নয়াদিল্লি, জুন 2 (এএনআই): উত্তর-পূর্ব ভারতে ধরাশায়ী কংগ্রেস ৷ গেরুয়া ঝড়ে কার্যত উড়ে গেল হাত শিবির ৷ লোকসভা ভোটের ফলাফলের আগে উত্তর-পূর্ব ভারতের দুই রাজ্যে বিধানসভা ভোটের ফল প্রকাশিত হল রবিবার ৷ অরুণাচলের ফলে স্পষ্ট যে, সে রাজ্যে সরকার গঠন করছে এনডিএ জোট ৷ সেখানে 60 বিধানসভা আসনের মধ্যে একটি আসন পেয়েছে কংগ্রেস ৷ সিকিমেও তাদের ভরাডুবি হয়েছে ৷ সিকিমে বিজেপি আশাব্যঞ্জক ফল না-করলেও সরকার গড়তে চলেছে এনডিএ-র শরিক এসকেএম ৷
গণনার ট্রেন্ড অনুযায়ী, উত্তর-পূর্বের রাজ্য অরুণাচল প্রদেশের 60টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 10টিতে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে বিজেপি । মোট 46টি আসনে জয় পেয়েছে বিজেপি ৷ ন্যাশনাল পিপলস পার্টি পেয়েছে পাঁচটি আসন । একটি কংগ্রেস এবং অন্যান্যরা আটটি আসন পেয়েছে ৷ সুতরাং তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রীর কুর্সিতে ফিরছেন অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু ।
দল ফের রাজ্যে ক্ষমতায় আসছে, এই আভাস পেতেই মুখ্যমন্ত্রী পেমা খান্ডু রবিবার বিজেপি নেতাদের শুভেচ্ছা জানিয়েছেন ৷ মুখ্যমন্ত্রী পেমা খান্ডু এবং উপ-মুখ্যমন্ত্রী চৌনা মেন ইতিমধ্যেই তাঁদের নিজেদের আসনে জিতে গিয়েছেন । অরুণাচল বিধানসভায় ম্যাজিক ফিগার 31। ন্যাশনাল পিপলস পার্টি একটি আসনে জিতেছে এবং চারটি আসনে এগিয়ে রয়েছে । পিপলস পার্টি অফ অরুণাচল (পিপিএ) দুটি আসনে এগিয়ে রয়েছে । খোনসা আসনে নির্দল প্রার্থী ওয়াংলাম সাউইন জিতেছেন । ইটানগরে বিজেপি অফিসের বাইরে ইতিমধ্যেই দলীয় কর্মী-সমর্থকরা জড়ো হয়ে বিজয়োল্লাসে মেতেছেন ৷
এক্স-হ্য়ান্ডেলে একটি পোস্টে মুখ্যমন্ত্রী খান্ডু লিখেছেন, "53 চাংলাং উত্তর আসন থেকে জয়ী হওয়ার জন্য তেসাম পংটেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি । আপনার বিজয়, আপনার কঠোর পরিশ্রম এবং প্রতিশ্রুতির প্রমাণ । মানুষের সেবা করার জন্য কাজ করুন ।" অন্য একটি পোস্টে তিনি লিখেছেন, "57 বোরদুরিয়া-বোগাপানি আসন থেকে জয়ী হওয়ার জন্য ওয়াংলিন লোয়াংডংজিকে অভিনন্দন ।" অন্যান্য কেন্দ্র থেকে জয়ী হওয়া প্রার্থীদেরও অভিনন্দন জানিয়েছেন পেমা খান্ডু ৷
2019 বিধানসভা নির্বাচনে, বিজেপি অরুণাচল প্রদেশে 41টি আসন জিতেছিল ৷ জনতা দল (ইউনাইটেড) সাতটি, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) পাঁচটি, কংগ্রেস চারটি এবং অরুণাচলের পিপলস পার্টি (পিপিএ) একটি আসন পেয়েছিল । একজন কংগ্রেস বিধায়ক, প্রাক্তন মুখ্যমন্ত্রী নবম টুকি বাদে সকলেই বিজেপিতে যোগ দিয়েছিলেন ।
অন্যদিকে, সিকিমেও ক্ষমতায় ফিরতে চলেছে এনডিএ-র জোট শরিক সিকিম ক্রান্তিকারী মোর্চা (এসকেএম) ৷ 2019 সালের বিধানসভা নির্বাচনে এসকেএম 17টি আসন জিতেছিল, যেখানে এসডিএফ 15টি আসন পেয়েছিল । (এএনাই)