চামোলি, 29 ফেব্রুয়ারি: টানা তুষারপাতের জেরে শ্বেতশুভ্র চারপাশ। উত্তরাখণ্ডের আউলিতে যেদিকে দু'চোখ যায়, শুধুই বরফ। তুষারপাতের জেরে আনন্দে মেতেছেন সেখানকার পর্যটকরা। চলছে বরফ নিয়ে চুটিয়ে খেলা। বরফ নিয়ে খেলার পাশাপাশি চলছে নাচ-গানও।
বিখ্যাত স্নো-স্পোর্টস ডেস্টিনেশন আউলি ৷ যা রয়েছে উত্তরাখণ্ডে ৷ এছাড়াও পাহাড়ি রাজ্যেরল একাধিক জায়গায় বরফ পড়ে এক অপরূপ রূপ নিয়েছে ৷ বছরের এই সময়টা প্রতিবারই প্রকৃতির অপরূপ সাজে সেজে ওঠে উত্তরাখণ্ডের আউলি। তবে এবার প্রকৃতির খামখেয়ালিপনায় সেই রূপ সময়ের বেশকিছুদিন পরে বরফ পড়া শুরু হয় ৷ তখন আউলি থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন পর্যটকরাও। তবে এখন অন্যছবি ৷ সাদা চাদরে ঢাকা স্বর্গের মতো আউলিতে ফিরেছেন পর্যটকরাও ৷
বিদেশ থেকেও ছুটে এসেছেন পর্যটকরা। বেশকিছুদিন আগে অর্থাৎ জানুয়ারি মাঝামাঝি পার হয়ে গেলেও, দেখা মিলছিল না তুষারপাতের। শীতের মরশুমে আদৌ তুষারপাত হবে কি না, তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছিল উত্তরাখণ্ডের আবহাওয়াবিদদের মধ্যেও। এরপরই ফেব্রুয়ারিতে পর্যটকদের আশাহত করল না প্রকৃতি। সোশাল মিডিয়ায় ভিডিয়ো ভাইরাল হতেই শেষবেলায় আউলির প্রতি পর্যটকদের আগ্রহ ফের বাড়তে শুরু করেছে।
বরফে ঢাকা আউলির পাশাপাশি বিখ্যাত ধর্মীয় ও আধ্যাত্মিক স্থান রূপকুণ্ডও বরফে ঢাকা। রূপকুণ্ডের অপরূপ দৃশ্য মুগ্ধ করেছে পর্যটকদের। বরফের সাদা চাদরে ঢাকা আউলিতে সূর্যের আলো পড়ায় রূপোর জ্বলজ্বল করছে চারিদিক ৷ পর্যটকদের এখন প্রিয় ডেস্টিনেশন হয়ে উঠেছে রাজ্যের একাধিক জায়গা ৷ সাদা চাদরে ঢাকা থেকে বাদ পড়েনি পিথোরাগড়ও ৷ উত্তরাখণ্ডের সীমান্তবর্তী জেলা পিথোরাগড়ে একটানা তুষারপাত হয়ে চলেছে। গত দুই দিন ধরে হিমালয়ের উঁচু এলাকাতেও একটানা তুষারপাত হচ্ছে। আর তার ওপর সূর্যের আলো এসে পড়লে তা ঝলমল করছে ৷
আরও পড়ুন: