ETV Bharat / bharat

নিশানায় বিমানবন্দর-সহ আট হাসপাতাল, রাজধানীতে ফের নাশকতার হুমকি মেইল - Bomb Threats in New Delhi - BOMB THREATS IN NEW DELHI

Bomb Threats in New Delhi: দেড়শোরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে গত 1 মে নাশকতার হুমকি মেইল ঘিরে তোলপাড় হয়েছিল নয়াদিল্লি ৷ 11 দিন পর সেই একই ঘটনার সাক্ষী রাজধানী ৷ এবার দিল্লি বিমানবন্দর-সহ 8টি হাসপাতালে পাঠানো হল হুমকি বার্তা ৷

IGI Airport
দিল্লি বিমানবন্দর (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 12, 2024, 10:43 PM IST

নয়াদিল্লি, 12 মে: নয়াদিল্লিতে আবারও নাশকতার হুমকি মেইল ৷ রবিবার রাজধানীর একাধিক হাসপাতাল এবং ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা হামলার হুমকি দেওয়া হল মেইল মারফত ৷ বুরারি সরকারি হাসপাতাল এবং মঙ্গলপুরীর সঞ্জয় গান্ধি হাসপাতালে প্রাথমিকভাবে নাশকতার হুমকি মেইল এসে পৌঁছয় বিকেল নাগাদ ৷ তড়িঘড়ি বম্ব স্কোয়াডকে সঙ্গে করে দিল্লি পুলিশ এবং দমকল আধিকারিকরা পৌঁছে যান দুই হাসপাতালে ৷ যদিও তল্লাশিতে কিছুই মেলেনি বলে দাবি করা হয়েছে পুলিশের তরফে ৷

দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার (উত্তর) ঘটনা প্রসঙ্গে বলেন, "বুরারি হাসপাতালে বোমা হামলার একটি হুমকি মেইল আসে ৷ স্থানীয় পুলিশ বম্ব স্কোয়াড এবং ডগ স্কোয়াডকে সঙ্গে নিয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে যায় ৷ যদিও তল্লাশির পর হাসপাতালে সন্দেহভাজন কিছু পাওয়া যায়নি ৷" অন্যদিকে, বিকেল 4টে 26 মিনিট নাগাদ দ্বিতীয় হুমকি মেইলটি পায় সঞ্জয় গান্ধি মেমোরিয়াল হাসপাতাল ৷ দমকলের দু'টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় বলে জানান দমকলেরই এক আধিকারিক ৷

প্রাথমিকভাবে দু'টি হাসপাতালের কথা সামনে এলেও পরে জানা যায় রাজধানীর 8টি হাসপাতালে হুমকি মেইল পাঠানো হয়েছে ৷ বাকি 6টি হাসপাতাল হল- জিটিবি হাসপাতাল, ডিডিইউ হাসপাতাল, বড় হিন্দু রাও হাসপাতাল, অরুণা আসফ আলি হাসপাতাল, দাদা দেব হাসপাতাল এবং জানকপুরী সুপার স্পেশালিটি হাসপাতাল ৷ বুরারি হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এক বিবৃতিতে বলা হয়, "বিকেল 3টে নাগাদ হাসপাতালে বোমা রাখা রয়েছে বলে আমরা একটা হুমকি মেইল পাই ৷ ঘটনার পর সমস্ত সতর্কতা অবলম্বন করা হয়েছে এবং সবকিছু স্বাভাবিক রয়েছে ৷"

চলতি মাসের প্রথমদিন অর্থাৎ, 1 মে দিল্লি এবং তার আশপাশের অঞ্চলে 150টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে বোমা হামলার হুমকি মেইল পাঠানো হয় ৷ দিল্লি পুলিশের সন্ত্রাস দমন শাখা পরবর্তীতে জানায়, মেইলগুলির সমস্ত ডোমেনের উৎস রাশিয়া এবং ডার্ক ওয়েবের সহায়তায় মেইলগুলি পাঠানো হয়েছে ৷ যদিও হুমকি মেইলগুলি পরবর্তীতে 'ভুয়ো' হিসেবে ঘোষণা করা হয় ৷

