ETV Bharat / bharat

উত্তরাখণ্ডের পড়ুয়াদের তালিম, ভরতনাট্যমের প্রসারে বাংলার মৌমিতা

তিন বছর বয়স থেকে তালিম নিয়েছেন ৷ এরপর 28 বছর ধরে দেশ-বিদেশে ভরতনাট্যমের প্রসার ঘটাতে কাজ করে চলেছেন বাংলার মেয়ে ৷

Bharatnatyam Dancer
বাঙালি ভরতনাট্যম শিল্পী মৌমিতা চট্টোপাধ্যায় (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : 20 hours ago

শ্রীনগর (উত্তরাখণ্ড), 13 নভেম্বর: দেশ-বিদেশে নিজের দক্ষতা প্রমাণের পর উত্তরাখণ্ডে নাচ শেখাচ্ছেন বাঙালি নৃত্যশিল্পী ৷ ভরতনাট্যম শিল্পী হিসেবে বিখ্যাত মৌমিতা চট্টোপাধ্যায় উত্তরাখণ্ডের বিভিন্ন জেলায় স্কুল ও কলেজে পাঠরত পড়ুয়াদের নাচ শেখাচ্ছেন ।

এর আগে দেশ-বিদেশের অনেক জায়গায় তিনি ভরতনাট্যম নিয়ে ক্লাস করেছেন ও নাচ শিখিয়েছেন ৷ এরপর ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক আয়োজিত উত্তরাখণ্ডের এই অনুষ্ঠানে অংশ নিতে মৌমিতা চট্টোপাধ্যায়ও পৌঁছে গিয়েছিলেন পাউরি গাড়ওয়ালের শ্রীনগরে। সেখানে তিনি গাড়ওয়াল সেন্ট্রাল ইউনিভার্সিটির ছাত্রদের সামনে নিজের দক্ষতা প্রদর্শন করেন ৷

কলকাতার বাসিন্দা মৌমিতা চট্টোপাধ্যায় তিন বছর বয়স থেকেই ভরতনাট্যমে পারদর্শী ৷ গত 28 বছর ধরে দেশের বিভিন্ন প্রান্তে ভরতনাট্যম নৃত্যশৈলীকে সাধারণ মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করছেন। পদ্মশ্রী গীতা চন্দ্রনের কাছ থেকে ভরতনাট্যমের দীক্ষা নেন। তিনি দূরদর্শনের শিল্পীও ।

ভারত ও বিদেশের বড় বড় সাংস্কৃতিক অনুষ্ঠানে নিজের দক্ষতা প্রদর্শন শিল্প ছড়িয়ে দিয়েছেন । সিঙ্গাপুর, ইংল্যান্ড, জার্মানি, আমেরিকা, সুইজারল্যান্ড, তুর্কি এবং অস্ট্রেলিয়া প্রভৃতি দেশেও অনুষ্ঠান করেছেন তিনি ৷ বর্তমানে কলকাতা এবং অস্ট্রেলিয়ায় দুটি ভরতনাট্যম ইনস্টিটিউট সফলভাবে পরিচালনা করছেন মৌমিতা। এই প্রতিষ্ঠানগুলিতে তিনি ভারতীয় এবং বিদেশি নৃত্যপ্রেমীদের ভরতনাট্যম শেখান ।

ইটিভি ভারতকে মৌমিতা চট্টোপাধ্যায় জানান, 3 বছর বয়সে ভরতনাট্যম শিখতে শুরু করেছিলেন । 28 বছর হয়ে গিয়েছে অভিনয় ও শিক্ষকতা করছেন । উত্তরাখণ্ডের শিশুদের সঙ্গে দেখা করে তাদের ভরতনাট্যম শিখতে আগ্রহী করে তুলছেন ৷ তার জন্য সরকারকে বিষয়টিতে নজর দেওয়ার জন্য বলেছেন ৷ তাঁর দাবি, ভরতনাট্যমের মাধ্যমে শিশুরা ভারতীয় সংস্কৃতি সম্পর্কে জানতে পারবে ।

শ্রীনগর (উত্তরাখণ্ড), 13 নভেম্বর: দেশ-বিদেশে নিজের দক্ষতা প্রমাণের পর উত্তরাখণ্ডে নাচ শেখাচ্ছেন বাঙালি নৃত্যশিল্পী ৷ ভরতনাট্যম শিল্পী হিসেবে বিখ্যাত মৌমিতা চট্টোপাধ্যায় উত্তরাখণ্ডের বিভিন্ন জেলায় স্কুল ও কলেজে পাঠরত পড়ুয়াদের নাচ শেখাচ্ছেন ।

এর আগে দেশ-বিদেশের অনেক জায়গায় তিনি ভরতনাট্যম নিয়ে ক্লাস করেছেন ও নাচ শিখিয়েছেন ৷ এরপর ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক আয়োজিত উত্তরাখণ্ডের এই অনুষ্ঠানে অংশ নিতে মৌমিতা চট্টোপাধ্যায়ও পৌঁছে গিয়েছিলেন পাউরি গাড়ওয়ালের শ্রীনগরে। সেখানে তিনি গাড়ওয়াল সেন্ট্রাল ইউনিভার্সিটির ছাত্রদের সামনে নিজের দক্ষতা প্রদর্শন করেন ৷

কলকাতার বাসিন্দা মৌমিতা চট্টোপাধ্যায় তিন বছর বয়স থেকেই ভরতনাট্যমে পারদর্শী ৷ গত 28 বছর ধরে দেশের বিভিন্ন প্রান্তে ভরতনাট্যম নৃত্যশৈলীকে সাধারণ মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করছেন। পদ্মশ্রী গীতা চন্দ্রনের কাছ থেকে ভরতনাট্যমের দীক্ষা নেন। তিনি দূরদর্শনের শিল্পীও ।

ভারত ও বিদেশের বড় বড় সাংস্কৃতিক অনুষ্ঠানে নিজের দক্ষতা প্রদর্শন শিল্প ছড়িয়ে দিয়েছেন । সিঙ্গাপুর, ইংল্যান্ড, জার্মানি, আমেরিকা, সুইজারল্যান্ড, তুর্কি এবং অস্ট্রেলিয়া প্রভৃতি দেশেও অনুষ্ঠান করেছেন তিনি ৷ বর্তমানে কলকাতা এবং অস্ট্রেলিয়ায় দুটি ভরতনাট্যম ইনস্টিটিউট সফলভাবে পরিচালনা করছেন মৌমিতা। এই প্রতিষ্ঠানগুলিতে তিনি ভারতীয় এবং বিদেশি নৃত্যপ্রেমীদের ভরতনাট্যম শেখান ।

ইটিভি ভারতকে মৌমিতা চট্টোপাধ্যায় জানান, 3 বছর বয়সে ভরতনাট্যম শিখতে শুরু করেছিলেন । 28 বছর হয়ে গিয়েছে অভিনয় ও শিক্ষকতা করছেন । উত্তরাখণ্ডের শিশুদের সঙ্গে দেখা করে তাদের ভরতনাট্যম শিখতে আগ্রহী করে তুলছেন ৷ তার জন্য সরকারকে বিষয়টিতে নজর দেওয়ার জন্য বলেছেন ৷ তাঁর দাবি, ভরতনাট্যমের মাধ্যমে শিশুরা ভারতীয় সংস্কৃতি সম্পর্কে জানতে পারবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.