ETV Bharat / bharat

জঙ্গলের কুয়ো থেকে উদ্ধার তিরিশেরও বেশি বাঁদরের দেহ! পালামৌয়ে চাঞ্চল্য - Death of monkeys in Palamu

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 3, 2024, 4:26 PM IST

Mysterious Death of Monkeys: ঝাড়খণ্ডের পালামৌতে জঙ্গলের একটি কুয়ো থেকে 35টিরও বেশি বাঁদরের মৃতদেহ উদ্ধার হল। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে । দেহগুলি উদ্ধারের পর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে বন দফতর।

Death of monkeys in Palamu
কুয়োয় পড়ে বাঁদরের দেহ (নিজস্ব ছবি)

পালামৌ, 3 জুন: কূপ থেকে উদ্ধার 35টিরও বেশি বাঁদরের দেহ ৷ প্রাথমিকভাবে অনুমান, বাঁদরগুলি কুয়োতে জল থেকে নেমেছিল ৷ তারপর সেখান থেকে আর উঠতে পারেনি ৷ ঘটনা যাইহোক, কুয়ো থেকে এতগুলি বাঁদরের দেহ উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ৷ ঝাড়খন্ডের পালামৌর পাঙ্কি থানার অর্ন্তগত সোরাথ এলাকার ঘটনা ৷

স্থানীয় সূত্রে খবর, রবিবার সন্ধ্যায় সোরাথ গ্রামের একটি জঙ্গলে গিয়েছিলেন কয়েকজন পশুপালক ৷ সেই জঙ্গলেই রয়েছে কুয়োটি ৷ তাঁরা প্রথমে বুঝে উঠতে পারেননি দুর্গন্ধ বেরোচ্ছে কোথা থেকে ৷ এরপর কুয়োয় উঁকি দিতেই তাঁদের চোখে পড়ে সেখানে একাধিক বাঁদরের দেহ ভাসছে ৷ পশুপালকরাই বিষয়টি গ্রামবাসীদের জানান ৷ খবর দেওয়া হয় বন দফতরেও ৷ বনকর্মীরা এসে বাঁদরের দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় ৷ সেই রিপোর্ট এলেই মৃত্য়ুর কারণ স্পষ্ট হবে ৷

এলাকায় একসঙ্গে এতগুলি বাঁদরের মৃত্য়ু প্রসঙ্গে পালামৌর ডিএফও কুমার আশিস বলেন, "বনকর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং তদন্ত চলছে। বানরের মৃতদেহের ময়নাতদন্ত করা হবে।""এই ঘটনাটি দুঃখজনক। জল খেতে নেমেই মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।"

পশু বিশেষজ্ঞদের মতে, বাঁদরদের মধ্যে সাধারণত একসঙ্গে ঝাঁপ দেওয়ার প্রবণতা থাকে না। তাই অনুমান তৃষ্ণা মেটাতে তারা একসঙ্গে কুয়োয় জল খেতে নেমেছিল ৷ সেখানেই বিষক্রিয়া থেকে মৃ্ত্যু হতে পারে বলে তাঁরা মনে করছেন ৷ আবার জল খেতে গিয়ে উঠতে না পেরেও তাদের মৃত্যু হতে পারে বলেও অনুমান ৷

চশমা বাঁদরকে এসকর্ট করে আসা গাড়ির সঙ্গে লরির ধাক্কায় মৃত বনকর্মী, জখম 3

বন্যপ্রাণী বিশেষজ্ঞ অধ্যাপক জিএস শ্রীবাস্তব বলেন, "বাঁদরগুলো হয়তো জল পানের জন্যই কুয়োতে ঝাঁপ দিয়েছিল ৷ তারপর একে অপরকে বাঁচাতে গিয়ে সকলেই মারা গিয়েছে। ঘটনাটি খুবই দুঃখজনক। এটি গাছ কাটার ফল।" প্রসঙ্গত, গরমের কারণে এলাকায় জলের সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় গ্রামবাসীরা ৷

খাবার চুরি করে পালাচ্ছে বাঁদর, উৎপাতে অতিষ্ঠ চা শ্রমিকরা

পালামৌ, 3 জুন: কূপ থেকে উদ্ধার 35টিরও বেশি বাঁদরের দেহ ৷ প্রাথমিকভাবে অনুমান, বাঁদরগুলি কুয়োতে জল থেকে নেমেছিল ৷ তারপর সেখান থেকে আর উঠতে পারেনি ৷ ঘটনা যাইহোক, কুয়ো থেকে এতগুলি বাঁদরের দেহ উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ৷ ঝাড়খন্ডের পালামৌর পাঙ্কি থানার অর্ন্তগত সোরাথ এলাকার ঘটনা ৷

স্থানীয় সূত্রে খবর, রবিবার সন্ধ্যায় সোরাথ গ্রামের একটি জঙ্গলে গিয়েছিলেন কয়েকজন পশুপালক ৷ সেই জঙ্গলেই রয়েছে কুয়োটি ৷ তাঁরা প্রথমে বুঝে উঠতে পারেননি দুর্গন্ধ বেরোচ্ছে কোথা থেকে ৷ এরপর কুয়োয় উঁকি দিতেই তাঁদের চোখে পড়ে সেখানে একাধিক বাঁদরের দেহ ভাসছে ৷ পশুপালকরাই বিষয়টি গ্রামবাসীদের জানান ৷ খবর দেওয়া হয় বন দফতরেও ৷ বনকর্মীরা এসে বাঁদরের দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় ৷ সেই রিপোর্ট এলেই মৃত্য়ুর কারণ স্পষ্ট হবে ৷

এলাকায় একসঙ্গে এতগুলি বাঁদরের মৃত্য়ু প্রসঙ্গে পালামৌর ডিএফও কুমার আশিস বলেন, "বনকর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং তদন্ত চলছে। বানরের মৃতদেহের ময়নাতদন্ত করা হবে।""এই ঘটনাটি দুঃখজনক। জল খেতে নেমেই মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।"

পশু বিশেষজ্ঞদের মতে, বাঁদরদের মধ্যে সাধারণত একসঙ্গে ঝাঁপ দেওয়ার প্রবণতা থাকে না। তাই অনুমান তৃষ্ণা মেটাতে তারা একসঙ্গে কুয়োয় জল খেতে নেমেছিল ৷ সেখানেই বিষক্রিয়া থেকে মৃ্ত্যু হতে পারে বলে তাঁরা মনে করছেন ৷ আবার জল খেতে গিয়ে উঠতে না পেরেও তাদের মৃত্যু হতে পারে বলেও অনুমান ৷

চশমা বাঁদরকে এসকর্ট করে আসা গাড়ির সঙ্গে লরির ধাক্কায় মৃত বনকর্মী, জখম 3

বন্যপ্রাণী বিশেষজ্ঞ অধ্যাপক জিএস শ্রীবাস্তব বলেন, "বাঁদরগুলো হয়তো জল পানের জন্যই কুয়োতে ঝাঁপ দিয়েছিল ৷ তারপর একে অপরকে বাঁচাতে গিয়ে সকলেই মারা গিয়েছে। ঘটনাটি খুবই দুঃখজনক। এটি গাছ কাটার ফল।" প্রসঙ্গত, গরমের কারণে এলাকায় জলের সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় গ্রামবাসীরা ৷

খাবার চুরি করে পালাচ্ছে বাঁদর, উৎপাতে অতিষ্ঠ চা শ্রমিকরা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.