পটনা, 22 জুন: 26 ও 28 জুন দু’টি ভাগে হওয়ার কথা ছিল বিহার টেটের দ্বিতীয় পর্বের পরীক্ষা ৷ কিন্তু, সেই পরীক্ষা এবার স্থগিত করে দিল বিহার স্কুল শিক্ষা বোর্ড ৷ নিয়োগ হওয়া শিক্ষকদের সরকারি কর্মচারী হওয়ার জন্য এই যোগ্যতা অর্জনের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক ৷ কিন্তু, আগামি 28 জুন বিহার পাবলিক সার্ভিস কমিশন সহকারী অধ্যাপক নিয়োগের পরীক্ষার দিন নির্ধারণ করেছে ৷ সেই কারণে 26 ও 28 জুনের দ্বিতীয় ধাপের পরীক্ষা আপাতত স্থগিত করা হয়েছে ৷ বিহার স্কুল শিক্ষা বোর্ডের তরফে জানানো হয়েছ, শীঘ্রই নতুন তারিখ ঘোষণা করা হবে ৷
প্রথম পর্বের পরীক্ষা ইতিমধ্যে হয়ে গিয়েছে ৷ তারপরেই শিক্ষক পদে নিয়োগ হয়েছে প্রায় 85 হাজার প্রার্থীর ৷ এবার তাঁদের সরকারি কর্মচারী হওয়ার জন্য পরীক্ষা দিতে হবে ৷ সেই দ্বিতীয় পর্বের পরীক্ষা দু’টি ভাগে 26 ও 28 জুন হওয়ার কথা ছিল ৷ বিভিন্ন কেন্দ্রে অনলাইনে সেই পরীক্ষা হবে ৷ কিন্তু, সম্প্রতি বিহার পাবলিক সার্ভিস কমিশন শূন্য 1339টি সহকারী অধ্যাপক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ৷ যেখানে বলা হয়েছে, আগামী 28 জুন এই সহকারী অধ্যাপক নিয়োগের পরীক্ষা হবে ৷ একই দিনে দু’টি সরকারি চাকরির পরীক্ষা আয়োজন করা সম্ভব নয় ৷ তাই বিহার স্কুল শিক্ষা বোর্ডের পরীক্ষা পিছিয়ে দেওয়া হচ্ছে ৷
তবে, নতুন তারিখ এখনও জানান হয়নি ৷ বিহার স্কুল শিক্ষা বোর্ডের তরফে বলা হয়েছে, নতুন তারিখ দ্রুত জানিয়ে দেওয়া হবে ৷ উল্লেখ্য, প্রাথমিকে প্রথম-পঞ্চম, মাধ্যমিক স্তরে ষষ্ঠ-অষ্টম ও উচ্চমাধ্যমিকে নবম-দ্বাদশ শ্রেণি পর্যন্ত নিয়োগ হওয়া নতুন শিক্ষকরা এই পরীক্ষা দেবেন ৷ মোট 150টি প্রশ্নের উত্তর দিতে হবে প্রার্থীদের ৷ বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে অনলাইনে কম্পিউটারে এই পরীক্ষা দিতে হবে ৷ এমনকি পরীক্ষার অ্যাডমিট কার্ড বা প্রবেশপত্র দ্রত অনলাইনে দিয়ে দেওয়া হবে ৷
উল্লেখ্য, সম্প্রতি ইউজিসি নেট বা ন্যাশনাল এলিজিবিট টেস্ট পরীক্ষা হওয়ার 48 ঘণ্টার মধ্যে তা বাতিল করা হয়েছে ৷ পরবর্তী সময়ে জানা যায়, ডার্ক-ওয়েবে সেই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় ৷ ডার্ক-ওয়েবের মাধ্যমে লক্ষ লক্ষ টাকায় প্রশ্নপত্র বিক্রি হয় ৷ যা প্রথমে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী অস্বীকার করেন ৷ পরবর্তী সময়ে শিক্ষামন্ত্রকের গাফিলতির কথা স্বীকার করে নেন ধর্মেন্দ্র প্রধান ৷ এমনকি জাতীয় মেডিক্যাল এন্ট্রাসের ক্ষেত্রেও দুর্নীতির অভিযোগ উঠে এসেছে ৷ ভবিষ্যতের চিকিৎসক তৈরি ও অধ্যাপক নিয়োগে দুর্নীতির ঘটনা সামনে আসতেই দেশ জুড়ে আন্দোলন শুরু করেছে বিরোধীরা ৷