ETV Bharat / bharat

রক্তে সুগারের মাত্রা বৃদ্ধিতে কেজরিওয়ালকে ইনসুলিন, বজরংবলীর কৃপা দেখছে আপ - Arvind Kejriwal - ARVIND KEJRIWAL

Arvind Kejriwal: মঙ্গলবার তিহাড় জেল কর্তৃপক্ষ জানিয়েছে যে সোমবার সন্ধ্যায় কেজরিওয়ালকে কম ডোজের দু’টি ইনসুলিন দেওয়া হয়েছে ৷ এইমসের চিকিৎসকদের পরামর্শেই এই ইনসুলিন দেওয়া হয়েছে ৷ এ দিন যেহেতু হনুমান জয়ন্তী ছিল, তাই আপ এই ঘটনাকে বজরংবলীর কৃপা বলে মনে করছে ৷

Arvind Kejriwal
Arvind Kejriwal
author img

By PTI

Published : Apr 23, 2024, 7:26 PM IST

Updated : Apr 24, 2024, 11:25 AM IST

নয়াদিল্লি, 23 এপ্রিল: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে কম ডোজের ইনসুলিন দেওয়া হল ৷ তাঁর রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পাওয়ায় ইনসুলিন দেওয়া হয়েছে বলে মঙ্গলবার দাবি তিহাড় জেল কর্তৃপক্ষের ৷ এ দিন ছিল হনুমান জয়ন্তী ৷ তাই কেজরিওয়ালকে ইনসুলিন দেওয়ার ঘটনা আসলে বজরংবলীর আশীর্বাদ বলে ব্য়াখ্যা করেছে আম আদমি পার্টি (আপ) ৷

তিহাড় জেল কর্তৃপক্ষ জানিয়েছে যে সোমবার সন্ধ্যা সাতটা নাগাদ কেজিওয়ালের রক্তে শর্করার মাত্রা ছিল 217 ৷ এর আগে গত 20 এপ্রিল ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে চিকিৎসকরা তিহাড় জেল কর্তৃপক্ষকে জানিয়েছিল যে কেজরিওয়ালের রক্তে শর্করার মাত্রা একটি নির্দিষ্ট সীমা ছাড়িয়ে গেলে তাঁকে ইনসুলিন দেওয়া যেতে পারে ৷ চিকিৎসকদের সেই পরামর্শেই কেজরিওয়ালকে এদিন কম ডোজের দু’টি ইনসুলিন দেওয়া হয় ৷

এদিকে দিল্লি সরকারের মন্ত্রী সৌরভ ভরদ্বাজ মঙ্গলবার হনুমান জয়ন্তীর উৎসবে সামিল হয়েছিলেন ৷ সেখানে বজরংবলী সেজে একজন হাজির ছিলেন ৷ আর সৌরভের হাতে ছিল গদা ৷ যিনি হনুমান সেজে হাজির হয়েছিলেন, তাঁর হাতে প্রতীকী ইনসুলিন ছিল ৷ যা তিনি গদায় আটকানো ছিল ইনসুলিন ৷ এই নিয়ে সৌরভ ভরদ্বাজ বলেন, "হনুমানজি তাঁর ভক্ত অরবিন্দ কেজরিওয়ালকে ইনসুলিন দিয়েছেন । আদালত আদেশ দিয়েছে, জেল খারিজ করেছে, কিন্তু হনুমানজির কারণে, কেজরিওয়াল ইনসুলিন পেয়েছেন । আমরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করি এবং তিনি যেন শীঘ্রই মুক্তি পান ।"

এই নিয়ে সোশাল মিডিয়ায় পোস্টও করেন সৌরভ ৷ সেখানে তিনি লেখেন, "আজ এটা স্পষ্ট হয়ে গেল যে মুখ্যমন্ত্রী ঠিক ছিলেন । তাঁর ইনসুলিনের প্রয়োজন ছিল ৷ কিন্তু বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রের আধিকারিকরা ইচ্ছাকৃতভাবে তাঁর চিকিৎসা করছেন না । আমাকে বলুন বিজেপির লোকেরা ! যদি ইনসুলিনের প্রয়োজন না ছিল, তাহলে তাঁরা এখন কেন দিচ্ছে ? কারণ সারা বিশ্ব তাঁদের অভিশাপ দিচ্ছে ।’’

অন্যদিকে কেজরিওয়ালের স্ত্রী সুনীতা এ দিন সকালে হনুমান মন্দিরে যান ৷ পুজো দেন ৷ পরে তিনি জানান যে দিল্লির মুখ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে তিনি ওই মন্দিরে আবার যাবেন ৷ আপ সাংসদ সঞ্জয় সিংও জানিয়েছেন যে বজরংবলীর আশীর্বাদেই ইনসুলিন পেলেন কেজরিওয়াল ৷ দিল্লি সরকারের আরেক মন্ত্রী অতিশীও এই নিয়ে ভগবান হনুমানকেই ধন্যবাদ জ্ঞাপন করেছেন ৷

(পিটিআই)

আরও পড়ুন:

