ETV Bharat / bharat

নিট-পিজি পরীক্ষার দিন ঘোষণা শীঘ্রই, জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী - CBI Arrest in NEET UG malpractices

NEET-UG Paper Leak 2024: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী নিট-পিজি পরীক্ষার দিন ঘোষণা করবেন বলে জানিয়েছেন ৷ নিট-ইউজি পরীক্ষার বেনিয়মের তদন্তে নেমে একের পর এক গ্রেফতার করছে সিবিআই ৷ এবার গুজরাতের গোধরা থেকে 4 জনকে হেফাজতে নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ অভিযুক্তরা পরীক্ষার্থীদের কাছ থেকে 10 লক্ষ টাকা করে নিয়েছিল বলে তদন্তে জানা গিয়েছে ৷

NEET-UG Paper Leak Case
নিট-ইউজি মেডিক্যাল পরীক্ষায় বেনিয়মের অভিযোগ (ইটিভি ভারত)
author img

By PTI

Published : Jun 29, 2024, 10:05 PM IST

Updated : Jun 29, 2024, 11:00 PM IST

গোধরা, 29 জুন: নিট-পিজি পরীক্ষার দিন ঘোষণা হবে শীঘ্রই ৷ শনিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, নিট-পিজি পরীক্ষার নতুন দিন ঘোষণা হতে পারে সোমবার বা মঙ্গলবার ৷ দেশজুড়ে নিট-নেট বিতর্কের আবহে 23 জুন এই পরীক্ষাটি স্থগিত হয়ে যায় ৷

প্রশ্ন ফাঁস মামলায় 4 জনকে হেফাজতে নিল সিবিআই ৷ শনিবার গুজরাতের একটি আদালত অভিযুক্ত 4 জনকে 2 জুলাই পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দেয় ৷ এবছরের 5 মে গুজরাতের গোধরার কাছে একটি স্কুলে মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষায় বেনিয়ম হয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ তাতে গত পুলিশ 5 জনকে গ্রেফতার করেছিল ৷

তাদের মধ্যে একজন স্কুলের শিক্ষক তুষার ভাট, জয় জলরাম স্কুলের প্রিন্সিপাল পুরুষোত্তম শর্মা, মিডলম্যান ভিভোর আনন্দ এবং আরিফ বোহরা ৷ এছাড়া পঞ্চম জন কনসালট্যান্ট পুরুষোত্তম রায় ৷ এরা সবাই এখন গোধরার একটি জেলে বন্দি ৷ প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে পুরুষোত্তম ছাড়া বাকি চারজনকে নিজেদের হেফাজতে চেয়েছিল সিবিআই ৷ শনিবার নিম্ন আদালতের বিচারক সিবিআই-এর সেই আবেদনে সম্মতি জানায় ৷

সিবিআই-এর আইনজীবী ধ্রুব মালিক এদিন আদালতে জানান, পুলিশ এই ঘটনার তদন্ত করছে ৷ তবে এই ঘটনায় সিবিআই তদন্তের প্রয়োজন রয়েছে ৷ প্রাথমিক তদন্তে সিবিআই জানতে পেরেছে, নিট-ইউজি মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষায় যাঁরা কারচুপির মাধ্যমে ভালো ফল করতে চান, তাঁদের সুকৌশলে গোধরার জয় জালারাম স্কুলটিকে পরীক্ষা কেন্দ্র হিসেবে বেছে নেওয়ার পরামর্শ দিয়েছিল অভিযুক্তরা ৷

তিনি বলেন, "গত বছর, নিট পরীক্ষা ওই স্কুলটিতেই হয়েছিল ৷ অভিযুক্ত বুঝতে পেরেছিল, পরীক্ষার পর উত্তরপত্রগুলি সারারাত ওই একই স্কুলে রাখা থাকবে ৷ এটা থেকে তারা বেনিয়মের একটা ছক কষে ফেলে ৷ এরপর তারা পরীক্ষার্থীদের জানায়, কীভাবে ভালো পরীক্ষা না দিলেও ফল ভালো হবে ৷ তাই তারা যেন ওই স্কুলটিকে পরীক্ষাকেন্দ্র হিসেবে বেছে নেয় ৷"

গুজরাত পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী অভিযুক্তরা পরীক্ষার্থীদের পরামর্শ দিয়েছিল, যে প্রশ্নের উত্তর তাদের জানা নেই, তা লিখতে হবে না ৷ পরে অভিযুক্তরা ওই উত্তপত্রগুলিতে ঠিক উত্তরটি লিখে দেয় ৷ শনিবার নিট-ইউজি বেনিয়মের ঘটনায় গুজরাতের 7টি জায়গায় তল্লাশি অভিযান চালায় সিবিআই ৷

