ETV Bharat / bharat

শ্রমিকদের ছদ্মবেশে লুকিয়ে থাকা 6 মাওবাদী গ্রেফতার, উদ্ধার একে 47-তাজা কার্তুজও

Maoist Arrest: গোপন সূত্রে খবর পেয়ে 6 জন মাওবাদীকে গ্রেফতার করল ছত্তিশগড় পুলিশ ৷ সঙ্গে উদ্ধার হয়েছে AK47 রাইফেল ও 90 রাউন্ড কার্তুজ ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 13, 2024, 10:57 PM IST

যশপুর, 13 মার্চ: স্বয়ংক্রিয় অস্ত্র-সহ 6 মাওবাদীকে গ্রেফতার করল ছত্তিশগড়ের যশপুর পুলিশ । যশপুর ও বলরামপুর পুলিশের যৌথ অভিযানে এই 6 মাওবাদী গ্রেফতার হয়েছে বলে খবর । ধৃতদের কাছ থেকে একটি AK47 রাইফেল, 1টি ম্যাগাজিন এবং 90 রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে তাদের আস্তানা থেকে মাওবাদীদের পোশাকও খুঁজে পেয়েছে পুলিশ ।

ঝাড়খণ্ড পুলিশের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুই জেলার পুলিশ এই অভিযান চালায় । তাতেই এই সাফল্য মেলে ৷ যশপুর পুলিশ জানিয়েছে, ধৃত মাওবাদীরা ঝাড়খণ্ড থেকে পালিয়েছিল । এখানে শ্রমিক সেজে বসবাস করছিল । এদের ধরতে গভীর তদন্ত অভিযান শুরু করে সুরগুজা পুলিশ ।যশপুর এবং বলরামপুর পুলিশ যখন শ্রমিকদের ছদ্মবেশে লুকিয়ে থাকা মাওবাদীদের গ্রেফতার করে। দেখা যায় তার মধ্যে কুখ্যাত মাওবাদী তুনেশ লাকড়াও রয়েছে । তুনেশ লাকড়া টুনেশ ওরাওঁ নামেও পরিচিত । ঝাড়খণ্ড পুলিশের হাত থেকে পালানোর জন্য সমস্ত মাওবাদীরা শ্রমিকদের ছদ্মবেশে যশপুরে বসবাস করছিল ৷ ঝাড়খণ্ড পুলিশের কাছে তথ্য পেয়েই এই অভিযান চালায় ছত্তিশগড় পুলিশ ।

সুরগুজা ডিভিশন পুলিশ ঝাড়খণ্ড পুলিশের কাছ থেকে তথ্য পায়, মাওবাদী সংগঠন ঝাড়খণ্ড জনমুক্তি পরিষদের প্রধান তুনেশ লাকড়া তার সহযোগীদের সঙ্গে যশপুরে লুকিয়ে আছে । ঝাড়খণ্ড পুলিশও জানিয়েছিল যে এই নকশালদের কাছে মারাত্মক অস্ত্র রয়েছে । এই অভিযানে আইজি অঙ্কিত গর্গ বলরামপুরের এসপি লাল উমেদ সিং এবং যশপুরের এসপি শশী মোহন সিংকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন । এই নকশালদের গ্রেফতার করতে কুঙ্কুরি এসডিওপি বিনোদ মান্ডবী এবং বলরামপুরের সাব ইন্সপেক্টর সুভাষ কুজুরের নেতৃত্বে একটি যৌথ পুলিশ দল গঠন করা হয় । এর পরে, তুনেশ লাকড়া-সহ 6 সেখানে থাকা মাওবাদী ধরা পড়ে । এখান থেকে মাওবাদী রাম লাকড়া (গাড়িয়া ঝাড়খণ্ড), রঞ্জিত মাহাতো (ছাত্রা ঝাড়খণ্ড), হারমান কুমার গুনাম (ঝাড়খণ্ড) এবং গুলাম শাহজাদকে (সুন্দরগড় ওড়িশা) গ্রেফতার করা হয় । তারা সবাই এখানে শ্রমিক হিসেবে লুকিয়ে ছিল ।

আরও পড়ুন :

