ETV Bharat / bharat

নিরাপত্তায় গঠিত কমিটি, আবাসিক চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার আবেদন দিল্লি এইমসে - RG KAR DOCTOR RAPE AND MURDER - RG KAR DOCTOR RAPE AND MURDER

Delhi AIIMS: আরজি করে চিকিৎসককে ধর্ষণ করে হত্যার ঘটনায় উত্তাল দেশ ৷ কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা ৷ সুপ্রিম কোর্টের পর এবার চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার আবেদন জানাল দিল্লি এইমস ৷ স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের নিরাপত্তার জন্য একাধিক ব্যবস্থার কথাও উল্লেখ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷

New Delhi AIIMS
নয়াদিল্লি এইমস (ইটিভি ভারত)
author img

By PTI

Published : Aug 21, 2024, 5:41 PM IST

নয়াদিল্লি, 21 অগস্ট: আবাসিক চিকিৎসকদের পুনরায় কাজে ফেরার আবেদন করল দিল্লি এইমস ৷ পাশাপাশি জানানো হয়েছে, ক্যাম্পাসের মধ্যে নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থাগুলি দেখভাল করার জন্য একটি অভ্যন্তরীণ অডিট করা হবে ৷ ইনস্টিটিউটে নিরাপত্তার সমস্যা ও চিকিৎসকদের অন্যান্য অভিযোগ খতিয়ে দেখতে প্রশাসনের পক্ষ থেকে দুটি কমিটিও গঠন করা হয়েছে ৷ আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের সুরক্ষার জন্য কেন্দ্রীয় আইন প্রণয়নের দাবিতে দিল্লি এইমসের আবাসিক চিকিৎসকরা ধর্মঘটে সামিল হন ৷

নিরাপত্তা অডিট ছাড়াও দিল্লি এইমস প্রশাসন পরীক্ষামূলক ভিত্তিতে শিশু-প্রসূতি ব্লকের মূল প্রবেশ ও প্রস্থান পয়েন্টগুলিতে এআই প্রযুক্তি নির্ভর সিসিটিভি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এই ধরনের ক্যামেরা আধুনিক প্রযুক্তির সাহায্যে সংশ্লিষ্ট ব্লকে আগত সকলকে চিনতে সক্ষম হবে ৷ নিরাপত্তা কর্মীদের ঘনঘন প্রবেশ ও প্রস্থানকারী ব্যক্তিদের শনাক্ত করতে সাহায্য করবে ৷ যা অযাচিত কর্মীদের যাওয়া আসা নিয়ন্ত্রণে সহায়তা করবে ৷

দিল্লি এইমসের ডিরেক্টর ভি শ্রীনিবাস বলেছেন যে, "পুরো এইমস পরিবার প্রিমিয়ার হাসপাতাল এবং সারা দেশে সমস্ত স্বাস্থ্যসেবা পেশাদারদের সুরক্ষায় পাশে দাঁড়িয়েছে ৷ তবে চিকিৎসক হিসেবে আমাদের সবার প্রথম কর্তব্য হল যে সমস্ত রোগীরা আমাদের কাছে আসছে তারা যাতে চলে না যায় তা নিশ্চিত করা ৷ প্রশাসন স্বাস্থ্যসেবা, পেশাদার, কর্মী, রোগী ও আগত মানুষজনের সুরক্ষা নিরাপত্তার বিষয়ে এইমস নয়াদিল্লিতে একটি সহযোগিতামূলক অভ্যন্তরীণ নিরাপত্তা অডিট করার সিদ্ধান্ত নিয়েছে ৷ এর সুবিধার্থে একটি 15 সদস্যের কমিটি গঠন করা হয়েছে ৷"

