ETV Bharat / bharat

প্রেমের শহরে অলিম্পিক্স, নিরাপত্তায় ভারতীয় আধাসেনার পোষ্যরা - PARIS OLYMPICS 2024

CRPF K9 Teams at Paris Olympics 2024: ভারতের কম্যান্ডো পোষ্যদের নিরাপত্তার খাতিরে ডেকে পাঠাল প্যারিস অলিম্পিক্স কমিটি ৷ সিআরপিএফের পাশাপাশি অসম রাইফেলস, সশস্ত্র সীমা বল (এসএসবি), ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি) এবং ইন্দো-টিবেটিয়ান বর্ডার পুলিশের (আইটিবিপি) ক্যানাইন টিম থাকছে অলিম্পিক্সে নিরাপত্তার দায়িত্বে, যা নজিরবিহীন ৷

Paris Olympics 2024
অলিম্পিকের নিরাপত্তার সিআরপিএফের সারমেয়রা (সৌ: সিআরপিএফ)
author img

By ANI

Published : Jul 17, 2024, 7:59 PM IST

নয়াদিল্লি, 17 জুলাই: আসন্ন প্যারিস অলিম্পিক্সে নিরাপত্তার দায়িত্বে ভারতীয় আধা সামরিক বাহিনীর পোষ্য সারমেয়রা! অলিম্পিক্সের বিভিন্ন ভেন্যুর নিরাপত্তার জন্য সেদেশের সরকারের ডাকেই প্যারিসে পৌঁছে গিয়েছে সিআরপিএফের ক্যানাইন (K9) টিম ৷ যে টিমের দুই পোষ্যের নাম ভাস্ট এবং ডেনবি ৷ জানা গিয়েছে, ভারতের বিভিন্ন আধাসামরিক বাহিনীর 10টি ক্যানাইন টিমের উপর প্যারিস অলিম্পিক্সে নিরাপত্তার দায়িত্ব বর্তেছে ৷

সেই টিমের অংশ হিসেবে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) থেকে ক্যানাইন টিমের দুই সদস্য প্যারিসে পৌঁছে গিয়েছে ৷ চলতি বছর 26 জুলাই থেকে 11 অগস্ট অনুষ্ঠিত হবে অলিম্পিক্স। প্যারিসে নিরাপত্তার দায়িত্ব পাওয়া সিআরপিএফের ক্যানাইন দলের দুই সদস্য ভাস্ট এবং ডেনবি'র বয়স যথাক্রমে 5 এবং 3 বছর ৷ গত 10 জুলাই প্যারিসের উদ্দেশে রওনা হয়েছে ভাস্ট এবং ডেনবি ৷ বুধবার, সিআরপিএফের তরফে সেই খবর শেয়ার করে নেওয়া হয়েছে ৷

জানা গিয়েছে, বেলজিয়ান শেফার্ড ম্যালিনোইস বিশ্বে নিরাপত্তা বাহিনীর সবচেয়ে অনুগত কুকুর হিসাবে বিবেচিত হয়। সিআরপিএফের জোড়া K9 ছাড়াও বাকি যে আটটি বিভাগ থেকে ক্যানাইন টিম অলিম্পিক্সের দায়িত্ব সামলাবে সেগুলি হল- অসম রাইফেলস, সশস্ত্র সীমা বল (এসএসবি), ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি) এবং ইন্দো-টিবেটিয়ান বর্ডার পুলিশ (আইটিবিপি)। প্যারিস অলিম্পিক্সের বিভিন্ন ভেন্যু সুরক্ষিত রাখার জন্য তাদের হ্যান্ডলার-সহ মোট 10টি K9-কে মোতায়েন করা হয়েছে। ফরাসি সরকারের অনুরোধে ভারতীয় কম্যান্ডো কুকুরদের মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের আধিকারিকরা ৷

