ETV Bharat / bharat

'ভোট ব্যাংকের নোংরা রাজনীতি সিএএ', তোপ দাগলেন কেজরিওয়াল - Arvind Kejriwal on CAA

Arvind Kejriwal on CAA: সিএএ আসলে পাকিস্তানিদের ভারতে থিতু করার জন্য করা হয়েছে ৷ বিজেপির বিরুদ্ধে এমন অভিযোগ তুললেন আপ প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ নাগরিকত্ব সংশোধনী আইন লাগুর প্রথম দিনেই প্রতিবাদ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

ETV Bharat
সিএএ
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 13, 2024, 1:32 PM IST

নয়াদিল্লি, 13 মার্চ: সিএএ লাগু নিয়ে এবার সরব দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ 11 মার্চ, সোমবার দেশজুড়ে নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করেছে বিজেপি সরকার ৷ সেদিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর প্রতিবাদ করেন ৷ তিনি সাফ জানিয়ে দেন, পশ্চিমবঙ্গে এই আইন কার্যকর করতে দেবেন না ৷ তিনি ছাড়া কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, তামিলনাড়ুর এমকে স্ট্যালিন ৷ আজ এ নিয়ে সাংবাদিক বৈঠক করলেন আপ প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ লোকসভা নির্বাচনের আগে সিএএ বিজেপির নোংরা ভোট ব্যাংকের রাজনীতি বলে তোপ দাগলেন ৷

তিনি এদিন প্রশ্ন করেন, "সিএএ কী?" বিজেপি সরকারের বিরুদ্ধে তাঁর অভিযোগ, এই নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করার ফলে বিশাল সংখ্যায় সংখ্যালঘু সম্প্রদায় ভারতে আসবে ৷ তাদের চাকরি দেওয়া হবে ৷ তাদের জন্য বাড়ি তৈরি করে দেওয়া হবে ৷

কেজরিওয়াল বলেন, "বিজেপি আমাদের সন্তানদের চাকরি দিতে পারে না ৷ এদিকে তারা পাকিস্তান থেকে আসা নাগরিকদের সন্তানদের চাকরি দেবে ৷ ভারতীয়দের অনেকের ঘরবাড়ি নেই ৷ অথচ বিজেপি চায় পাকিস্তান থেকে আসা লোকজন এখানে স্থায়ীভাবে বাস করুক ৷ আমাদের চাকরিই এবার তাদের সন্তানদের দিয়ে দেবে ৷ আমাদের জায়গায় পাকিস্তানিদের ব্যবস্থা করে দিতে চায় বিজেপি সরকার ৷ ভারত সরকারের যে টাকা আমাদের ভারতীয়দের উন্নতির জন্য কাজে লাগানোর কথা ছিল, সেই টাকা এবার পাকিস্তানিদের জন্য ব্যবহার করা হবে ৷"

এদিকে সিএএ নিয়ে অনলাইন পোর্টাল চালু করেছে কেন্দ্রীয় সরকার ৷ সেই পোর্টালে আবেদন জানানো নিয়ে সতর্ক করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ হাবড়ার সভা থেকে মঙ্গলবার তিনি বলেন, "নাগরিকত্বের দাবি জানানোর আগে দশ বার ভাবুন ৷ ক্যা রুল কেন্দ্র যে ঘোষণা করেছে, আদৌ এটা বৈধ কি না, তাতে আমার সন্দেহ আছে ৷ এর কোনও ক্ল্যারিটি নেই ৷ টোটাল ভাঁওতা ৷ ইলেকশনের আগে যুদ্ধ যুদ্ধ খেলা ৷"

আরও পড়ুন:

  1. আবেদন করলেই নাগরিকত্ব হারাবেন, সিএএ নিয়ে সতর্কবার্তা মমতার
  2. সিএএ লাগু হওয়ার পর মমতার প্রথম বিরোধী মিছিল, শিলিগুড়ির রাজপথে সামিলের ডাক

নয়াদিল্লি, 13 মার্চ: সিএএ লাগু নিয়ে এবার সরব দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ 11 মার্চ, সোমবার দেশজুড়ে নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করেছে বিজেপি সরকার ৷ সেদিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর প্রতিবাদ করেন ৷ তিনি সাফ জানিয়ে দেন, পশ্চিমবঙ্গে এই আইন কার্যকর করতে দেবেন না ৷ তিনি ছাড়া কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, তামিলনাড়ুর এমকে স্ট্যালিন ৷ আজ এ নিয়ে সাংবাদিক বৈঠক করলেন আপ প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ লোকসভা নির্বাচনের আগে সিএএ বিজেপির নোংরা ভোট ব্যাংকের রাজনীতি বলে তোপ দাগলেন ৷

তিনি এদিন প্রশ্ন করেন, "সিএএ কী?" বিজেপি সরকারের বিরুদ্ধে তাঁর অভিযোগ, এই নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করার ফলে বিশাল সংখ্যায় সংখ্যালঘু সম্প্রদায় ভারতে আসবে ৷ তাদের চাকরি দেওয়া হবে ৷ তাদের জন্য বাড়ি তৈরি করে দেওয়া হবে ৷

কেজরিওয়াল বলেন, "বিজেপি আমাদের সন্তানদের চাকরি দিতে পারে না ৷ এদিকে তারা পাকিস্তান থেকে আসা নাগরিকদের সন্তানদের চাকরি দেবে ৷ ভারতীয়দের অনেকের ঘরবাড়ি নেই ৷ অথচ বিজেপি চায় পাকিস্তান থেকে আসা লোকজন এখানে স্থায়ীভাবে বাস করুক ৷ আমাদের চাকরিই এবার তাদের সন্তানদের দিয়ে দেবে ৷ আমাদের জায়গায় পাকিস্তানিদের ব্যবস্থা করে দিতে চায় বিজেপি সরকার ৷ ভারত সরকারের যে টাকা আমাদের ভারতীয়দের উন্নতির জন্য কাজে লাগানোর কথা ছিল, সেই টাকা এবার পাকিস্তানিদের জন্য ব্যবহার করা হবে ৷"

এদিকে সিএএ নিয়ে অনলাইন পোর্টাল চালু করেছে কেন্দ্রীয় সরকার ৷ সেই পোর্টালে আবেদন জানানো নিয়ে সতর্ক করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ হাবড়ার সভা থেকে মঙ্গলবার তিনি বলেন, "নাগরিকত্বের দাবি জানানোর আগে দশ বার ভাবুন ৷ ক্যা রুল কেন্দ্র যে ঘোষণা করেছে, আদৌ এটা বৈধ কি না, তাতে আমার সন্দেহ আছে ৷ এর কোনও ক্ল্যারিটি নেই ৷ টোটাল ভাঁওতা ৷ ইলেকশনের আগে যুদ্ধ যুদ্ধ খেলা ৷"

আরও পড়ুন:

  1. আবেদন করলেই নাগরিকত্ব হারাবেন, সিএএ নিয়ে সতর্কবার্তা মমতার
  2. সিএএ লাগু হওয়ার পর মমতার প্রথম বিরোধী মিছিল, শিলিগুড়ির রাজপথে সামিলের ডাক
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.