জানা গিয়ছে, এই কমিটির নেতৃত্বে থাকবেন বায়োফিজিক্স বিভাগের প্রধান ডাঃ পুনীত কৌর ৷ প্যানেলে অন্যান্যদের মধ্যে FAIIMS, রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন, স্টুডেন্টস ইউনিয়ন, নার্স ইউনিয়ন ও সোসাইটি অফ ইয়ং সায়েন্টিস্টের প্রতিনিধিরা থাকবেন ৷ এই কমিটি দিনে ও রাতে এনসিআই ঝাজ্জার, হরিয়ানা, এনডিডিটিসি গাজিয়াবাদ, উত্তরপ্রদেশ, সিআরএইচএসপি বল্লবগড়, হরিয়ানা ইত্যাদির মতো আউটরিচ ক্যাম্পাস-সহ এইমস ক্যাম্পাসগুলি পরিদর্শন করবে এবং নিরাপত্তা ব্যবস্থা সমীক্ষা করবে ৷ এছাড়াও এই কমিটি AIIMS ক্যাম্পাসে প্রয়োজনীয় যে কোনও অতিরিক্ত নিরাপত্তা ও নিরাপত্তা ব্যবস্থার বিষয়েও আলোচনা করবে ৷ পাশাপাশি তা দ্রুত বাস্তবায়নের জন্য দ্রুততম সময়ে তার সুপারিশ পেশ করবে ।

শ্রীনিবাস বলেন, "ভারত সরকার দ্ব্যর্থহীনভাবে স্বাস্থ্যসেবা পেশাদারদের নিরাপত্তার কারণের জন্য প্রতিশ্রুতিবদ্ধ ৷ সুপ্রিম কোর্ট, স্বাস্থ্যসেবা পেশাদারদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইতিবাচক পদক্ষেপের আশ্বাস দিয়ে রোগীর যত্নের স্বার্থে সমস্ত চিকিৎসকদের পুনরায় কাজ শুরু করার জন্য অনুরোধ করেছে ৷ তাই এইমস নয়াদিল্লির আবাসিক চিকিৎসকদের অবিলম্বে তাদের দায়িত্ব পুনরায় শুরু করার জন্য অনুরোধ করছি যাতে রোগীরা স্বাভাবিকভাবে পরিষেবা পায় ৷"

অন্যদিকে, আরজি করে চিকিৎসক হত্যার প্রতিবাদে বিক্ষোভের কারণে শহরজুড়ে বেশ কয়েকটি সরকারি হাসপাতালে নির্বাচনী পরিষেবা স্থগিত রয়েছে । AIIMS, GTB, লেডি হার্ডিঞ্জ মেডিক্যাল কলেজ এবং অ্যাসোসিয়েটেড হাসপাতাল, মৌলানা আজাদ মেডিক্যাল কলেজ এবং এর সংশ্লিষ্ট হাসপাতালগুলি নীরব প্রতিবাদে অংশগ্রহণের আহ্বান জানিয়ে পৃথক বিবৃতি প্রকাশ করেছে । এছাড়াও, ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন (FORDA) এবং ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিক্যাল অ্যাসোসিয়েশন (FAIMA)-সহ দিল্লির বড় হাসপাতালগুলির আবাসিক চিকিৎসক সমিতির সদস্যরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে নেমেছেন ৷

নয়াদিল্লি, 21 অগস্ট: আবাসিক চিকিৎসকদের পুনরায় কাজে ফেরার আবেদন করল দিল্লি এইমস ৷ পাশাপাশি জানানো হয়েছে, ক্যাম্পাসের মধ্যে নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থাগুলি দেখভাল করার জন্য একটি অভ্যন্তরীণ অডিট করা হবে ৷ ইনস্টিটিউটে নিরাপত্তার সমস্যা ও চিকিৎসকদের অন্যান্য অভিযোগ খতিয়ে দেখতে প্রশাসনের পক্ষ থেকে দুটি কমিটিও গঠন করা হয়েছে ৷ আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের সুরক্ষার জন্য কেন্দ্রীয় আইন প্রণয়নের দাবিতে দিল্লি এইমসের আবাসিক চিকিৎসকরা ধর্মঘটে সামিল হন ৷

নিরাপত্তা অডিট ছাড়াও দিল্লি এইমস প্রশাসন পরীক্ষামূলক ভিত্তিতে শিশু-প্রসূতি ব্লকের মূল প্রবেশ ও প্রস্থান পয়েন্টগুলিতে এআই প্রযুক্তি নির্ভর সিসিটিভি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এই ধরনের ক্যামেরা আধুনিক প্রযুক্তির সাহায্যে সংশ্লিষ্ট ব্লকে আগত সকলকে চিনতে সক্ষম হবে ৷ নিরাপত্তা কর্মীদের ঘনঘন প্রবেশ ও প্রস্থানকারী ব্যক্তিদের শনাক্ত করতে সাহায্য করবে ৷ যা অযাচিত কর্মীদের যাওয়া আসা নিয়ন্ত্রণে সহায়তা করবে ৷