  1. কেজরিওয়ালের ইনসুলিনের প্রয়োজনীয়তা নিয়ে আদালতে মিথ্যা বলেছে ইডি, অভিযোগ অতিশীর
  2. প্রচার পেতে কেজরিকে মুখ্যমন্ত্রিত্ব থেকে সরাতে বারবার জনস্বার্থ মামলা, পর্যবেক্ষণ দিল্লি হাইকোর্টের
  3. 'দিল্লিতে জলের সমস্যা, আমি উদ্বিগ্ন', ইডি হেফাজতে প্রথম নির্দেশ মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের

নয়াদিল্লি, 23 এপ্রিল: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে কম ডোজের ইনসুলিন দেওয়া হল ৷ তাঁর রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পাওয়ায় ইনসুলিন দেওয়া হয়েছে বলে মঙ্গলবার দাবি তিহাড় জেল কর্তৃপক্ষের ৷ এ দিন ছিল হনুমান জয়ন্তী ৷ তাই কেজরিওয়ালকে ইনসুলিন দেওয়ার ঘটনা আসলে বজরংবলীর আশীর্বাদ বলে ব্য়াখ্যা করেছে আম আদমি পার্টি (আপ) ৷

তিহাড় জেল কর্তৃপক্ষ জানিয়েছে যে সোমবার সন্ধ্যা সাতটা নাগাদ কেজিওয়ালের রক্তে শর্করার মাত্রা ছিল 217 ৷ এর আগে গত 20 এপ্রিল ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে চিকিৎসকরা তিহাড় জেল কর্তৃপক্ষকে জানিয়েছিল যে কেজরিওয়ালের রক্তে শর্করার মাত্রা একটি নির্দিষ্ট সীমা ছাড়িয়ে গেলে তাঁকে ইনসুলিন দেওয়া যেতে পারে ৷ চিকিৎসকদের সেই পরামর্শেই কেজরিওয়ালকে এদিন কম ডোজের দু’টি ইনসুলিন দেওয়া হয় ৷

এদিকে দিল্লি সরকারের মন্ত্রী সৌরভ ভরদ্বাজ মঙ্গলবার হনুমান জয়ন্তীর উৎসবে সামিল হয়েছিলেন ৷ সেখানে বজরংবলী সেজে একজন হাজির ছিলেন ৷ আর সৌরভের হাতে ছিল গদা ৷ যিনি হনুমান সেজে হাজির হয়েছিলেন, তাঁর হাতে প্রতীকী ইনসুলিন ছিল ৷ যা তিনি গদায় আটকানো ছিল ইনসুলিন ৷ এই নিয়ে সৌরভ ভরদ্বাজ বলেন, "হনুমানজি তাঁর ভক্ত অরবিন্দ কেজরিওয়ালকে ইনসুলিন দিয়েছেন । আদালত আদেশ দিয়েছে, জেল খারিজ করেছে, কিন্তু হনুমানজির কারণে, কেজরিওয়াল ইনসুলিন পেয়েছেন । আমরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করি এবং তিনি যেন শীঘ্রই মুক্তি পান ।"

এই নিয়ে সোশাল মিডিয়ায় পোস্টও করেন সৌরভ ৷ সেখানে তিনি লেখেন, "আজ এটা স্পষ্ট হয়ে গেল যে মুখ্যমন্ত্রী ঠিক ছিলেন । তাঁর ইনসুলিনের প্রয়োজন ছিল ৷ কিন্তু বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রের আধিকারিকরা ইচ্ছাকৃতভাবে তাঁর চিকিৎসা করছেন না । আমাকে বলুন বিজেপির লোকেরা ! যদি ইনসুলিনের প্রয়োজন না ছিল, তাহলে তাঁরা এখন কেন দিচ্ছে ? কারণ সারা বিশ্ব তাঁদের অভিশাপ দিচ্ছে ।’’

অন্যদিকে কেজরিওয়ালের স্ত্রী সুনীতা এ দিন সকালে হনুমান মন্দিরে যান ৷ পুজো দেন ৷ পরে তিনি জানান যে দিল্লির মুখ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে তিনি ওই মন্দিরে আবার যাবেন ৷ আপ সাংসদ সঞ্জয় সিংও জানিয়েছেন যে বজরংবলীর আশীর্বাদেই ইনসুলিন পেলেন কেজরিওয়াল ৷ দিল্লি সরকারের আরেক মন্ত্রী অতিশীও এই নিয়ে ভগবান হনুমানকেই ধন্যবাদ জ্ঞাপন করেছেন ৷

(পিটিআই)

আরও পড়ুন:

  1. কেজরিওয়ালের ইনসুলিনের প্রয়োজনীয়তা নিয়ে আদালতে মিথ্যা বলেছে ইডি, অভিযোগ অতিশীর
  2. প্রচার পেতে কেজরিকে মুখ্যমন্ত্রিত্ব থেকে সরাতে বারবার জনস্বার্থ মামলা, পর্যবেক্ষণ দিল্লি হাইকোর্টের
  3. 'দিল্লিতে জলের সমস্যা, আমি উদ্বিগ্ন', ইডি হেফাজতে প্রথম নির্দেশ মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের
Last Updated : Apr 24, 2024, 11:25 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.