আরও পড়ুন:

  1. দিল্লির 100টি স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি মেল, বোমাতঙ্ক রাজধানীতে
  2. ভোটের একদিন আগে গুজরাতের একাধিক স্কুলে বোমাতঙ্ক! ঘটনাস্থলে ক্রাইম ব্রাঞ্চ

নয়াদিল্লি, 12 মে: নয়াদিল্লিতে আবারও নাশকতার হুমকি মেইল ৷ রবিবার রাজধানীর একাধিক হাসপাতাল এবং ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা হামলার হুমকি দেওয়া হল মেইল মারফত ৷ বুরারি সরকারি হাসপাতাল এবং মঙ্গলপুরীর সঞ্জয় গান্ধি হাসপাতালে প্রাথমিকভাবে নাশকতার হুমকি মেইল এসে পৌঁছয় বিকেল নাগাদ ৷ তড়িঘড়ি বম্ব স্কোয়াডকে সঙ্গে করে দিল্লি পুলিশ এবং দমকল আধিকারিকরা পৌঁছে যান দুই হাসপাতালে ৷ যদিও তল্লাশিতে কিছুই মেলেনি বলে দাবি করা হয়েছে পুলিশের তরফে ৷

দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার (উত্তর) ঘটনা প্রসঙ্গে বলেন, "বুরারি হাসপাতালে বোমা হামলার একটি হুমকি মেইল আসে ৷ স্থানীয় পুলিশ বম্ব স্কোয়াড এবং ডগ স্কোয়াডকে সঙ্গে নিয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে যায় ৷ যদিও তল্লাশির পর হাসপাতালে সন্দেহভাজন কিছু পাওয়া যায়নি ৷" অন্যদিকে, বিকেল 4টে 26 মিনিট নাগাদ দ্বিতীয় হুমকি মেইলটি পায় সঞ্জয় গান্ধি মেমোরিয়াল হাসপাতাল ৷ দমকলের দু'টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় বলে জানান দমকলেরই এক আধিকারিক ৷

প্রাথমিকভাবে দু'টি হাসপাতালের কথা সামনে এলেও পরে জানা যায় রাজধানীর 8টি হাসপাতালে হুমকি মেইল পাঠানো হয়েছে ৷ বাকি 6টি হাসপাতাল হল- জিটিবি হাসপাতাল, ডিডিইউ হাসপাতাল, বড় হিন্দু রাও হাসপাতাল, অরুণা আসফ আলি হাসপাতাল, দাদা দেব হাসপাতাল এবং জানকপুরী সুপার স্পেশালিটি হাসপাতাল ৷ বুরারি হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এক বিবৃতিতে বলা হয়, "বিকেল 3টে নাগাদ হাসপাতালে বোমা রাখা রয়েছে বলে আমরা একটা হুমকি মেইল পাই ৷ ঘটনার পর সমস্ত সতর্কতা অবলম্বন করা হয়েছে এবং সবকিছু স্বাভাবিক রয়েছে ৷"

চলতি মাসের প্রথমদিন অর্থাৎ, 1 মে দিল্লি এবং তার আশপাশের অঞ্চলে 150টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে বোমা হামলার হুমকি মেইল পাঠানো হয় ৷ দিল্লি পুলিশের সন্ত্রাস দমন শাখা পরবর্তীতে জানায়, মেইলগুলির সমস্ত ডোমেনের উৎস রাশিয়া এবং ডার্ক ওয়েবের সহায়তায় মেইলগুলি পাঠানো হয়েছে ৷ যদিও হুমকি মেইলগুলি পরবর্তীতে 'ভুয়ো' হিসেবে ঘোষণা করা হয় ৷

আরও পড়ুন:

  1. দিল্লির 100টি স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি মেল, বোমাতঙ্ক রাজধানীতে
  2. ভোটের একদিন আগে গুজরাতের একাধিক স্কুলে বোমাতঙ্ক! ঘটনাস্থলে ক্রাইম ব্রাঞ্চ
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.