ETV Bharat / bharat

যেন সাক্ষাৎ স্বর্গ ! তুষারে ঢাকা চামোলিতে পর্যটকদের বরফকেলি; দেখুন ভিডিয়ো

Uttarakhand Snowfall: ফেব্রুয়ারির শেষ ৷ তাতে কী! সাদা বরফের চাদরে ফের ঢাকল উত্তরাখণ্ড ৷ চামোলি জেলায় অবস্থিত আউলি হোক বা পিথোরাগড়ের পাহাড়, তুষারপাতের পরে তাদের দৃশ্যগুলি দেখার মতো। পর্যটকদের মুখে ফুটল হাসি। এই দৃশ্য বন্দি করতে হিড়িক পড়ছে উচ্ছ্বসিত পর্যটকদের ৷

তুষারাবৃত চামোলি যেন রূপোর মতো চকচক করছে
Uttarakhand Snowfall
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 29, 2024, 12:41 PM IST

তুষারাবৃত চামোলি যেন রূপোর মতো চকচক করছে

চামোলি, 29 ফেব্রুয়ারি: টানা তুষারপাতের জেরে শ্বেতশুভ্র চারপাশ। উত্তরাখণ্ডের আউলিতে যেদিকে দু'চোখ যায়, শুধুই বরফ। তুষারপাতের জেরে আনন্দে মেতেছেন সেখানকার পর্যটকরা। চলছে বরফ নিয়ে চুটিয়ে খেলা। বরফ নিয়ে খেলার পাশাপাশি চলছে নাচ-গানও।

বিখ্যাত স্নো-স্পোর্টস ডেস্টিনেশন আউলি ৷ যা রয়েছে উত্তরাখণ্ডে ৷ এছাড়াও পাহাড়ি রাজ্যেরল একাধিক জায়গায় বরফ পড়ে এক অপরূপ রূপ নিয়েছে ৷ বছরের এই সময়টা প্রতিবারই প্রকৃতির অপরূপ সাজে সেজে ওঠে উত্তরাখণ্ডের আউলি। তবে এবার প্রকৃতির খামখেয়ালিপনায় সেই রূপ সময়ের বেশকিছুদিন পরে বরফ পড়া শুরু হয় ৷ তখন আউলি থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন পর্যটকরাও। তবে এখন অন্যছবি ৷ সাদা চাদরে ঢাকা স্বর্গের মতো আউলিতে ফিরেছেন পর্যটকরাও ৷

বিদেশ থেকেও ছুটে এসেছেন পর্যটকরা। বেশকিছুদিন আগে অর্থাৎ জানুয়ারি মাঝামাঝি পার হয়ে গেলেও, দেখা মিলছিল না তুষারপাতের। শীতের মরশুমে আদৌ তুষারপাত হবে কি না, তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছিল উত্তরাখণ্ডের আবহাওয়াবিদদের মধ্যেও। এরপরই ফেব্রুয়ারিতে পর্যটকদের আশাহত করল না প্রকৃতি। সোশাল মিডিয়ায় ভিডিয়ো ভাইরাল হতেই শেষবেলায় আউলির প্রতি পর্যটকদের আগ্রহ ফের বাড়তে শুরু করেছে।

বরফে ঢাকা আউলির পাশাপাশি বিখ্যাত ধর্মীয় ও আধ্যাত্মিক স্থান রূপকুণ্ডও বরফে ঢাকা। রূপকুণ্ডের অপরূপ দৃশ্য মুগ্ধ করেছে পর্যটকদের। বরফের সাদা চাদরে ঢাকা আউলিতে সূর্যের আলো পড়ায় রূপোর জ্বলজ্বল করছে চারিদিক ৷ পর্যটকদের এখন প্রিয় ডেস্টিনেশন হয়ে উঠেছে রাজ্যের একাধিক জায়গা ৷ সাদা চাদরে ঢাকা থেকে বাদ পড়েনি পিথোরাগড়ও ৷ উত্তরাখণ্ডের সীমান্তবর্তী জেলা পিথোরাগড়ে একটানা তুষারপাত হয়ে চলেছে। গত দুই দিন ধরে হিমালয়ের উঁচু এলাকাতেও একটানা তুষারপাত হচ্ছে। আর তার ওপর সূর্যের আলো এসে পড়লে তা ঝলমল করছে ৷

আরও পড়ুন:

  1. খরচ মাত্র 1500 টাকা! কালিম্পংয়ের অচেনা এই গ্রামে ঢুঁ মেরে মন করুন হ্যাপি হ্যাপি
  2. নাগাড়ে তুষারপাত, বরফের চাদর জড়িয়েই ভূস্বর্গের ওম গায়ে মাখছেন পর্যটকরা
  3. তুষারপাতে শ্বেতশুভ্র! মোহময়ী কেদারনাথ ধাম, দেখুন ভিডিয়ো...

