স্থানীয় সূত্রের খবর, এদিন সকালে ক্যাম্প থেকে হাঁটতে বেরিয়েছিলেন সর্দার তারসেম সিং ৷ সেই সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় মোটরসাইকেলে থাকা অজ্ঞাত পরিচয়ের দুই আততায়ী ৷ গুলির শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে যান এলাকাবাসী ৷ গুলিবিদ্ধ অবস্থায় খাতিমার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ গুরুতর জখম ও অতিরিক্ত রক্তক্ষরণে তারসেম সিংয়ের মৃত্যু হয়েছে বলে জানান তাঁরা ৷

ঘটনা প্রসঙ্গে উত্তরাখণ্ডের ডিজিপি অভিনব কুমার জানান, শীঘ্রই জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মামলার তদন্তের জন্য স্পেশাল টাস্ক ফোর্স এবং স্থানীয় পুলিশ সদস্য-সহ স্পেশাল টাস্ক ফোর্স গঠন করা হয়েছে বলেও জানান তিনি ৷

এ ঘটনায় মানুষের মধ্যে ক্ষোভ ও ক্ষোভ বিরাজ করছে। হামলাকারীদের চিহ্নিত করতে স্পেশাল টাস্ক ফোর্স মোতায়েন: পুলিশ কর্মকর্তারা বলছেন যে হামলাকারীদের খুঁজে পাওয়া যায়নি। হামলাকারীদের শনাক্ত করতে এসটিএফ মোতায়েন করা হয়েছে। এই ঘটনার তদন্তে এসআইটি গঠন করা হচ্ছে। উল্লেখ্য, আগামি কয়েকদিনের মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে নানকমত্তা গুরুদ্বার ম্যানেজমেন্ট কমিটির নির্বাচন ৷ এদিনের এই গুলির চলার ঘটনা নির্বাচনের সঙ্গে যুক্ত থাকতে পারে বলে দাবি সর্দার তারসেম সিংয়ের সমর্থকদের ৷ তবে ডিজিপি কুমার সাফ বলেন, "খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছে যান এসএসপি ও ডিআইজি (কুমাওন) সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আমাদের শুধু জড়িতদের শনাক্ত করতে হবে না, যে কোনো সম্ভাব্য ষড়যন্ত্র যদি থাকে তাও ফাঁস করতে হবে। আমরা কেন্দ্রীয় এজেন্সিগুলোর সঙ্গেও যোগাযোগ করেছি তাদের কাছে কোনও তথ্য পাওয়ার জন্যে ৷"

প্রসঙ্গত, নানকমাত্তা গুরুদ্বারা উধম সিং নগরের একটি উল্লেখযোগ্য শিখ তীর্থস্থান। শিখ সম্প্রদায়ের জন্য এটি অত্যন্ত ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্ব বহন করে।

আরও পড়ুন:

  1. বিমান নামতেই ধরা পড়ল পাইলট মদ্যপ! সাসপেন্ড করল এয়ার ইন্ডিয়া
  2. রাজনৈতিক ষড়যন্ত্র, জনগণ জবাব দেবে ! এজলাসে যাওয়ার পথে বললেন কেজরিওয়াল
  3. প্রকাশিত হল JEE মেন এপ্রিল সেশনের সিটি স্লিপ, রইল ডাউনলোডের লিঙ্ক
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.