ETV Bharat / bharat

কাশ্মীরের গান্দরবলে জঙ্গি হামলা, মৃত এক চিকিৎসক-সহ 7

জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ এই ঘটনার তীব্র নিন্দা করে দুঃখ প্রকাশ করেছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : 3 hours ago

GANDERBAL TERRORIST ATTACK
কাশ্মীরের গান্দরবলে জঙ্গি হামলা (ইটিভি ভারত)

শ্রীনগর, 21 অক্টোবর: ফের রক্তাক্ত উপত্যকা ! জম্মু-কাশ্মীরের গান্দরবল জেলায় জঙ্গি হামলায় নিহত 7 জন ৷ মৃতদের মধ্যে একজন চিকিৎসকও রয়েছেন বলে জানা গিয়েছে ৷ এই হামলায় আহত হয়েছেন 10 জনেরও বেশি ৷ রবিবার স্থানীয় একটি নির্মীয়মাণ টানেলের কাছে হামলা চালায় জঙ্গিরা ৷ জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে ৷ ঘটনার তীব্র নিন্দা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা-সহ অনেকে ৷

গান্দরবল জেলার গগনগীর এলাকায় শ্রীনগর-লে জাতীয় সড়কের উপর একটি টানেল তৈরির করা হচ্ছে কেন্দ্রের তরফে ৷ জানা গিয়েছে, রবিবার এই টানেলের কাজ সেরে নিজেদের ক্যাম্পে ফিরছিলেন শ্রমিকরা ৷ সেই সময় তাঁদের উপর অতর্কিত হামলা চালায় জঙ্গিরা ৷ কোনও কিছুু বোঝার আগেই এলোপাথারি গুলি চালাতে শুরু করে তারা ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই পরিযায়ী শ্রমিকের ৷ বাকি 4 শ্রমিক ও চিকিৎসককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মৃত্যু হয় তাঁদের ৷

জানা গিয়েছে, মৃত শ্রমিকরা হলেন ফাইম নাজির, কালিম, মহম্মদ হানিফ, শশী আবরোল, অনিল শুক্লা এবং গুরমিত সিং ৷ এদের মধ্যে প্রথম 3 জন বিহারের বাসিন্দা, শশী জম্মুর বাসিন্দা, অনিল মধ্যপ্রদেশের বাসিন্দা এবং গুরমিত পঞ্জাবের বাসিন্দা ৷ জানা গিয়েছে, মৃত চিকিৎসক হলেন ডাঃ শাহনওয়াজ ৷ তিনি জম্মু-কাশ্মীরের বুদগামের বাসিন্দা ৷ ক্যাম্পে শ্রমিক ও আধিকারিকদের চিকিৎসার দায়িত্বে নিযুক্ত ছিলেন তিনি ৷

উল্লেখ্য, জম্মু-কাশ্মীমের নির্বাচনের পর এই নিয়ে দ্বিতীয়বার পরিযায়ী শ্রমিকদের উপর হামলা চালাল জঙ্গিরা ৷ এর আগে চলতি বছরের 16 অক্টোবরই সোপিয়ানের জঙ্গি হামলায় বিহারের এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে ৷ ইতিমধ্যেই ঘটনাটিকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে ৷ হামলার তীব্র নিন্দা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নিতিন গড়কড়ি, লেফট্যানেন্ট গভর্নর মনোজ সিনহা এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ৷

এক দশক পর নয়া মুখ্যমন্ত্রী পেয়েছে জম্মু-কাশ্মীর ৷ কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রীর পদে শপথ নিয়েছেন ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা ৷ এদিনের এই হামলার তীব্র নিন্দা করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন তিনি ৷

সাধারণ নাগরিকের উপর এই হামলাকে 'কাপুরুষতার' নিদর্শন বলে অভিহিত করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ এক্স হ্যান্ডেলে লেখা পোস্টে তিনি বলেন, "এই ঘৃণ্য হামলার সঙ্গে জড়িতদের কোনও ভাবেই রেহাই দেওয়া হবে না ৷ দেশের নিরাপত্তা বাহিনী এই হামলার মোক্ষম জবাব দেবে ৷ নিহতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা ৷ আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি ৷"

ঘটনার তীব্র নিন্দা করে দোষীদের কাউকে রেয়াত করা হবে না বলে সাফ জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ি ও জম্মু-কাশ্মীরের লেফট্যানেন্ট গভর্নর মনোজ সিনহা ৷

আরও পড়ুন:

ভোটের মাঝে এনকাউন্টার, কুলগামে গুলিযুদ্ধে খতম 2 জঙ্গি; আহত 4 নিরাপত্তারক্ষী

উপত্যকায় সেনা-জঙ্গি গুলির লড়াই ! খতম 2 জঙ্গি

শ্রীনগর, 21 অক্টোবর: ফের রক্তাক্ত উপত্যকা ! জম্মু-কাশ্মীরের গান্দরবল জেলায় জঙ্গি হামলায় নিহত 7 জন ৷ মৃতদের মধ্যে একজন চিকিৎসকও রয়েছেন বলে জানা গিয়েছে ৷ এই হামলায় আহত হয়েছেন 10 জনেরও বেশি ৷ রবিবার স্থানীয় একটি নির্মীয়মাণ টানেলের কাছে হামলা চালায় জঙ্গিরা ৷ জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে ৷ ঘটনার তীব্র নিন্দা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা-সহ অনেকে ৷

গান্দরবল জেলার গগনগীর এলাকায় শ্রীনগর-লে জাতীয় সড়কের উপর একটি টানেল তৈরির করা হচ্ছে কেন্দ্রের তরফে ৷ জানা গিয়েছে, রবিবার এই টানেলের কাজ সেরে নিজেদের ক্যাম্পে ফিরছিলেন শ্রমিকরা ৷ সেই সময় তাঁদের উপর অতর্কিত হামলা চালায় জঙ্গিরা ৷ কোনও কিছুু বোঝার আগেই এলোপাথারি গুলি চালাতে শুরু করে তারা ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই পরিযায়ী শ্রমিকের ৷ বাকি 4 শ্রমিক ও চিকিৎসককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মৃত্যু হয় তাঁদের ৷

জানা গিয়েছে, মৃত শ্রমিকরা হলেন ফাইম নাজির, কালিম, মহম্মদ হানিফ, শশী আবরোল, অনিল শুক্লা এবং গুরমিত সিং ৷ এদের মধ্যে প্রথম 3 জন বিহারের বাসিন্দা, শশী জম্মুর বাসিন্দা, অনিল মধ্যপ্রদেশের বাসিন্দা এবং গুরমিত পঞ্জাবের বাসিন্দা ৷ জানা গিয়েছে, মৃত চিকিৎসক হলেন ডাঃ শাহনওয়াজ ৷ তিনি জম্মু-কাশ্মীরের বুদগামের বাসিন্দা ৷ ক্যাম্পে শ্রমিক ও আধিকারিকদের চিকিৎসার দায়িত্বে নিযুক্ত ছিলেন তিনি ৷

উল্লেখ্য, জম্মু-কাশ্মীমের নির্বাচনের পর এই নিয়ে দ্বিতীয়বার পরিযায়ী শ্রমিকদের উপর হামলা চালাল জঙ্গিরা ৷ এর আগে চলতি বছরের 16 অক্টোবরই সোপিয়ানের জঙ্গি হামলায় বিহারের এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে ৷ ইতিমধ্যেই ঘটনাটিকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে ৷ হামলার তীব্র নিন্দা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নিতিন গড়কড়ি, লেফট্যানেন্ট গভর্নর মনোজ সিনহা এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ৷

এক দশক পর নয়া মুখ্যমন্ত্রী পেয়েছে জম্মু-কাশ্মীর ৷ কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রীর পদে শপথ নিয়েছেন ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা ৷ এদিনের এই হামলার তীব্র নিন্দা করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন তিনি ৷

সাধারণ নাগরিকের উপর এই হামলাকে 'কাপুরুষতার' নিদর্শন বলে অভিহিত করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ এক্স হ্যান্ডেলে লেখা পোস্টে তিনি বলেন, "এই ঘৃণ্য হামলার সঙ্গে জড়িতদের কোনও ভাবেই রেহাই দেওয়া হবে না ৷ দেশের নিরাপত্তা বাহিনী এই হামলার মোক্ষম জবাব দেবে ৷ নিহতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা ৷ আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি ৷"

ঘটনার তীব্র নিন্দা করে দোষীদের কাউকে রেয়াত করা হবে না বলে সাফ জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ি ও জম্মু-কাশ্মীরের লেফট্যানেন্ট গভর্নর মনোজ সিনহা ৷

আরও পড়ুন:

ভোটের মাঝে এনকাউন্টার, কুলগামে গুলিযুদ্ধে খতম 2 জঙ্গি; আহত 4 নিরাপত্তারক্ষী

উপত্যকায় সেনা-জঙ্গি গুলির লড়াই ! খতম 2 জঙ্গি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.