গত সপ্তাহে সিবিআই 6 জন পরীক্ষার্থীদের বয়ান রেকর্ড করে ৷ ওই পরীক্ষার্থীদের বিরুদ্ধে অভিযোগ, পরীক্ষায় ভালো ফলের জন্য তারা এক অভিযুক্তকে টাকাও দিয়েছিল ৷ গত 8 মে গুজরাতের গোধরা পুলিশ এই নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস নিয়ে তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করে ৷ অভিযোগ, তারা নিট-ইউজি পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার প্রতিশ্রুতিতে 27 জন পরীক্ষার্থীর প্রত্যেকের কাছ থেকে 10 লক্ষ টাকা করে নিয়েছিল ৷

গোধরা, 29 জুন: নিট-পিজি পরীক্ষার দিন ঘোষণা হবে শীঘ্রই ৷ শনিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, নিট-পিজি পরীক্ষার নতুন দিন ঘোষণা হতে পারে সোমবার বা মঙ্গলবার ৷ দেশজুড়ে নিট-নেট বিতর্কের আবহে 23 জুন এই পরীক্ষাটি স্থগিত হয়ে যায় ৷

প্রশ্ন ফাঁস মামলায় 4 জনকে হেফাজতে নিল সিবিআই ৷ শনিবার গুজরাতের একটি আদালত অভিযুক্ত 4 জনকে 2 জুলাই পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দেয় ৷ এবছরের 5 মে গুজরাতের গোধরার কাছে একটি স্কুলে মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষায় বেনিয়ম হয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ তাতে গত পুলিশ 5 জনকে গ্রেফতার করেছিল ৷

তাদের মধ্যে একজন স্কুলের শিক্ষক তুষার ভাট, জয় জলরাম স্কুলের প্রিন্সিপাল পুরুষোত্তম শর্মা, মিডলম্যান ভিভোর আনন্দ এবং আরিফ বোহরা ৷ এছাড়া পঞ্চম জন কনসালট্যান্ট পুরুষোত্তম রায় ৷ এরা সবাই এখন গোধরার একটি জেলে বন্দি ৷ প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে পুরুষোত্তম ছাড়া বাকি চারজনকে নিজেদের হেফাজতে চেয়েছিল সিবিআই ৷ শনিবার নিম্ন আদালতের বিচারক সিবিআই-এর সেই আবেদনে সম্মতি জানায় ৷

সিবিআই-এর আইনজীবী ধ্রুব মালিক এদিন আদালতে জানান, পুলিশ এই ঘটনার তদন্ত করছে ৷ তবে এই ঘটনায় সিবিআই তদন্তের প্রয়োজন রয়েছে ৷ প্রাথমিক তদন্তে সিবিআই জানতে পেরেছে, নিট-ইউজি মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষায় যাঁরা কারচুপির মাধ্যমে ভালো ফল করতে চান, তাঁদের সুকৌশলে গোধরার জয় জালারাম স্কুলটিকে পরীক্ষা কেন্দ্র হিসেবে বেছে নেওয়ার পরামর্শ দিয়েছিল অভিযুক্তরা ৷

তিনি বলেন, "গত বছর, নিট পরীক্ষা ওই স্কুলটিতেই হয়েছিল ৷ অভিযুক্ত বুঝতে পেরেছিল, পরীক্ষার পর উত্তরপত্রগুলি সারারাত ওই একই স্কুলে রাখা থাকবে ৷ এটা থেকে তারা বেনিয়মের একটা ছক কষে ফেলে ৷ এরপর তারা পরীক্ষার্থীদের জানায়, কীভাবে ভালো পরীক্ষা না দিলেও ফল ভালো হবে ৷ তাই তারা যেন ওই স্কুলটিকে পরীক্ষাকেন্দ্র হিসেবে বেছে নেয় ৷"

গুজরাত পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী অভিযুক্তরা পরীক্ষার্থীদের পরামর্শ দিয়েছিল, যে প্রশ্নের উত্তর তাদের জানা নেই, তা লিখতে হবে না ৷ পরে অভিযুক্তরা ওই উত্তপত্রগুলিতে ঠিক উত্তরটি লিখে দেয় ৷ শনিবার নিট-ইউজি বেনিয়মের ঘটনায় গুজরাতের 7টি জায়গায় তল্লাশি অভিযান চালায় সিবিআই ৷

গত সপ্তাহে সিবিআই 6 জন পরীক্ষার্থীদের বয়ান রেকর্ড করে ৷ ওই পরীক্ষার্থীদের বিরুদ্ধে অভিযোগ, পরীক্ষায় ভালো ফলের জন্য তারা এক অভিযুক্তকে টাকাও দিয়েছিল ৷ গত 8 মে গুজরাতের গোধরা পুলিশ এই নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস নিয়ে তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করে ৷ অভিযোগ, তারা নিট-ইউজি পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার প্রতিশ্রুতিতে 27 জন পরীক্ষার্থীর প্রত্যেকের কাছ থেকে 10 লক্ষ টাকা করে নিয়েছিল ৷

Last Updated : Jun 29, 2024, 11:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.