ETV Bharat / bharat

শারীরিক অবস্থার অবনতি, ভেন্টিলেশনে সীতারাম ইয়েচুরি - Sitaram Yechury

Sitaram yechury Shifted to Ventilator: অসুস্থার কারণে দিল্লির এইমসে ভর্তি সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ৷ শারীরিক অবস্থার অবনতির কারণে এবার তাঁকে ভেন্টিলেটরে স্থানান্তরিত করা হল ৷

Sitaram yechury Shifted to Ventilator
ভেন্টিলেটরে সীতারাম ইয়েচুরি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 6, 2024, 10:10 AM IST

নয়াদিল্লি, 6 সেপ্টেম্বর: শারীরিক অবস্থার অবনতি ঘটেছে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির ৷ তাঁকে স্থানান্তরিত করা হল ভেন্টিলেটরে ৷ গত 19 অগস্ট ফুসফুসের সংক্রমণ নিয়ে দিল্লি এইমসে নিয়ে যাওয়া হয় বর্ষীয়ান এই সিপিএম নেতাকে । বৃহস্পতিবার সেখানেই তাঁর স্বাস্থ্যের অবনতি ঘটেছে ৷

এই বিষয়ে সিপিএম-এর তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে ৷ সেখানে বলা হয়েছে, ভারতের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) সাধারণ সম্পাদক কমরেড সীতারাম ইয়েচুরি এইমসের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। গুরুতর ফুসফুসে সংক্রমণের জন্য তাঁর চিকিৎসা চলছে । কমরেড সীতারামের অবস্থা স্থিতিশীল।

হাসপাতাল সূত্রে খবর, সাধারণ জ্বর নিয়ে দিল্লির এইমসে জরুরি বিভাগের রেড জোনে ভর্তি করা হয় প্রবীণ এই বাম নেতাকে ৷ এরপর শারীরিক অবস্থার উন্নতি না-হওয়ায় তাঁকে হাসপাতালের আইসিইউ-তে স্থানান্তর করা হয় ৷ তারপর থেকে দিল্লি এইমসে তাঁর চিকিৎসা চলছে ৷ প্রথমে তাঁর অসুখ চিকিৎসকরা ধরতে পারছিলেন না বলে জানা গিয়েছে ৷ পরে একাধিক স্বাস্থ্য পরীক্ষার পর জানা যায় তাঁর নিউমোনিয়া হয়েছে ৷ সেই মতো তাঁর চিকিৎসা চলছিল ৷ কিন্তু বৃহস্পতিবার তাঁর অবস্থার অবনতি ঘটে ৷ সম্প্রতি তাঁর ছানি অপারেশনও হয় ৷ সেই কারণে, বুদ্ধদেব ভট্টাচার্যর প্রয়াণের পরও তিনি কলকাতায় আসতে পারেননি ।

বিরোধী 'ইন্ডিয়া' শিবিরের অন্যতম মুখ্য নেতা সীতারাম ইয়েচুরি ৷ সিপিআই(এম)-এর পলিট ব্যুরোর সদস্য ইয়েচুরি 2005 থেকে 2017 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার সদস্য ছিলেন ৷ 2016 সালে রাজ্যসভার সেরা সংসদ সদস্যের পুরস্কারও পান তিনি ।

ছাত্রাবস্থা থেকেই ইয়েচুরি রাজনীতিতে যুক্ত ৷ 1974 সালে তিনি বাম ছাত্র সংগঠন এসএফআই-এ যোগ দেন ৷ একবছর পরেই তিনি সিপিআই(এম)-এর সঙ্গে যুক্ত হন ৷ তিনি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন ৷ 1975 সালে জরুরি অবস্থার সময় জেএনইউ-এর ছাত্র থাকাকালীন তাঁকে গ্রেফতার করে পুলিশ ৷ জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে বামেদের শক্ত ঘাঁটি তৈরির অন্যতম কারিগর সীতারাম ইয়েচুরি এবং প্রকাশ কারাত ৷ গত বছর লোকসভা নির্বাচনের আগে দেশে বিরোধী জোট তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন সীতারাম ইয়েচুরি ৷

নয়াদিল্লি, 6 সেপ্টেম্বর: শারীরিক অবস্থার অবনতি ঘটেছে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির ৷ তাঁকে স্থানান্তরিত করা হল ভেন্টিলেটরে ৷ গত 19 অগস্ট ফুসফুসের সংক্রমণ নিয়ে দিল্লি এইমসে নিয়ে যাওয়া হয় বর্ষীয়ান এই সিপিএম নেতাকে । বৃহস্পতিবার সেখানেই তাঁর স্বাস্থ্যের অবনতি ঘটেছে ৷

এই বিষয়ে সিপিএম-এর তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে ৷ সেখানে বলা হয়েছে, ভারতের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) সাধারণ সম্পাদক কমরেড সীতারাম ইয়েচুরি এইমসের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। গুরুতর ফুসফুসে সংক্রমণের জন্য তাঁর চিকিৎসা চলছে । কমরেড সীতারামের অবস্থা স্থিতিশীল।

হাসপাতাল সূত্রে খবর, সাধারণ জ্বর নিয়ে দিল্লির এইমসে জরুরি বিভাগের রেড জোনে ভর্তি করা হয় প্রবীণ এই বাম নেতাকে ৷ এরপর শারীরিক অবস্থার উন্নতি না-হওয়ায় তাঁকে হাসপাতালের আইসিইউ-তে স্থানান্তর করা হয় ৷ তারপর থেকে দিল্লি এইমসে তাঁর চিকিৎসা চলছে ৷ প্রথমে তাঁর অসুখ চিকিৎসকরা ধরতে পারছিলেন না বলে জানা গিয়েছে ৷ পরে একাধিক স্বাস্থ্য পরীক্ষার পর জানা যায় তাঁর নিউমোনিয়া হয়েছে ৷ সেই মতো তাঁর চিকিৎসা চলছিল ৷ কিন্তু বৃহস্পতিবার তাঁর অবস্থার অবনতি ঘটে ৷ সম্প্রতি তাঁর ছানি অপারেশনও হয় ৷ সেই কারণে, বুদ্ধদেব ভট্টাচার্যর প্রয়াণের পরও তিনি কলকাতায় আসতে পারেননি ।

বিরোধী 'ইন্ডিয়া' শিবিরের অন্যতম মুখ্য নেতা সীতারাম ইয়েচুরি ৷ সিপিআই(এম)-এর পলিট ব্যুরোর সদস্য ইয়েচুরি 2005 থেকে 2017 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার সদস্য ছিলেন ৷ 2016 সালে রাজ্যসভার সেরা সংসদ সদস্যের পুরস্কারও পান তিনি ।

ছাত্রাবস্থা থেকেই ইয়েচুরি রাজনীতিতে যুক্ত ৷ 1974 সালে তিনি বাম ছাত্র সংগঠন এসএফআই-এ যোগ দেন ৷ একবছর পরেই তিনি সিপিআই(এম)-এর সঙ্গে যুক্ত হন ৷ তিনি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন ৷ 1975 সালে জরুরি অবস্থার সময় জেএনইউ-এর ছাত্র থাকাকালীন তাঁকে গ্রেফতার করে পুলিশ ৷ জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে বামেদের শক্ত ঘাঁটি তৈরির অন্যতম কারিগর সীতারাম ইয়েচুরি এবং প্রকাশ কারাত ৷ গত বছর লোকসভা নির্বাচনের আগে দেশে বিরোধী জোট তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন সীতারাম ইয়েচুরি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.