ETV Bharat / bharat

দ্বিতীয়বার হরিয়ানার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ বিজেপির নায়াব সিং সাইনির - NAYAB SINGH SAINI TAKES OATH

নায়াব সিং সাইনির শপথে উপস্থিত মোদি-শাহ-রাজনাথ থেকে চন্দ্রবাবু-হিমন্ত-যোগী আদিত্যনাথরা

Nayab Singh Saini takes oath
দ্বিতীয়বার হরিয়ানার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ বিজেপির নায়াব সিং সাইনির (এএনআই)
author img

By ANI

Published : Oct 17, 2024, 2:40 PM IST

পঞ্চকুলা (হরিয়ানা), 17 অক্টোবর: দ্বিতীয়বার হরিয়ানার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজেপির নায়াব সিং সাইনি ৷ বৃহস্পতিবার হরিয়ানার পঞ্চকুলার দশেরা ময়দানে তাঁকে শপথবাক্য পাঠ করান ওই রাজ্যের রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয় ৷ সাইনির সঙ্গে তাঁর মন্ত্রীরাও এ দিন শপথ নিয়েছেন ৷

হরিয়ানায় পরপর তিনবার সরকার গঠন করল বিজেপি ৷ 2014 সালে তারা একক সংখ্যাগরিষ্ঠ হিসেবে ক্ষমতা দখল করেছিল ৷ 2019 সালে সংখ্যাগরিষ্ঠতা না পেলেও জেজেপি-র সঙ্গে জোট সরকার তৈরি করে তারা ৷ এবার ফের বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ দল হয়েছে ৷

90 আসনের হরিয়ানা বিধানসভায় বিজেপির সংখ্যা 48 ৷ তাদের মূল প্রতিপক্ষ কংগ্রেস জিতেছে 37টি আসনে ৷ গত জুনে লোকসভা ভোটে ধাক্কা খাওয়ার পর হরিয়ানার বিধানসভা নির্বাচন বিজেপির জন্য গুরুত্বপূর্ণ ছিল ৷ যদিও ভোটের ফল প্রকাশের আগে পর্যন্ত কংগ্রেসের উপরই বাজি ধরেছিলেন অনেকে ৷ তবে শেষ হাসি হেসেছেন গেরুয়া শিবিরের নেতারা ৷

সেই কারণে শুক্রবার পঞ্চকুলার দশেরা ময়দানে গেরুয়া শিবিরের চাঁদের হাট বসেছিল সাইনির শপথ উপলক্ষ্যে ৷ উপস্থিত ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এছাড়াও ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গড়কড়ি ৷

এছাড়াও এনডিএ-র শরিক দলের সদস্যরাও উপস্থিত ছিলেন ৷ কেন্দ্রের মন্ত্রী তথা জেডিইউ-এর সদস্য রাজীব রঞ্জন সিং ওরফে লালন সিং ও কেন্দ্রের মন্ত্রী লোকজন শক্তি পার্টি (রামবিলাস)-এর সদস্য চিরাগ পাসোয়ান, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু ও উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণ এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেও উপস্থিত ছিলেন শপথগ্রহণ অনুষ্ঠানে ৷ অসমের হিমন্ত বিশ্বশর্মা, গুজরাতের ভূপেন্দ্র প্যাটেল, উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ-সহ বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও উপস্থিত ছিলেন ৷

2014 সালে বিজেপি যখন ক্ষমতায় আসে, সেই সময় হরিয়ানার মুখ্যমন্ত্রী করা হয়েছিল মনোহর লাল খট্টরকে ৷ 2019 সালেও তিনিই মুখ্যমন্ত্রী হন৷ চলতি বছরের গোড়ায় খট্টর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন ৷ তার পর নায়াব সিং সাইনি হরিয়ানার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয় ৷

