ETV Bharat / bharat

বাড়ল মেয়াদ, 1 এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতেই কেজরিওয়াল - Arvind Kejriwal ED Custody - ARVIND KEJRIWAL ED CUSTODY

Arvind Kejriwal's ED Custody: অরবিন্দ কেজরিওয়ালের হেফাজতের মেয়াদ আরও 7 দিন বাড়ানোর আবেদন জানিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ তারপরেই 1 এপ্রিল পর্যন্ত দিল্লির মুখ্যমন্ত্রীকে ইডি হেফাজতে পাঠাল আদালত ৷

Etv Bharat
কেজরির ইডি হেফাজতের মেয়াদ কি বাড়ছে?
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 28, 2024, 4:07 PM IST

Updated : Mar 28, 2024, 4:30 PM IST

নয়াদিল্লি, 28 মার্চ: অরবিন্দ কেজরিওয়ালের হেফাজতের মেয়াদ আরও 7 দিন বাড়ানোর আবেদন জানিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ তারপরেই দিল্লির মুখ্যমন্ত্রীর ইডি হেফাজতের মেয়াদ আরও চারদিন বাড়াল দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট ৷

এর আগে গত 22 মার্চ, শুক্রবার রাউজ অ্যাভিনিউ আদালতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দাবি করে, দিল্লির আবগারি কেলেঙ্কারির মূলচক্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আদালতে কেজরিওয়ালের 10 দিনের হেফাজতের আবেদন জানিয়েছিল ৷ তবে দু'পক্ষের বক্তব্য শোনার পর দিল্লির মুখ্যমন্ত্রীকে 6 দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত ৷ আজ রাউজ অ্যাভিনিউ আদালতে কেজরিওয়ালের হেফাজতের মেয়াদ আরও 7 দিন বাড়ানোর আবেদন জানিয়েছিল ইডি৷

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বৃহস্পতিবার নিজেই আদালতে আবগারি নীতি মামলার শুনানির সময় লিখিত বক্তব্য পেশ করেন ৷ সেখানে তিনি লিখেছেন, ‘‘আবগারি নীতি মামলায় আমার নাম চারজন সাক্ষী উল্লেখ করেছেন । একজন মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করার জন্য চারজনের বক্তব্য কি যথেষ্ট ?’’ কেজরিওয়াল জানিয়েছেন, তিনি ইডি তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত। কিন্তু আপ দুর্নীতিগ্রস্ত, এমন একটি ছবি দেশের মানুষের সামনে তৈরি করা হয়েছে ।

কেজরির অভিযোগ, শরৎচন্দ্র রেড্ডি বিজেপিকে 55 কোটি টাকা অনুদান দিয়েছেন। তিনি বলেন, ‘‘আমার কাছে এর প্রমাণ আছে । গ্রেফতার হওয়ার পর তিনি তহবিল দান করেছিলেন বলে মানি ট্রেইল প্রতিষ্ঠিত হয়েছে ।" উল্লেখ্য, শরৎচন্দ্র রেড্ডি হলেন অরবিন্দ ফার্মা লিমিটেডের ডিরেক্টর এবং এই মামলার সহ অভিযুক্ত-অনুমোদনকারীদের একজন।

মামলার শুনানির জন্য তাকে আদালতের কক্ষে নিয়ে যাওয়ার সময় কেজরিওয়াল সাংবাদিকদের বলেন, "এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র ৷ জনগণ এর জবাব দেবে ।" এই সময় আপ মন্ত্রী অতীশি, গোপাল রাই এবং সৌরভ ভরদ্বাজ এবং মুখ্যমন্ত্রীর স্ত্রী সুনিতা কেজরিওয়াল আদালতের ভিতরেই ছিলেন।

আরও পড়ুন:

দিল্লি হাইকোর্টে স্বস্তি কেজরিওয়ালের, মুখ্যমন্ত্রী পদ থেকে সরানোর আর্জি খারিজ

কেজরির গ্রেফতারিতে হস্তক্ষেপ করল না দিল্লি হাইকোর্ট

বিশ্লেষণ: জেলবন্দি অবস্থায় অরবিন্দ কেজরিওয়াল কি পারেন সরকার চালাতে?

নয়াদিল্লি, 28 মার্চ: অরবিন্দ কেজরিওয়ালের হেফাজতের মেয়াদ আরও 7 দিন বাড়ানোর আবেদন জানিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ তারপরেই দিল্লির মুখ্যমন্ত্রীর ইডি হেফাজতের মেয়াদ আরও চারদিন বাড়াল দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট ৷

এর আগে গত 22 মার্চ, শুক্রবার রাউজ অ্যাভিনিউ আদালতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দাবি করে, দিল্লির আবগারি কেলেঙ্কারির মূলচক্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আদালতে কেজরিওয়ালের 10 দিনের হেফাজতের আবেদন জানিয়েছিল ৷ তবে দু'পক্ষের বক্তব্য শোনার পর দিল্লির মুখ্যমন্ত্রীকে 6 দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত ৷ আজ রাউজ অ্যাভিনিউ আদালতে কেজরিওয়ালের হেফাজতের মেয়াদ আরও 7 দিন বাড়ানোর আবেদন জানিয়েছিল ইডি৷

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বৃহস্পতিবার নিজেই আদালতে আবগারি নীতি মামলার শুনানির সময় লিখিত বক্তব্য পেশ করেন ৷ সেখানে তিনি লিখেছেন, ‘‘আবগারি নীতি মামলায় আমার নাম চারজন সাক্ষী উল্লেখ করেছেন । একজন মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করার জন্য চারজনের বক্তব্য কি যথেষ্ট ?’’ কেজরিওয়াল জানিয়েছেন, তিনি ইডি তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত। কিন্তু আপ দুর্নীতিগ্রস্ত, এমন একটি ছবি দেশের মানুষের সামনে তৈরি করা হয়েছে ।

কেজরির অভিযোগ, শরৎচন্দ্র রেড্ডি বিজেপিকে 55 কোটি টাকা অনুদান দিয়েছেন। তিনি বলেন, ‘‘আমার কাছে এর প্রমাণ আছে । গ্রেফতার হওয়ার পর তিনি তহবিল দান করেছিলেন বলে মানি ট্রেইল প্রতিষ্ঠিত হয়েছে ।" উল্লেখ্য, শরৎচন্দ্র রেড্ডি হলেন অরবিন্দ ফার্মা লিমিটেডের ডিরেক্টর এবং এই মামলার সহ অভিযুক্ত-অনুমোদনকারীদের একজন।

মামলার শুনানির জন্য তাকে আদালতের কক্ষে নিয়ে যাওয়ার সময় কেজরিওয়াল সাংবাদিকদের বলেন, "এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র ৷ জনগণ এর জবাব দেবে ।" এই সময় আপ মন্ত্রী অতীশি, গোপাল রাই এবং সৌরভ ভরদ্বাজ এবং মুখ্যমন্ত্রীর স্ত্রী সুনিতা কেজরিওয়াল আদালতের ভিতরেই ছিলেন।

আরও পড়ুন:

দিল্লি হাইকোর্টে স্বস্তি কেজরিওয়ালের, মুখ্যমন্ত্রী পদ থেকে সরানোর আর্জি খারিজ

কেজরির গ্রেফতারিতে হস্তক্ষেপ করল না দিল্লি হাইকোর্ট

বিশ্লেষণ: জেলবন্দি অবস্থায় অরবিন্দ কেজরিওয়াল কি পারেন সরকার চালাতে?

Last Updated : Mar 28, 2024, 4:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.