ডগ ব্রিডিং অ্যান্ড ট্রেনিং স্কুল থেকেও পাঠানো হয়েছে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর। সিআরপিএফ জানিয়েছে, এদের প্রায় 10 সপ্তাহ ধরে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছিল ৷ সিআরপিএফ এক বিবৃতিতে জানিয়েছে, "K9 টিমের পোষ্যদের হ্যান্ডলারদেরও যাওয়ার আগে ফরাসি ভাষায় ক্লাসের পাশাপাশি কঠোর শারীরিক প্রশিক্ষণ দেওয়া হয়েছিল।" (এএনআই)

নয়াদিল্লি, 17 জুলাই: আসন্ন প্যারিস অলিম্পিক্সে নিরাপত্তার দায়িত্বে ভারতীয় আধা সামরিক বাহিনীর পোষ্য সারমেয়রা! অলিম্পিক্সের বিভিন্ন ভেন্যুর নিরাপত্তার জন্য সেদেশের সরকারের ডাকেই প্যারিসে পৌঁছে গিয়েছে সিআরপিএফের ক্যানাইন (K9) টিম ৷ যে টিমের দুই পোষ্যের নাম ভাস্ট এবং ডেনবি ৷ জানা গিয়েছে, ভারতের বিভিন্ন আধাসামরিক বাহিনীর 10টি ক্যানাইন টিমের উপর প্যারিস অলিম্পিক্সে নিরাপত্তার দায়িত্ব বর্তেছে ৷

সেই টিমের অংশ হিসেবে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) থেকে ক্যানাইন টিমের দুই সদস্য প্যারিসে পৌঁছে গিয়েছে ৷ চলতি বছর 26 জুলাই থেকে 11 অগস্ট অনুষ্ঠিত হবে অলিম্পিক্স। প্যারিসে নিরাপত্তার দায়িত্ব পাওয়া সিআরপিএফের ক্যানাইন দলের দুই সদস্য ভাস্ট এবং ডেনবি'র বয়স যথাক্রমে 5 এবং 3 বছর ৷ গত 10 জুলাই প্যারিসের উদ্দেশে রওনা হয়েছে ভাস্ট এবং ডেনবি ৷ বুধবার, সিআরপিএফের তরফে সেই খবর শেয়ার করে নেওয়া হয়েছে ৷

জানা গিয়েছে, বেলজিয়ান শেফার্ড ম্যালিনোইস বিশ্বে নিরাপত্তা বাহিনীর সবচেয়ে অনুগত কুকুর হিসাবে বিবেচিত হয়। সিআরপিএফের জোড়া K9 ছাড়াও বাকি যে আটটি বিভাগ থেকে ক্যানাইন টিম অলিম্পিক্সের দায়িত্ব সামলাবে সেগুলি হল- অসম রাইফেলস, সশস্ত্র সীমা বল (এসএসবি), ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি) এবং ইন্দো-টিবেটিয়ান বর্ডার পুলিশ (আইটিবিপি)। প্যারিস অলিম্পিক্সের বিভিন্ন ভেন্যু সুরক্ষিত রাখার জন্য তাদের হ্যান্ডলার-সহ মোট 10টি K9-কে মোতায়েন করা হয়েছে। ফরাসি সরকারের অনুরোধে ভারতীয় কম্যান্ডো কুকুরদের মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের আধিকারিকরা ৷

ডগ ব্রিডিং অ্যান্ড ট্রেনিং স্কুল থেকেও পাঠানো হয়েছে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর। সিআরপিএফ জানিয়েছে, এদের প্রায় 10 সপ্তাহ ধরে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছিল ৷ সিআরপিএফ এক বিবৃতিতে জানিয়েছে, "K9 টিমের পোষ্যদের হ্যান্ডলারদেরও যাওয়ার আগে ফরাসি ভাষায় ক্লাসের পাশাপাশি কঠোর শারীরিক প্রশিক্ষণ দেওয়া হয়েছিল।" (এএনআই)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.