এবার সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর গতকাল, বুধবার বিজেপির পরিষদীয় দলের বৈঠক বসে ৷ সেই বৈঠকের পৌরহিত্য করেন অমিত শাহ ৷ সেখানে আরও একবার সাইনিকেই পরিষদীয় দলের নেতা হিসেবে বেছে নেওয়া হয় ৷ ফলে দ্বিতীয়বার হরিয়ানার মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ পেলেন তিনি ৷

পঞ্চকুলা (হরিয়ানা), 17 অক্টোবর: দ্বিতীয়বার হরিয়ানার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজেপির নায়াব সিং সাইনি ৷ বৃহস্পতিবার হরিয়ানার পঞ্চকুলার দশেরা ময়দানে তাঁকে শপথবাক্য পাঠ করান ওই রাজ্যের রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয় ৷ সাইনির সঙ্গে তাঁর মন্ত্রীরাও এ দিন শপথ নিয়েছেন ৷

হরিয়ানায় পরপর তিনবার সরকার গঠন করল বিজেপি ৷ 2014 সালে তারা একক সংখ্যাগরিষ্ঠ হিসেবে ক্ষমতা দখল করেছিল ৷ 2019 সালে সংখ্যাগরিষ্ঠতা না পেলেও জেজেপি-র সঙ্গে জোট সরকার তৈরি করে তারা ৷ এবার ফের বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ দল হয়েছে ৷

90 আসনের হরিয়ানা বিধানসভায় বিজেপির সংখ্যা 48 ৷ তাদের মূল প্রতিপক্ষ কংগ্রেস জিতেছে 37টি আসনে ৷ গত জুনে লোকসভা ভোটে ধাক্কা খাওয়ার পর হরিয়ানার বিধানসভা নির্বাচন বিজেপির জন্য গুরুত্বপূর্ণ ছিল ৷ যদিও ভোটের ফল প্রকাশের আগে পর্যন্ত কংগ্রেসের উপরই বাজি ধরেছিলেন অনেকে ৷ তবে শেষ হাসি হেসেছেন গেরুয়া শিবিরের নেতারা ৷

সেই কারণে শুক্রবার পঞ্চকুলার দশেরা ময়দানে গেরুয়া শিবিরের চাঁদের হাট বসেছিল সাইনির শপথ উপলক্ষ্যে ৷ উপস্থিত ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এছাড়াও ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গড়কড়ি ৷

এছাড়াও এনডিএ-র শরিক দলের সদস্যরাও উপস্থিত ছিলেন ৷ কেন্দ্রের মন্ত্রী তথা জেডিইউ-এর সদস্য রাজীব রঞ্জন সিং ওরফে লালন সিং ও কেন্দ্রের মন্ত্রী লোকজন শক্তি পার্টি (রামবিলাস)-এর সদস্য চিরাগ পাসোয়ান, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু ও উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণ এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেও উপস্থিত ছিলেন শপথগ্রহণ অনুষ্ঠানে ৷ অসমের হিমন্ত বিশ্বশর্মা, গুজরাতের ভূপেন্দ্র প্যাটেল, উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ-সহ বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও উপস্থিত ছিলেন ৷

2014 সালে বিজেপি যখন ক্ষমতায় আসে, সেই সময় হরিয়ানার মুখ্যমন্ত্রী করা হয়েছিল মনোহর লাল খট্টরকে ৷ 2019 সালেও তিনিই মুখ্যমন্ত্রী হন৷ চলতি বছরের গোড়ায় খট্টর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন ৷ তার পর নায়াব সিং সাইনি হরিয়ানার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয় ৷

এবার সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর গতকাল, বুধবার বিজেপির পরিষদীয় দলের বৈঠক বসে ৷ সেই বৈঠকের পৌরহিত্য করেন অমিত শাহ ৷ সেখানে আরও একবার সাইনিকেই পরিষদীয় দলের নেতা হিসেবে বেছে নেওয়া হয় ৷ ফলে দ্বিতীয়বার হরিয়ানার মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ পেলেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.