  1. 40 বছর পর উড়ল তেরঙা, মোস্ট ওয়ান্টেড হিডমার গ্রামে ক্যাম্প গড়ল নিরাপত্তা বাহিনী
  2. ছত্তিশগড়ের হিদুর জঙ্গলে মাওবাদী - নিরাপত্তাবাহিনীর সংঘর্ষে শহিদ এক জওয়ান
  3. অপহরণের পর বিজেপি নেতাকে গুলি করে খুনের অভিযোগ মাওবাদীদের বিরুদ্ধে

যশপুর, 13 মার্চ: স্বয়ংক্রিয় অস্ত্র-সহ 6 মাওবাদীকে গ্রেফতার করল ছত্তিশগড়ের যশপুর পুলিশ । যশপুর ও বলরামপুর পুলিশের যৌথ অভিযানে এই 6 মাওবাদী গ্রেফতার হয়েছে বলে খবর । ধৃতদের কাছ থেকে একটি AK47 রাইফেল, 1টি ম্যাগাজিন এবং 90 রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে তাদের আস্তানা থেকে মাওবাদীদের পোশাকও খুঁজে পেয়েছে পুলিশ ।

ঝাড়খণ্ড পুলিশের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুই জেলার পুলিশ এই অভিযান চালায় । তাতেই এই সাফল্য মেলে ৷ যশপুর পুলিশ জানিয়েছে, ধৃত মাওবাদীরা ঝাড়খণ্ড থেকে পালিয়েছিল । এখানে শ্রমিক সেজে বসবাস করছিল । এদের ধরতে গভীর তদন্ত অভিযান শুরু করে সুরগুজা পুলিশ ।যশপুর এবং বলরামপুর পুলিশ যখন শ্রমিকদের ছদ্মবেশে লুকিয়ে থাকা মাওবাদীদের গ্রেফতার করে। দেখা যায় তার মধ্যে কুখ্যাত মাওবাদী তুনেশ লাকড়াও রয়েছে । তুনেশ লাকড়া টুনেশ ওরাওঁ নামেও পরিচিত । ঝাড়খণ্ড পুলিশের হাত থেকে পালানোর জন্য সমস্ত মাওবাদীরা শ্রমিকদের ছদ্মবেশে যশপুরে বসবাস করছিল ৷ ঝাড়খণ্ড পুলিশের কাছে তথ্য পেয়েই এই অভিযান চালায় ছত্তিশগড় পুলিশ ।

সুরগুজা ডিভিশন পুলিশ ঝাড়খণ্ড পুলিশের কাছ থেকে তথ্য পায়, মাওবাদী সংগঠন ঝাড়খণ্ড জনমুক্তি পরিষদের প্রধান তুনেশ লাকড়া তার সহযোগীদের সঙ্গে যশপুরে লুকিয়ে আছে । ঝাড়খণ্ড পুলিশও জানিয়েছিল যে এই নকশালদের কাছে মারাত্মক অস্ত্র রয়েছে । এই অভিযানে আইজি অঙ্কিত গর্গ বলরামপুরের এসপি লাল উমেদ সিং এবং যশপুরের এসপি শশী মোহন সিংকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন । এই নকশালদের গ্রেফতার করতে কুঙ্কুরি এসডিওপি বিনোদ মান্ডবী এবং বলরামপুরের সাব ইন্সপেক্টর সুভাষ কুজুরের নেতৃত্বে একটি যৌথ পুলিশ দল গঠন করা হয় । এর পরে, তুনেশ লাকড়া-সহ 6 সেখানে থাকা মাওবাদী ধরা পড়ে । এখান থেকে মাওবাদী রাম লাকড়া (গাড়িয়া ঝাড়খণ্ড), রঞ্জিত মাহাতো (ছাত্রা ঝাড়খণ্ড), হারমান কুমার গুনাম (ঝাড়খণ্ড) এবং গুলাম শাহজাদকে (সুন্দরগড় ওড়িশা) গ্রেফতার করা হয় । তারা সবাই এখানে শ্রমিক হিসেবে লুকিয়ে ছিল ।

আরও পড়ুন :

  1. 40 বছর পর উড়ল তেরঙা, মোস্ট ওয়ান্টেড হিডমার গ্রামে ক্যাম্প গড়ল নিরাপত্তা বাহিনী
  2. ছত্তিশগড়ের হিদুর জঙ্গলে মাওবাদী - নিরাপত্তাবাহিনীর সংঘর্ষে শহিদ এক জওয়ান
  3. অপহরণের পর বিজেপি নেতাকে গুলি করে খুনের অভিযোগ মাওবাদীদের বিরুদ্ধে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.