ETV Bharat / bharat

কৈলাস বিজয়বর্গীয়ের ঘনিষ্ঠ বিজেপি নেতাকে গুলি করে খুন - BJP leader shot dead

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 23, 2024, 1:40 PM IST

Updated : Jun 23, 2024, 1:56 PM IST

BJP leader shot dead: রবিবার ভোররাতে ইন্দোরের এমজি রোড এলাকায় গুলি করে খুন করা হল বিজেপির যুব নেতা মনু কল্যাণকে । তিনি কৈলাস বিজয়বর্গীয়ের ঘনিষ্ঠ ছিলেন বলে জানা গিয়েছে ৷ অভিযুক্তদের শনাক্ত করেছে পুলিশ ৷

ETV BHARAT
ইন্দোরে বিজেপির যুব নেতাকে গুলি করে খুন (নিজস্ব চিত্র)

ইন্দোর, 23 জুন: ইন্দোরে গুলি করে খুন করা হল বিজেপির এক যুব নেতাকে ৷ রবিবার ভোররাতে এই ঘটনা ঘটে ৷ মৃতের নাম মনু কল্যাণ ৷ জানা গিয়েছে, তিনি বিজেপির শীর্ষ নেতা কৈলাস বিজয়বির্গীয়ের ঘনিষ্ঠ ছিলেন ৷

পুলিশ জানিয়েছে, রাত তিনটের দিকে ইন্দোরের এমজি রোড এলাকায় ওই তরুণ বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি চালায় দুই যুবক ৷ তিনি রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন ৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী ও বিজেপি কর্মীরা । সঙ্গে সঙ্গে মনু কল্যাণকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ পুলিশ জানিয়েছে, খুনিদের চিহ্নিত করা হয়েছে এবং যত দ্রুত সম্ভব তাদের গ্রেফতার করা হবে ।

জানা গিয়েছে, রবিবার ভোররাতে চিমনবাগ এলাকায় বিজেপির মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন মনু কল্যাণ । সেই সময় পীযূষ ও অর্জুন নামে দুই যুবক সেখানে গিয়ে মিছিল নিয়ে কথা শুরু করে মনুর সঙ্গে । তখনই বাইকের পেছনে বসে থাকা অর্জুন তার পিস্তল বের করে মনুকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি চালিয়ে পালিয়ে যায় । অভিযুক্তরা মনুর বন্ধুদের দিকে গুলি ছুড়লেও তাঁরা কোনওক্রমে রক্ষা পান । পুরনো শত্রুতার জেরেই এই ঘটনা ঘটেছে বলে মনে করছে পুলিশ ।

কৈলাশ বিজয়বর্গীয়ের ছেলে প্রাক্তন বিধায়ক আকাশ বিজয়বর্গীয় রবিবার সকালে তাঁর সমর্থকদের নিয়ে মনুর বাড়িতে যান । মৃত নেতার পরিবারের প্রতি তাঁরা সমবেদনা জানান ৷ মনু বিজেপি যুব মোর্চার নগর সহ-সভাপতি পদে ছিলেন । বিধানসভা ও লোকসভা নির্বাচনে দলের হয়ে সক্রিয়ভাবে কাজ করেছেন তিনি ।

ইন্দোর, 23 জুন: ইন্দোরে গুলি করে খুন করা হল বিজেপির এক যুব নেতাকে ৷ রবিবার ভোররাতে এই ঘটনা ঘটে ৷ মৃতের নাম মনু কল্যাণ ৷ জানা গিয়েছে, তিনি বিজেপির শীর্ষ নেতা কৈলাস বিজয়বির্গীয়ের ঘনিষ্ঠ ছিলেন ৷

পুলিশ জানিয়েছে, রাত তিনটের দিকে ইন্দোরের এমজি রোড এলাকায় ওই তরুণ বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি চালায় দুই যুবক ৷ তিনি রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন ৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী ও বিজেপি কর্মীরা । সঙ্গে সঙ্গে মনু কল্যাণকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ পুলিশ জানিয়েছে, খুনিদের চিহ্নিত করা হয়েছে এবং যত দ্রুত সম্ভব তাদের গ্রেফতার করা হবে ।

জানা গিয়েছে, রবিবার ভোররাতে চিমনবাগ এলাকায় বিজেপির মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন মনু কল্যাণ । সেই সময় পীযূষ ও অর্জুন নামে দুই যুবক সেখানে গিয়ে মিছিল নিয়ে কথা শুরু করে মনুর সঙ্গে । তখনই বাইকের পেছনে বসে থাকা অর্জুন তার পিস্তল বের করে মনুকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি চালিয়ে পালিয়ে যায় । অভিযুক্তরা মনুর বন্ধুদের দিকে গুলি ছুড়লেও তাঁরা কোনওক্রমে রক্ষা পান । পুরনো শত্রুতার জেরেই এই ঘটনা ঘটেছে বলে মনে করছে পুলিশ ।

কৈলাশ বিজয়বর্গীয়ের ছেলে প্রাক্তন বিধায়ক আকাশ বিজয়বর্গীয় রবিবার সকালে তাঁর সমর্থকদের নিয়ে মনুর বাড়িতে যান । মৃত নেতার পরিবারের প্রতি তাঁরা সমবেদনা জানান ৷ মনু বিজেপি যুব মোর্চার নগর সহ-সভাপতি পদে ছিলেন । বিধানসভা ও লোকসভা নির্বাচনে দলের হয়ে সক্রিয়ভাবে কাজ করেছেন তিনি ।

Last Updated : Jun 23, 2024, 1:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.