দিল্লি এইমসের ডিরেক্টর ভি শ্রীনিবাস বলেছেন যে, "পুরো এইমস পরিবার প্রিমিয়ার হাসপাতাল এবং সারা দেশে সমস্ত স্বাস্থ্যসেবা পেশাদারদের সুরক্ষায় পাশে দাঁড়িয়েছে ৷ তবে চিকিৎসক হিসেবে আমাদের সবার প্রথম কর্তব্য হল যে সমস্ত রোগীরা আমাদের কাছে আসছে তারা যাতে চলে না যায় তা নিশ্চিত করা ৷ প্রশাসন স্বাস্থ্যসেবা, পেশাদার, কর্মী, রোগী ও আগত মানুষজনের সুরক্ষা নিরাপত্তার বিষয়ে এইমস নয়াদিল্লিতে একটি সহযোগিতামূলক অভ্যন্তরীণ নিরাপত্তা অডিট করার সিদ্ধান্ত নিয়েছে ৷ এর সুবিধার্থে একটি 15 সদস্যের কমিটি গঠন করা হয়েছে ৷"

জানা গিয়ছে, এই কমিটির নেতৃত্বে থাকবেন বায়োফিজিক্স বিভাগের প্রধান ডাঃ পুনীত কৌর ৷ প্যানেলে অন্যান্যদের মধ্যে FAIIMS, রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন, স্টুডেন্টস ইউনিয়ন, নার্স ইউনিয়ন ও সোসাইটি অফ ইয়ং সায়েন্টিস্টের প্রতিনিধিরা থাকবেন ৷ এই কমিটি দিনে ও রাতে এনসিআই ঝাজ্জার, হরিয়ানা, এনডিডিটিসি গাজিয়াবাদ, উত্তরপ্রদেশ, সিআরএইচএসপি বল্লবগড়, হরিয়ানা ইত্যাদির মতো আউটরিচ ক্যাম্পাস-সহ এইমস ক্যাম্পাসগুলি পরিদর্শন করবে এবং নিরাপত্তা ব্যবস্থা সমীক্ষা করবে ৷ এছাড়াও এই কমিটি AIIMS ক্যাম্পাসে প্রয়োজনীয় যে কোনও অতিরিক্ত নিরাপত্তা ও নিরাপত্তা ব্যবস্থার বিষয়েও আলোচনা করবে ৷ পাশাপাশি তা দ্রুত বাস্তবায়নের জন্য দ্রুততম সময়ে তার সুপারিশ পেশ করবে ।

শ্রীনিবাস বলেন, "ভারত সরকার দ্ব্যর্থহীনভাবে স্বাস্থ্যসেবা পেশাদারদের নিরাপত্তার কারণের জন্য প্রতিশ্রুতিবদ্ধ ৷ সুপ্রিম কোর্ট, স্বাস্থ্যসেবা পেশাদারদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইতিবাচক পদক্ষেপের আশ্বাস দিয়ে রোগীর যত্নের স্বার্থে সমস্ত চিকিৎসকদের পুনরায় কাজ শুরু করার জন্য অনুরোধ করেছে ৷ তাই এইমস নয়াদিল্লির আবাসিক চিকিৎসকদের অবিলম্বে তাদের দায়িত্ব পুনরায় শুরু করার জন্য অনুরোধ করছি যাতে রোগীরা স্বাভাবিকভাবে পরিষেবা পায় ৷"

অন্যদিকে, আরজি করে চিকিৎসক হত্যার প্রতিবাদে বিক্ষোভের কারণে শহরজুড়ে বেশ কয়েকটি সরকারি হাসপাতালে নির্বাচনী পরিষেবা স্থগিত রয়েছে । AIIMS, GTB, লেডি হার্ডিঞ্জ মেডিক্যাল কলেজ এবং অ্যাসোসিয়েটেড হাসপাতাল, মৌলানা আজাদ মেডিক্যাল কলেজ এবং এর সংশ্লিষ্ট হাসপাতালগুলি নীরব প্রতিবাদে অংশগ্রহণের আহ্বান জানিয়ে পৃথক বিবৃতি প্রকাশ করেছে । এছাড়াও, ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন (FORDA) এবং ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিক্যাল অ্যাসোসিয়েশন (FAIMA)-সহ দিল্লির বড় হাসপাতালগুলির আবাসিক চিকিৎসক সমিতির সদস্যরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে নেমেছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.