বেঙ্গালুরু, 27 জুন: প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে চার্জশিট পেশ করল সিআইডি ৷ প্রবীণ বিজেপি নেতা বিএস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে ৷ সেই মামলায় পকসো ধারাও যুক্ত হয়েছে ৷ এই মামলায় বৃহস্পতিবার কর্ণাটকের একটি পকসো আদালতে চার্জশিট পেশ করল সিআইডি ৷
এবছরের মার্চে সদাশিবনগর থানায় কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগে পকসো আইনে মামলা দায়ের করেন নির্যাতিতা নাবালিকার মা ৷ এরপর কর্ণাটকের ডিজিপি অলোক মোহন এই মামলার তদন্তভার সিআইডি-র কাছে স্থানান্তরিত করে ৷
নাবালিকার মা অভিযোগে জানান, 2 ফেব্রুয়ারি কোনও একটি মামলার বিচারের জন্য অভিযোগকারী তাঁর মেয়েকে নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়েছিলেন ৷ সেখানেই নাবালিকাকে যৌন হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ ৷
অশীতিপর ইয়েদুরাপ্পা এই অভিযোগ অস্বীকার করে বলেন, "কিছুদিন আগে এক মহিলা আমার কাছে এসেছিলেন ৷ তিনি কাঁদতে কাঁদতে জানান, বড় সমস্যায় পড়েছেন ৷ আমি তাঁর কাছ থেকে পুরো বিষয়টা জানতে চাই ৷ এমনকী, সাহায্যের প্রতিশ্রুতিও দিই ৷ আমি ব্যক্তিগত ভাবে পুলিশ কমিশনারকে ফোন করি মহিলাকে সাহায্যের উদ্দেশ্যে ৷ এরপর ওই মহিলা আমার বিরুদ্ধে কথা বলতে শুরু করেন ৷ পুরো ঘটনাটিই আমি পুলিশ কমিশনারকে জানিয়েছি ৷ এই ঘটনার নেপথ্যে কোনও রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে ৷"
এর মধ্যে তদন্ত চলাকালীন সিআইডি হাজিরা এড়িয়ে যান প্রবীণ বিজেপি নেতা ৷ এরপর 13 জুন তাঁর নামে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করে বেঙ্গালুরুর একটি আদালত ৷ পরে কর্ণাটক হাইকোর্টে স্বস্তি পান কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা ৷ 17 জুন তিন ঘণ্টা ধরে তাঁকে জেরা করে সিআইডি ৷ এদিকে এই মামলার তদন্ত চলাকালীন মৃত্যু হয় নির্যাতিতা নাবালিকার মায়ের ৷ তিনি ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন ৷