ইটানগর, 23 জুন: আরও একবার প্রকৃতির রোষে অরুণাচল প্রদেশ। মেঘ ভাঙা বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে অরুণাচলের বিভিন্ন জায়গায় ৷ রবিবার সকাল থেকে শুরু হয়েছে মেঘ ভাঙা বৃষ্টি। আর তার ফলে ইটানগর-সহ কয়েকটি জায়গায় ভূমিধস এবং বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে ৷ এমনটাই জানিয়েছেন রাজ্য প্রশাসনের আধিকারিকরা ৷
এমনিতেই অরুণাচল প্রদেশে গত কয়েক সপ্তাহ ধরে লাগাতার ভারী বৃষ্টি হচ্ছে ৷ তার জেরে স্বভাবতই প্রভাবিত হয়েছে জনজীবন। দিন দুয়েক আগে আবহাওয়া কিছুটা ভালো হয়। বৃষ্টির পরিমাণ কমায় রাজ্যের সামগ্রিক পরিস্থিতিরও কিছুটা উন্নতি হয়। কিন্তু সেই স্বস্তুি স্থায়ী হল না। সপ্তাহের শুরুতেই ফের মেঘ ভাঙা বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যে।
জানা গিয়েছে, রবিবার বৃষ্টির কোনও পূর্বাভাস দেয়নি আবহাওয়া দফতর ৷ আচমকাই সকাল সাড়ে 10টা থেকে শুরু হয় মেঘ ভাঙা বৃষ্টি। ইটানগর এবং তার আশেপাশের অঞ্চলগুলির বিভিন্ন অংশ থেকে ভূমিধসের খবরও পাওয়া গিয়েছে ৷ জাতীয় সড়কের বিভিন্ন অংশে বন্যার মতো পরিস্থিতি দেখা গিয়েছে বলে জানিয়েছেন রাজ্য প্রশাসনের দুর্যোগ মোকাবিলা বিভাগের এক আধিকারিক। তিনি বলেন, "জাতীয় সড়কে অনেক যানবাহন আটকে পড়েছিল ভারী বৃষ্টির জেরে ৷ রাজ্যের রাজধানীর বাসিন্দারা যাতায়াতের জন্য এই সড়কের উপরে নির্ভরশীল।"
প্রশাসন জনগণকে নদী ও ভূমিধস প্রবণ এলাকায় যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে ৷ ভারী বৃষ্টির কারণে লোকজনকে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে বলে আধিকারিকরা জানিয়েছেন। জেলা প্রশাসন ত্রাণ শিবির হিসেবে সাতটি মনোনীত স্থান বেছে নিয়েছে বলেও জানা গিয়েছে ৷