তুষারাবৃত চামোলি যেন রূপোর মতো চকচক করছে

চামোলি, 29 ফেব্রুয়ারি: টানা তুষারপাতের জেরে শ্বেতশুভ্র চারপাশ। উত্তরাখণ্ডের আউলিতে যেদিকে দু'চোখ যায়, শুধুই বরফ। তুষারপাতের জেরে আনন্দে মেতেছেন সেখানকার পর্যটকরা। চলছে বরফ নিয়ে চুটিয়ে খেলা। বরফ নিয়ে খেলার পাশাপাশি চলছে নাচ-গানও।

বিখ্যাত স্নো-স্পোর্টস ডেস্টিনেশন আউলি ৷ যা রয়েছে উত্তরাখণ্ডে ৷ এছাড়াও পাহাড়ি রাজ্যেরল একাধিক জায়গায় বরফ পড়ে এক অপরূপ রূপ নিয়েছে ৷ বছরের এই সময়টা প্রতিবারই প্রকৃতির অপরূপ সাজে সেজে ওঠে উত্তরাখণ্ডের আউলি। তবে এবার প্রকৃতির খামখেয়ালিপনায় সেই রূপ সময়ের বেশকিছুদিন পরে বরফ পড়া শুরু হয় ৷ তখন আউলি থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন পর্যটকরাও। তবে এখন অন্যছবি ৷ সাদা চাদরে ঢাকা স্বর্গের মতো আউলিতে ফিরেছেন পর্যটকরাও ৷

বিদেশ থেকেও ছুটে এসেছেন পর্যটকরা। বেশকিছুদিন আগে অর্থাৎ জানুয়ারি মাঝামাঝি পার হয়ে গেলেও, দেখা মিলছিল না তুষারপাতের। শীতের মরশুমে আদৌ তুষারপাত হবে কি না, তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছিল উত্তরাখণ্ডের আবহাওয়াবিদদের মধ্যেও। এরপরই ফেব্রুয়ারিতে পর্যটকদের আশাহত করল না প্রকৃতি। সোশাল মিডিয়ায় ভিডিয়ো ভাইরাল হতেই শেষবেলায় আউলির প্রতি পর্যটকদের আগ্রহ ফের বাড়তে শুরু করেছে।

বরফে ঢাকা আউলির পাশাপাশি বিখ্যাত ধর্মীয় ও আধ্যাত্মিক স্থান রূপকুণ্ডও বরফে ঢাকা। রূপকুণ্ডের অপরূপ দৃশ্য মুগ্ধ করেছে পর্যটকদের। বরফের সাদা চাদরে ঢাকা আউলিতে সূর্যের আলো পড়ায় রূপোর জ্বলজ্বল করছে চারিদিক ৷ পর্যটকদের এখন প্রিয় ডেস্টিনেশন হয়ে উঠেছে রাজ্যের একাধিক জায়গা ৷ সাদা চাদরে ঢাকা থেকে বাদ পড়েনি পিথোরাগড়ও ৷ উত্তরাখণ্ডের সীমান্তবর্তী জেলা পিথোরাগড়ে একটানা তুষারপাত হয়ে চলেছে। গত দুই দিন ধরে হিমালয়ের উঁচু এলাকাতেও একটানা তুষারপাত হচ্ছে। আর তার ওপর সূর্যের আলো এসে পড়লে তা ঝলমল করছে ৷

আরও পড়ুন:

  1. খরচ মাত্র 1500 টাকা! কালিম্পংয়ের অচেনা এই গ্রামে ঢুঁ মেরে মন করুন হ্যাপি হ্যাপি
  2. নাগাড়ে তুষারপাত, বরফের চাদর জড়িয়েই ভূস্বর্গের ওম গায়ে মাখছেন পর্যটকরা
  3. তুষারপাতে শ্বেতশুভ্র! মোহময়ী কেদারনাথ ধাম, দেখুন ভিডিয়ো...
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.