ETV Bharat / bharat

'দিল্লিতে জলের সমস্যা, আমি উদ্বিগ্ন', ইডি হেফাজতে প্রথম নির্দেশ মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের - Arvind Kejriwal First Order - ARVIND KEJRIWAL FIRST ORDER

Delhi CM Kejriwal issues First Direction: ইডি হেফাজতে থেকেই সরকার চালাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ রবিবার জলমন্ত্রী অতিশি সাংবাদিক বৈঠকে এই বিষয়টি জানালেন ৷ এদিন তিনি আপ আহ্বায়কের চিঠি পড়ে শোনান ৷

ETV Bharat
দিল্লির মুখ্যমন্ত্রী ইডি হেফাজতে থেকেই সরকার পরিচালনা করছেন
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 24, 2024, 9:46 AM IST

Updated : Mar 24, 2024, 1:25 PM IST

নয়াদিল্লি, 24 মার্চ: "আমি জেলে রয়েছি ৷ তাতে যেন দিল্লিবাসীর কোনও অসুবিধে না হয়", মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের চিঠি পড়ে শোনালেন জলমন্ত্রী অতিশি ৷ ইডি হেফাজতে বন্দি থেকেও সরকার পরিচালনা করছেন তিনি ৷ রবিবার সকালে আপ সূত্রে জানা যায়, জলমন্ত্রী অতিশিকে প্রথম নির্দেশ দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ ৷ এনিয়ে এদিন সকাল 10টা নাগাদ সাংবাদিক বৈঠক করেন অতিশি ৷

মন্ত্রী বলেন, "অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতার হয়েছেন ৷ তার জন্য দিল্লিবাসীর কোনও কাজ আটকে থাকবে না ৷ তিনি ইডি হেফাজতে থেকেই আমায় (জলমন্ত্রীকে) নির্দেশ পাঠিয়েছেন ৷" কেজরিওয়ালের নির্দেশ পড়ে শোনান অতিশি ৷

কী লিখেছেন দিল্লির মুখ্যমন্ত্রী ? জলমন্ত্রীকে দেওয়া চিঠিতে তিনি জানিয়েছেন, "আমি জানতে পেরেছি, দিল্লির কিছু এলাকায় জলের সমস্যা হচ্ছে ৷ এ নিয়ে আমি চিন্তিত ৷ আমি জেলে রয়েছি ৷ কিন্তু এ নিয়ে যেন দিল্লিবাসীর কোনও সমস্যা না-হয় ৷ গরম পড়েছে ৷ যেখানে জল কম, সেখানে যথাযথ সংখ্যায় জলের ট্যাঙ্কারের ব্যবস্থা করুন ৷ এর জন্য মুখ্যসচিব এবং অন্য আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দিন ৷ আমজনতা যেন কোনও অসুবিধেয় না পড়ে ৷ দরকার হলে উপ-রাজ্যপালের সাহায্য নিন ৷ তিনিও আপনাদের সাহায্য করবেন ৷"

21 মার্চ, বৃহস্পতিবার রাতে মুখ্যমন্ত্রী তথা আপ আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালকে দিল্লিতে তাঁর সরকারি বাসভবন থেকে গ্রেফতার করে ইডি ৷ এর আগে তাঁকে ন'বার সমন পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ তবে প্রতিবারই তিনি কোনও না কোনও কারণ দর্শিয়ে সেই হাজিয়া এড়িয়ে গিয়েছিলেন ৷ এদিন সন্ধ্যায় দিল্লির আবগারি নীতিতে আর্থিক জালিয়াতির তদন্তে তাঁর বাড়িতে তল্লাশি অভিযান চালায় ইডি ৷ তারপরই মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে ইডি ৷ 22 মার্চ দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট তাঁকে 28 মার্চ পর্যন্ত ইডি হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে ৷

কেজরিওয়ালের গ্রেফতারির রাত থেকেই আপ নেতা-সমর্থকরা দিল্লিতে বিক্ষোভ দেখাতে শুরু করে ৷ এর আগে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকেও গ্রেফতার করে ইডি ৷ তবে তার আগে সোরেন মুখ্যমন্ত্রী হিসেবে পদত্যাগ করেন ৷ তাই অরবিন্দ কেজিরওয়াল মুখ্যমন্ত্রী থাকবেন না ইস্তফা দেবেন, এ নিয়ে বিতর্ক তৈরি হয় ৷ তাঁর মন্ত্রিসভার সদস্য তথা আপ নেত্রী অতিশি অবশ্য স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, জেলে থেকেই মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করবেন অরবিন্দ কেজরিওয়াল ৷ তিনি ইস্তফা দেবেন না ৷

আরও পড়ুন:

  1. দিল্লি হাইকোর্টের দ্বারস্থ কেজরি, খারিজ দ্রুত শুনানির আর্জি
  2. মুখে যাই বলুন, জেলে বসে সরকার চালাতে পারবেন না কেজরি; স্পষ্ট মত সংবিধান বিশেষজ্ঞদের
  3. 'কেজরিই দুর্নীতির কিংপিন', 7 দিনের ইডি হেফাজতে দিল্লির মুখ্যমন্ত্রী

নয়াদিল্লি, 24 মার্চ: "আমি জেলে রয়েছি ৷ তাতে যেন দিল্লিবাসীর কোনও অসুবিধে না হয়", মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের চিঠি পড়ে শোনালেন জলমন্ত্রী অতিশি ৷ ইডি হেফাজতে বন্দি থেকেও সরকার পরিচালনা করছেন তিনি ৷ রবিবার সকালে আপ সূত্রে জানা যায়, জলমন্ত্রী অতিশিকে প্রথম নির্দেশ দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ ৷ এনিয়ে এদিন সকাল 10টা নাগাদ সাংবাদিক বৈঠক করেন অতিশি ৷

মন্ত্রী বলেন, "অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতার হয়েছেন ৷ তার জন্য দিল্লিবাসীর কোনও কাজ আটকে থাকবে না ৷ তিনি ইডি হেফাজতে থেকেই আমায় (জলমন্ত্রীকে) নির্দেশ পাঠিয়েছেন ৷" কেজরিওয়ালের নির্দেশ পড়ে শোনান অতিশি ৷

কী লিখেছেন দিল্লির মুখ্যমন্ত্রী ? জলমন্ত্রীকে দেওয়া চিঠিতে তিনি জানিয়েছেন, "আমি জানতে পেরেছি, দিল্লির কিছু এলাকায় জলের সমস্যা হচ্ছে ৷ এ নিয়ে আমি চিন্তিত ৷ আমি জেলে রয়েছি ৷ কিন্তু এ নিয়ে যেন দিল্লিবাসীর কোনও সমস্যা না-হয় ৷ গরম পড়েছে ৷ যেখানে জল কম, সেখানে যথাযথ সংখ্যায় জলের ট্যাঙ্কারের ব্যবস্থা করুন ৷ এর জন্য মুখ্যসচিব এবং অন্য আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দিন ৷ আমজনতা যেন কোনও অসুবিধেয় না পড়ে ৷ দরকার হলে উপ-রাজ্যপালের সাহায্য নিন ৷ তিনিও আপনাদের সাহায্য করবেন ৷"

21 মার্চ, বৃহস্পতিবার রাতে মুখ্যমন্ত্রী তথা আপ আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালকে দিল্লিতে তাঁর সরকারি বাসভবন থেকে গ্রেফতার করে ইডি ৷ এর আগে তাঁকে ন'বার সমন পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ তবে প্রতিবারই তিনি কোনও না কোনও কারণ দর্শিয়ে সেই হাজিয়া এড়িয়ে গিয়েছিলেন ৷ এদিন সন্ধ্যায় দিল্লির আবগারি নীতিতে আর্থিক জালিয়াতির তদন্তে তাঁর বাড়িতে তল্লাশি অভিযান চালায় ইডি ৷ তারপরই মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে ইডি ৷ 22 মার্চ দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট তাঁকে 28 মার্চ পর্যন্ত ইডি হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে ৷

কেজরিওয়ালের গ্রেফতারির রাত থেকেই আপ নেতা-সমর্থকরা দিল্লিতে বিক্ষোভ দেখাতে শুরু করে ৷ এর আগে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকেও গ্রেফতার করে ইডি ৷ তবে তার আগে সোরেন মুখ্যমন্ত্রী হিসেবে পদত্যাগ করেন ৷ তাই অরবিন্দ কেজিরওয়াল মুখ্যমন্ত্রী থাকবেন না ইস্তফা দেবেন, এ নিয়ে বিতর্ক তৈরি হয় ৷ তাঁর মন্ত্রিসভার সদস্য তথা আপ নেত্রী অতিশি অবশ্য স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, জেলে থেকেই মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করবেন অরবিন্দ কেজরিওয়াল ৷ তিনি ইস্তফা দেবেন না ৷

আরও পড়ুন:

  1. দিল্লি হাইকোর্টের দ্বারস্থ কেজরি, খারিজ দ্রুত শুনানির আর্জি
  2. মুখে যাই বলুন, জেলে বসে সরকার চালাতে পারবেন না কেজরি; স্পষ্ট মত সংবিধান বিশেষজ্ঞদের
  3. 'কেজরিই দুর্নীতির কিংপিন', 7 দিনের ইডি হেফাজতে দিল্লির মুখ্যমন্ত্রী
Last Updated : Mar 24, 2024, 1:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.