নয়াদিল্লি, 23 এপ্রিল: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে কম ডোজের ইনসুলিন দেওয়া হল ৷ তাঁর রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পাওয়ায় ইনসুলিন দেওয়া হয়েছে বলে মঙ্গলবার দাবি তিহাড় জেল কর্তৃপক্ষের ৷ এ দিন ছিল হনুমান জয়ন্তী ৷ তাই কেজরিওয়ালকে ইনসুলিন দেওয়ার ঘটনা আসলে বজরংবলীর আশীর্বাদ বলে ব্য়াখ্যা করেছে আম আদমি পার্টি (আপ) ৷
তিহাড় জেল কর্তৃপক্ষ জানিয়েছে যে সোমবার সন্ধ্যা সাতটা নাগাদ কেজিওয়ালের রক্তে শর্করার মাত্রা ছিল 217 ৷ এর আগে গত 20 এপ্রিল ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে চিকিৎসকরা তিহাড় জেল কর্তৃপক্ষকে জানিয়েছিল যে কেজরিওয়ালের রক্তে শর্করার মাত্রা একটি নির্দিষ্ট সীমা ছাড়িয়ে গেলে তাঁকে ইনসুলিন দেওয়া যেতে পারে ৷ চিকিৎসকদের সেই পরামর্শেই কেজরিওয়ালকে এদিন কম ডোজের দু’টি ইনসুলিন দেওয়া হয় ৷
এদিকে দিল্লি সরকারের মন্ত্রী সৌরভ ভরদ্বাজ মঙ্গলবার হনুমান জয়ন্তীর উৎসবে সামিল হয়েছিলেন ৷ সেখানে বজরংবলী সেজে একজন হাজির ছিলেন ৷ আর সৌরভের হাতে ছিল গদা ৷ যিনি হনুমান সেজে হাজির হয়েছিলেন, তাঁর হাতে প্রতীকী ইনসুলিন ছিল ৷ যা তিনি গদায় আটকানো ছিল ইনসুলিন ৷ এই নিয়ে সৌরভ ভরদ্বাজ বলেন, "হনুমানজি তাঁর ভক্ত অরবিন্দ কেজরিওয়ালকে ইনসুলিন দিয়েছেন । আদালত আদেশ দিয়েছে, জেল খারিজ করেছে, কিন্তু হনুমানজির কারণে, কেজরিওয়াল ইনসুলিন পেয়েছেন । আমরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করি এবং তিনি যেন শীঘ্রই মুক্তি পান ।"
এই নিয়ে সোশাল মিডিয়ায় পোস্টও করেন সৌরভ ৷ সেখানে তিনি লেখেন, "আজ এটা স্পষ্ট হয়ে গেল যে মুখ্যমন্ত্রী ঠিক ছিলেন । তাঁর ইনসুলিনের প্রয়োজন ছিল ৷ কিন্তু বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রের আধিকারিকরা ইচ্ছাকৃতভাবে তাঁর চিকিৎসা করছেন না । আমাকে বলুন বিজেপির লোকেরা ! যদি ইনসুলিনের প্রয়োজন না ছিল, তাহলে তাঁরা এখন কেন দিচ্ছে ? কারণ সারা বিশ্ব তাঁদের অভিশাপ দিচ্ছে ।’’
অন্যদিকে কেজরিওয়ালের স্ত্রী সুনীতা এ দিন সকালে হনুমান মন্দিরে যান ৷ পুজো দেন ৷ পরে তিনি জানান যে দিল্লির মুখ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে তিনি ওই মন্দিরে আবার যাবেন ৷ আপ সাংসদ সঞ্জয় সিংও জানিয়েছেন যে বজরংবলীর আশীর্বাদেই ইনসুলিন পেলেন কেজরিওয়াল ৷ দিল্লি সরকারের আরেক মন্ত্রী অতিশীও এই নিয়ে ভগবান হনুমানকেই ধন্যবাদ জ্ঞাপন করেছেন ৷
(পিটিআই)
আরও পড়ুন: