ETV Bharat / bharat

অন্ধ্রে সরকার গঠনের পথে চন্দ্রবাবু-বিজেপি জোট - Andhra Assembly Election Results 2024 - ANDHRA ASSEMBLY ELECTION RESULTS 2024

Andhra Assembly Election Results 2024: অন্ধ্রপ্রদেশ বিধানসভা ভোটে জয়ের পথে টিডিপি-বিজেপি জোট ৷ প্রায় 150-র বেশি আসনে এগিয়ে এনডিএ জোট ৷

Chandrababu Naidu, Narendra Modi
চন্দ্রবাবু নাইডু এবং নরেন্দ্র মোদী (Etv Bharat)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 4, 2024, 12:12 PM IST

Updated : Jun 4, 2024, 2:03 PM IST

নয়াদিল্লি, 4 জুন: অন্ধ্রপ্রদেশে সরকার গঠনের দৌড়ে অনেকটাই এগিয়ে গেল তেলুগু দেশম পার্টি (টিডিপি) এবং বিজেপি জোট ৷ ভোটের প্রাথমিক প্রবণতা অনুযায়ী, টিডিপি 127টি আসনে এবং বিজেপি 7টি আসনে এগিয়ে রয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, জনসেনা পার্টি 17টি আসনে এগিয়ে রয়েছে, টিডিপি 127টি আসনে এগিয়ে রয়েছে, বিজেপি 7টি আসনে এবং যুবজন শ্রমিক রাইথু কংগ্রেস পার্টি (ওয়াইএসআরসিপি) অন্ধ্র প্রদেশে 22টি আসনে এগিয়ে রয়েছে।

অন্ধ্রপ্রদেশের লোকসভা এবং বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন ওয়াইএসআরসিপি, কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট, চন্দ্রবাবু নাইডুর টিডিপি এবং পবন কল্যাণের নেতৃত্বাধীন বিজেপি এনডিএ জোটের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। রবিবারের এক্সিট পোলগুলি 13 মে অনুষ্ঠিত অন্ধ্রপ্রদেশ বিধানসভা নির্বাচনে এনডিএ-র জয়ের পূর্বাভাস মিলছে। বিধানসভা নির্বাচন 13 মে একক ধাপে ভোটগ্রহণ প্রক্রিয়ায় অনুষ্ঠিত হয়েছিল।

এর আগে বুথ ফেরৎ সমীক্ষায় দেখা গিয়েছে, 78-96 আসন টিডিপি, 55-77 আসন ওয়াইএসআরসিপি, 16-18 আসন জন সেনা পার্টি, 4-6 আসন বিজেপি, এবং কংগ্রেস 2টি আসন পেতে পারে। অন্ধ্রপ্রদেশের বিধানসভার সমস্ত 175টি আসনের জন্য ভোটগ্রহণ লোকসভা নির্বাচনের সঙ্গে একযোগে অনুষ্ঠিত হয়েছিল। ক্ষমতাসীন ওয়াইএসআরসিপি 175টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল যখন এনডিএ অংশীদারদের মধ্যে আসন ভাগাভাগি ব্যবস্থার অংশ হিসাবে, টিডিপি 144টি বিধানসভা আসনে, জনসেনা 21টিতে এবং বিজেপি 10টিতে প্রতিদ্বন্দ্বিতা করছে।

বুথ ফেরত সমীক্ষার ফলাফলে যে ইঙ্গিত মিলেছিল, তার ভিত্তিতে তেলুগু দেশম পার্টির চন্দ্রবাবু নাইডুর মত, জয়ের জন্য কঠোর পরিশ্রম করেছে এনডিএ ৷ আর সেই সূত্রেই টিডিপি-র হাত ধরে এবার অন্ধ্রপ্রদেশে পালা বদলের ইঙ্গিত মিলেছে। ভোট গণনার ফলাফলও সেই পথেই এগোচ্ছে ৷ (এএনআই)

নয়াদিল্লি, 4 জুন: অন্ধ্রপ্রদেশে সরকার গঠনের দৌড়ে অনেকটাই এগিয়ে গেল তেলুগু দেশম পার্টি (টিডিপি) এবং বিজেপি জোট ৷ ভোটের প্রাথমিক প্রবণতা অনুযায়ী, টিডিপি 127টি আসনে এবং বিজেপি 7টি আসনে এগিয়ে রয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, জনসেনা পার্টি 17টি আসনে এগিয়ে রয়েছে, টিডিপি 127টি আসনে এগিয়ে রয়েছে, বিজেপি 7টি আসনে এবং যুবজন শ্রমিক রাইথু কংগ্রেস পার্টি (ওয়াইএসআরসিপি) অন্ধ্র প্রদেশে 22টি আসনে এগিয়ে রয়েছে।

অন্ধ্রপ্রদেশের লোকসভা এবং বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন ওয়াইএসআরসিপি, কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট, চন্দ্রবাবু নাইডুর টিডিপি এবং পবন কল্যাণের নেতৃত্বাধীন বিজেপি এনডিএ জোটের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। রবিবারের এক্সিট পোলগুলি 13 মে অনুষ্ঠিত অন্ধ্রপ্রদেশ বিধানসভা নির্বাচনে এনডিএ-র জয়ের পূর্বাভাস মিলছে। বিধানসভা নির্বাচন 13 মে একক ধাপে ভোটগ্রহণ প্রক্রিয়ায় অনুষ্ঠিত হয়েছিল।

এর আগে বুথ ফেরৎ সমীক্ষায় দেখা গিয়েছে, 78-96 আসন টিডিপি, 55-77 আসন ওয়াইএসআরসিপি, 16-18 আসন জন সেনা পার্টি, 4-6 আসন বিজেপি, এবং কংগ্রেস 2টি আসন পেতে পারে। অন্ধ্রপ্রদেশের বিধানসভার সমস্ত 175টি আসনের জন্য ভোটগ্রহণ লোকসভা নির্বাচনের সঙ্গে একযোগে অনুষ্ঠিত হয়েছিল। ক্ষমতাসীন ওয়াইএসআরসিপি 175টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল যখন এনডিএ অংশীদারদের মধ্যে আসন ভাগাভাগি ব্যবস্থার অংশ হিসাবে, টিডিপি 144টি বিধানসভা আসনে, জনসেনা 21টিতে এবং বিজেপি 10টিতে প্রতিদ্বন্দ্বিতা করছে।

বুথ ফেরত সমীক্ষার ফলাফলে যে ইঙ্গিত মিলেছিল, তার ভিত্তিতে তেলুগু দেশম পার্টির চন্দ্রবাবু নাইডুর মত, জয়ের জন্য কঠোর পরিশ্রম করেছে এনডিএ ৷ আর সেই সূত্রেই টিডিপি-র হাত ধরে এবার অন্ধ্রপ্রদেশে পালা বদলের ইঙ্গিত মিলেছে। ভোট গণনার ফলাফলও সেই পথেই এগোচ্ছে ৷ (এএনআই)

Last Updated : Jun 4, 2024, 2:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.